20/11/2023
যারা বলে ভালোবাসতে টাকার কোন প্রয়োজন নেই, শুধু একটা সুন্দর মন থাকলেই হবে,তাদের জন্য এই পোষ্ট,😍
একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যখন প্রেমের সম্পর্ক হয় তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যে দিন- রাত কমপক্ষে ৪/৫ ঘন্টা কথা হয়, আর এখন social media যুগে মাসে নিম্নপক্ষে ৫০০ টাকার নেট কিনতে হয়, আবার তাদের কমপক্ষে সপ্তাহে ১ বার দেখা করতে হয়, রিক্সা ভাড়া আছে, আর সেখানে রেস্টুরেন্টে বিল নিম্ন ১০০০ টাকা হয়, (অনেকে বলবে ১০০০ টাকা লাগে না ১০ টাকার বাদাম ভাজা খাওয়ালেই হয়, সেসব সিনেমায় মানায় ভাই বাস্তব জীবনে না,) যাই হোক তাহলে বাপের টাকাই মাসে gf এর পেছনে ৫০০০ টাকা খরচ হয়, তাহলে ১ টা মেয়ের পেছনে যখন একটা ছেলে মাসে ৫০০০ টাকা খরচ করবে এবং মাঝে মাঝে gift দেবে তখন স্বাভাবিকভাবেই মেয়েটা তার প্রতি দূর্বল হবে, তখন তাদের মধ্যে এত ভালোবাসা কাজ করবে যে দুনিয়ার সবকিছু কালা মনে হলেও ওই সময়টা দুজনের সবকিছু ফর্সাই মনে হবে,🤣 এমন ভাবে চলতে থাকবে কয়েকমাস, তারপর ছেলেটা মেয়েটাকে না চেনার ভান করলেও মেয়েটা যদি চালাক হয় তাহলে কেল্লা ফতে,😂 i mean বিয়ে,😅
তারপর দুই পরিবারের কেউ মানবে না, বন্ধুরা ২ দিন জায়গা দিলেও ৩ দিনের দিন লাত্থি দিয়ে বের করে দেবে, তখন বাসা ভাড়া যদিও পায় তবুও বাসা ভাড়া কই থেকে দেবে, কারন পোলা তো বেকার,😂 তখন দূরসম্পর্কের আত্মীয় ১টা কাজ খুজে দেবো দিন ৩০০, তখন এই ৩০০ টাকা দিয়ে চালই কিনবে, না বাজার করবে, না বাড়ি ভাড়া দেবে, না বউয়ের কসমেটিকস কিনবে, ২ মাস পর ভালোবাসা দরজা দিয়ে উধাও, 🤪
তাই বলি ২ দিনের ভালোবাসার ফুটানি মারতে আইসেন না আমার কাছে, বিয়ে করলে টাকাপয়সা ওয়ালা বুড়ো দেখে করবো তবুও কোন বেকার সুন্দর কে না,😎