
15/07/2025
আশার আলো কখনও নিভে যায় না...
জীবনে অন্ধকার আসতেই পারে, কিন্তু সেটা চিরস্থায়ী নয়। ঠিক যেমন ভোর হয় গভীর রাতের পর, তেমনি প্রতিটি দুঃসময়ও একদিন কেটে যায়। যদি আজ হোঁচট খাও, কাল আবার উঠে দাঁড়াতে পারো। যদি আজ কাঁদো, কাল হাসার কারণ ঠিকই আসবে। শুধু নিজেকে হারাতে দিও না।
কারণ, তুমিই তোমার আশার সবচেয়ে বড় শক্তি। 🌿✨
#আশা #নতুনশুরু #পজিটিভভাইব #জীবনবোধ