Raifa's Diary

Raifa's Diary Its all about Raifa & Her mom's Daily life.

24/10/2024

Enjoy the moment.❤️❤️

Pizza party ❤️❤️
14/10/2024

Pizza party ❤️❤️

Little Princess Raifa Rashid 🥰❤️😇
07/10/2024

Little Princess Raifa Rashid 🥰❤️😇

07/05/2024

বাবু তোহ ঝগড়াঝাটি শিখে গেছে 🫣😵‍💫

Harun Ur Rashid

21/04/2024

বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে
শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না।

তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।
জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না।

তার জন্য আলাদা খাবারের পেরেশানি টা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না।

কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে.......

কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে.....

এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না,
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।
©

❤️
23/12/2023

❤️

রাইফার ঘুরুঘুরু ❤️❤️
22/12/2023

রাইফার ঘুরুঘুরু ❤️❤️

অনন্যা নাটক টা দেখে কিছু পরিস্থিতির কথা  মনে পড়লো। আশেপাশে  ছোট বাচ্চার  মা অনেককেই দেখি এমন পরিস্থিতির  মধ্যে  দিয়ে যাচ...
19/12/2023

অনন্যা নাটক টা দেখে কিছু পরিস্থিতির কথা মনে পড়লো।
আশেপাশে ছোট বাচ্চার মা অনেককেই দেখি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ।
আসলে প্যারেন্টিং একটা ডুয়েট সং, একটা বাইসাইকেলের জার্নির মতো।

তবে আমাদের দেশে বাবারা শুধু ডায়াপার কেনার দ্বায়িত্ব ছাড়া সমস্তটুকু মায়ের কাঁধেই তুলে দেওয়া হয়।
পারফেক্ট মা, বউ,কর্মক্ষেত্রে সব জায়গায় গিয়ে এতো চ্যালেন্জ৷ নূন্যতম সাপোর্ট না দিয়ে বরং আরো মানসিক চাপ আর সর্বক্ষণ তাকে অনুভব করানো হয় তুমি পারছো না, হচ্ছে না, বেস্ট টা দিচ্ছো না!!

এসবের মাঝে ক্লান্ত মানুষ টা ২ ইঞ্চি দূরে থাকা মানুটাকে বলতে পারেনা।
আমি টায়ার্ড, I'm sinking ..
Plz hold me in your arms, I need your support !

ফলাফল একা-একা লড়তে লড়তে মানুষটা শুধু মা হয়ে রয়। বউ, প্রেমিকা, sulemate, বা ভালোবাসার মানুষটা ভালোবাসাহীন রোবট হয়ে যায়। হাসতে ভুলে যায়, বাঁচতে ভুলে যায়।
পৃথিবীতে সন্তান ছাড়া আর কোন অনুভূতি তাকে স্পর্শ করে না।

২৪*৭ এর মাতৃত্বের এই জবটাকে কেও মূল্যায়ন করে না। সবচেয়ে কস্ট হয় যখন আশেপাশের মুরুব্বি মহিলারা তারা সাপোর্ট না করে আরো সেই নতুন মায়ের কস্টের কারন হন৷

ব্যতিক্রম কখনো উদাহরণ হয়না৷

Evening outing ❤️❤️
30/11/2023

Evening outing ❤️❤️

মানুষের খুব কাছাকাছি গেলে বুঝবেনমানুষ দূর থেকেই সুন্দর ❤️
30/11/2023

মানুষের খুব কাছাকাছি গেলে বুঝবেন
মানুষ দূর থেকেই সুন্দর ❤️

প্রতি সপ্তাহে তার বার্থডে 😵‍💫 বাবাকে ইমোশনাল করে কেক নাওয়া শিখে গেছে😇আলহামদুলিল্লাহ ❤️❤️আল্লাহুম্মা বারিক লাহু
18/11/2023

প্রতি সপ্তাহে তার বার্থডে 😵‍💫 বাবাকে ইমোশনাল করে কেক নাওয়া শিখে গেছে😇আলহামদুলিল্লাহ ❤️❤️
আল্লাহুম্মা বারিক লাহু

Address

Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raifa's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Raifa's Diary:

Share