28/09/2025
বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড. মোছা: মিনারা খাতুন।। ভিডিও ফুটেজ !!
ড. মোছা. মিনারা খাতুন আমার ফুপু, আমাদের নিজস্ব জমিতে প্রবেশাধিকারের জন্য দীর্ঘদিন ধরে যে অবিচার, হয়রানি ও বেআইনি বাধার শিকার হচ্ছি, তা আপনাদের সামনে উপস্থাপন করছি।
বোরহান উদ্দিন গং, পিতা মৃত সেকেন্দার আলী, সাং ছোটবেলাইল পূর্বপাড়া, বগুড়া শহরের ১৪ নং আমার বিধবা ফুপু মোছাঃ নাজমা বেগম ও আমার, নিম্নে বর্ণিত তফসিল সম্পত্তিতে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দেয়াল নির্মাণ করলে, পৌরসভার কাছে লিখিত অভিযোগ দায়ের করি। এরপর পৌরসভার নির্দেশে পৌর গার্ড বাহিনী ও জেলা পুলিশ রাস্তার উপর নির্মিত অবৈধ দেওয়ালটি অপসারন করে। প্রতিপক্ষ পুনরায় সেখানে গায়ের জোরে নতুন করে লোহার দরজা, টিনের সেড নির্মান করে রাস্তাটি সম্পূন বন্ধ করে। তারা দাবী করছে জমিটি তাদের কেনা সম্পত্তি, দলিলে রাস্তার কথা উল্লেখ নেই। প্রতিপক্ষ জমিটি আমার চাচার কাছ থেকে ক্রয় করেছে। তারা আরো দাবী করছে, আমাদের জমিতে যাওয়ার বিকল্প রাস্তা আছে, অথচ বাস্তবে কোনো বিকল্প রাস্তা নেই। আমরা রাস্তার সমপরিমান জমি তাদেরকে দিতে চেয়ে, একাধিকবার আলোচনার প্রস্তাব দিয়েছি। কিন্তুুু তারা কখনই আলোচনায় বসেনি। বরং বোরহান উদ্দিন গং রাস্তা না দেওয়ার উদ্দশ্যে সাময়িক নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা দায়ের করে। আসলে তাদের উদ্দেশ্য হলো আমার ফুপু ও আমাকে আমাদের জমিতে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করে জমিটি সস্তায় কিনে নিবে।
আমরা শান্তিপূর্ণ ও আইনি উপায়ে সমাধান খুঁজেছি- এবং নিরুপায় হয়ে আদালতে রাস্তা চেয়ে মামলা দায়ের করেছি, পৌরসভা ও থানায় অভিযোগ দায়ের করেছি। মামলাগুলো চলমান রয়েছে।