BEPY BOY'Z

BEPY BOY'Z Content creator Making Blog and cartoon videos

Alhamdulillah ❤️
04/05/2025

Alhamdulillah ❤️

04/05/2025

আপনি যদি Facebook থেকে ইনকাম করেন
কোথায় কি বসাতে হবে সবকিছু স্ক্রীনশট দেখে নেবেন

এবং সেটার টাকা ব্যাংক বা PayPal-এর মাধ্যমে নিতে চান, তাহলে আপনাকে Payout Account সেটআপ করতে হবে। নিচে ধাপে ধাপে সহজভাবে নিয়ম দেওয়া হলো—❤️🤍
১. Hub-এ যান🤍
প্রথমে Meta Business Suite খুলুন।🙂😳
সেখান থেকে → Payouts অপশনে যান।
এরপর "Set Up Payouts" বা "Add Payout Account" বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় তথ্য দিন
ব্যক্তিগত তথ্য:
আপনার পূর্ণ নাম (জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট অনুযায়ী)।🙂😳
ঠিকানা ও ফোন নম্বর এবং মেইল
ট্যাক্স সংক্রান্ত তথ্য 😐🥰
পেমেন্ট নেওয়ার মাধ্যম নির্বাচন করুন:
ব্যাংক অ্যাকাউন্ট (টাকা সরাসরি ব্যাংকে পেতে চাইলে)।
PayPal (যদি আপনার দেশে সাপোর্ট করে)।
জেনে রাখা ভাল যে, বাংলাদেশে থেকে আপনি একাউন্ট ফিলআপ করতে পারবেন না,
বাংলাদেশে হলে আপনাকে ব্যাংকের মাধ্যমেই ট্রানজেকশন করতে হবে সেক্ষেত্রে
#ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন:
অ্যাকাউন্ট হোল্ডারের নাম।
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর।🙏🙏
SWIFT কোড (আন্তর্জাতিক লেনদেনের জন্য)।
রাউটিং নম্বর (আবশ্যক )।
৩. Facebook আপনার তথ্য চেক করবে।
৪. Payout Type যেহেতু সবাই কম বেশি কন্টেন্ট তৈরি করেন ( Individual) দিবেন এবং যেহেতি আমেরিকায় আপনি কোন ট্যাক্স পে করনেননা সেহেতু ০% ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, মনে রাখবেন অবশ্যই সরকারি ডকুমেন্টস অনুযায়ী সব তথ্য দিবেন যেন কোনো সময় পে আউট ভেরিফাই খুঁজলে তথ্য গুলো দিতে পারেন🙂❤️🤍❤️❤️🥰🖤💙

#আপনার এনআইডি কার্ড সাথে রাখবেন,
এর স্টেটমেন্ট সাথে রাখবেন,
স্লিপটা সাথে রাখবেন।
#আপনার ব্যাংক একাউন্ট যে শাখায় সে শাখার অফিসারের নিকট SWIFT কোডটি জেনে নিবেন।
এতে করে আপনার Payout Form পূরণ করতে কোন অসুবিধা হবেনা।
আর কোনো বিষয় না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন, পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রাখুন হয়তো পরে আপনার কাজে আসতে পারে।






/Collected/

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy. ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove. bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup. pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play. ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs. ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX. ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf. ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

আইডিয়া কিন্তু খারাপ না 🤣
29/04/2025

আইডিয়া কিন্তু খারাপ না 🤣

সীমান্তে পেরিয়ে মাস্তানি করতে এসে ধরা,বিজিবির কাছে হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা...
29/04/2025

সীমান্তে পেরিয়ে মাস্তানি করতে এসে ধরা,বিজিবির কাছে হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা...

সীমান্তে পেরিয়ে মাস্তানি করতে এসে ধরা,বিজিবির কাছে হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা...

28/04/2025

অন্তরের আয়না ( The Mirror of the Heart ) যদি চান এমন পোস্ট আপনার গল্প থেকে হোক তাহলে কমেন্টে জানান । তাহলে পরবর্তী পোস্টটা আপনার গল্প থেকে করা হবে ।

30/07/2024

যাদের টাকায় দেশ চলে ,
যাদের টাকায় তোমাদের বেতন পাও, সংসার চালাও,
যাদের ভোটে তুমি আজ সিংহাসনে বসে আছো,
যাদের জন্য তোমার এত ক্ষমতা,
তাদের প্রতি তোমার এত ঘৃণা কেন?

আমাদের টাকায় বানানো বন্দুক যখন আমাদের বুক চিরে বের হয় তখন তুমি যে এসি রুমে বাতাস খাও, এটাও কিন্তু আমাদেরই টাকা!

তোমাদের এত সাহস কেমনে হয়?
যাদের টাকায় আর ক্ষমতায় বেঁচে আছো,
তাদের বুকে গুলি চালাতে? গুম করতে? মিথ্যা মামলায় ফাঁসাতে?

শুধু বাংলার নয়, দুনিয়ার ইতিহাস সাক্ষী আছে,
তোমার বর্বরতা, সেচ্ছাচারিতা, লুটপাট, আর নোংরা রাজনীতি এদেশের ইতিহাসের একটি চুনমাখা অধ্যায়!

এমন কোনো সেক্টর নাই যেটা তুমি তোমার নীল বিষে বিষাক্ত করোনাই!

শিক্ষা জাতির মেরুদণ্ড!
সেই শিক্ষা যারা বয়ে নিয়ে বেড়ায়, তাদেরকে মেরে দেশকে পঙ্গু করতে যদি তোমার হাত না কাঁপে তাহলে এই ক্ষমতা তুমি ছেড়ে দেও! অবশ্য শহিদের রক্ত বৃথা যাবে না আর তাদের অভিশাপে তোমরা বেশিক্ষণ টিকতেও পারবে না! তাদের রক্ত আমরা ব্যথা যেতে দিব না!





***[ বি: দ্র: আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না! আপনার ওই সাপের জিহ্বা আমার থেকে দূরে রাখুন! ]

***[ সংবিধান: ৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকার ]

Address

Puran Bogra
5810

Alerts

Be the first to know and let us send you an email when BEPY BOY'Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BEPY BOY'Z:

Share

Category