উত্তরবঙ্গ সমাচার

উত্তরবঙ্গ সমাচার সর্বদা সত্য

বিএনপির অবরোধ ঘিরে ডিএমপির পরিকল্পনা কী?বিএনপির অবরোধ ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও শঙ্কার কথা বললেন ডিএম...
30/10/2023

বিএনপির অবরোধ ঘিরে ডিএমপির পরিকল্পনা কী?

বিএনপির অবরোধ ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও শঙ্কার কথা বললেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর টানা তিন দিন অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি ঘিরে ডিএমপি বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। বিএনপি যে নাশকতা করে ২৮ অক্টোবরের ঘটনাই তার প্রমাণ। আর সেই আঙ্গিকেই আগামী তিনদিনের অবরোধের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে।
তিনি আরও বলেন,
২৮ অক্টোবরের ঘটনায় এজাহারভুক্ত এবং তদন্তে অভিযোগ প্রমাণিত সব পর্যায়ের ব্যক্তি বা নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মহিদ উদ্দিন বলেন,
বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে ডিএমপি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করবে। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আইন অনুযায়ী নগরবাসীর নিরাপত্তার জন্য যা করার দরকার তাই করবে।
তিনি বলেন, অবরোধ ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও শঙ্কা যে নেই তা উড়িয়ে দেয়া যায় না। সে অনুযায়ীই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, তাড়াহুড়ো নয়, পেশাদারিত্বের সঙ্গেই শনিবারের (২৮ অক্টোবর) ঘটনা তদন্ত করা হচ্ছে। বিশ্লেষণ করা হচ্ছে সার্বিক বিষয়গুলো। শনিবারের ঘটনায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। যারা দুষ্কৃতিকারী তাদের সম্পর্কে সজাগ আছে ডিএমপি
#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


সারা দেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসারাদেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি আগ...
30/10/2023

সারা দেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত

সারাদেশে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচির ঘোষণা করেছে।

সোমবার (৩০ অক্টোবর) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতি এই কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে নেতাকর্মীদের সমাবেশে আসার পথে পথে বাধা প্রদান করে। সমাবেশে আগত নেতাকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে এবং বাস, লঞ্চ, ট্রেন থেকে নামার পর গণহারে গ্রেপ্তার করে। বিরোধীদলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস, গুলি ও বেধড়ক লাঠিচার্জ করে মহাসমাবেশ পণ্ড করে দেয়।

তিনি বলেন, পুলিশের টিয়ারগ্যাস এবং গুলির আঘাতে সাংবাদিক ও বিএনপির নেতাকর্মীসহ ৪ জন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারাদেশে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, সরকারের পদত্যাগ, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতিরোধ, ২৮ অক্টোবর বিরোধীদলের মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যা এবং সরকারের লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আগামীকাল ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর সারাদেশে সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করছি।

বিবৃতি শেষে তিনি দেশের বৃহত্তর স্বার্থে ঘোষিত অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।


#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার।চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ...
26/10/2023

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার।চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তালিকাটি প্রকাশ করেছে।

সাধারণ ছুটি

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ১১ এপ্রিল ঈদুল ফিতর, পহেলা মে মে দিবস, ২২ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ১৭ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

নির্বাহী আদেশে ছুটি

২৬ ফেব্রুয়ারি শবে বরাত, ৭ এপ্রিল শবে কদর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং ১৭ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটি

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে, ৯ ফেব্রুয়ারি শবে মেরাজ, ১৩ এপ্রিল ঈদুল ফিতরের তৃতীয় দিন, ১৯ জুন ঈদুল আজহার তৃতীয় দিন, ৫ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম।

হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে, ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৮ মার্চ শিবরাত্রি ব্রত, ২৫ মার্চ দোলযাত্রা, ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২ অক্টোবর মহালয়া, ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী ও নবমী), ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামাপূজা।

এ ছাড়া ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৮ মার্চ পুণ্য বৃহস্পতিবার, ২৯ মার্চ পুণ্য শুক্রবার, ৩০ মার্চ পুণ্য শনিবার, ৩১ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

ঐচ্ছিক ছুটির বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে, ২৩ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ২০ জুলাই আষাঢ়ি পূর্ণিমা, ১৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে, ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


26/10/2023

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় সেলিম হোটেলকে ১ লাখ টাকা জরিমানা

25/10/2023

আওয়ামী লীগকে😱পিটায় মেরে ফেলবে

#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি চালুর উদ্যোগবেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়...
24/10/2023

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ পাওয়া স্কুল ও কলেজের শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে। তাঁরা যে প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন, সেখানেই আর শেষ পর্যন্ত থাকতে হবে না। এখন থেকে তাঁরাও সুবিধা অনুসারে বদলি হতে পারবেন পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে। এ বিষয়ে একটি খসড়া তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেটি যাচাই-বাছাই করার পর নীতিমালা চূড়ান্ত করা হবে।

বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি-সংক্রান্ত নীতিমালা তৈরির জন্য গত রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে আলোচনা হয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি অনেক দিনের একটি দাবি। তাঁরাও পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হতে চান। এটি করা গেলে শিক্ষকদের অনেক দিনের দাবি পূরণ হবে। এমপিওভুক্ত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন। ২০১৯ সালে এমপিও শিক্ষকদের বদলি চালু করতে একটি নীতিমালার খসড়া করেছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান প্রথম আলোকে বলেন, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলির বিষয়ে এই প্রথম একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মূলত এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। সভায় বদলি বিষয়ে একটি খসড়া নীতিমালা প্রণয়নের বিষয়ে কথা হয়েছে। সামনে এ বিষয়ে আরও সভা হবে। এরপর বদলির নীতিমালা চূড়ান্ত করা হবে।এই উদ্যোগকে স্বাগত জানান বেসরকারি শিক্ষকেরা। তাঁরা বলেন, ‘অনেক দিন ধরে বদলির বিষয়টি নিয়ে কথা হচ্ছে। ইচ্ছা না থাকার পরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্য হয়ে আমাদের অনেককে যোগ দিতে হয়। সেখানেই অবসর নিতে হয়। বদলির ব্যবস্থা থাকলে স্বাচ্ছন্দ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বদলাতে পারতাম। তাতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই উপকৃত হতো।’ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী ডিগ্রি কলেজের প্রভাষক মো. সান্ত আলী বলেন, ‘শিক্ষকদের বদলি বা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ শিক্ষকদের প্রাণের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০১৯ সালের মতোই যেন উদ্যোগটি ধূলিসাৎ না হয়, সে বিষয়ে সবার প্রতি অনুরোধ রইল।

#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


মহিলা বিষয়ক অধিদপ্তর এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি - ৩০/১০ Deadline: 30 Oct 2023
24/10/2023

মহিলা বিষয়ক অধিদপ্তর এর অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি - ৩০/১০

Deadline: 30 Oct 2023

২৮ অক্টোবর নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তারাজধানীতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব...
24/10/2023

২৮ অক্টোবর নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির মহাসমাবেশের পাশাপাশি একই দিনে আওয়ামী লীগও শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে।

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির মহাসমাবেশের পাশাপাশি একই দিনে আওয়ামী লীগও শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারসহ বেশকিছু দাবিতে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। একই দিনে তিনটি দলের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে ছড়িয়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে ২৮ অক্টোবরের আলোচনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র পর্যন্ত। কেননা বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে দীর্ঘদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটি।

সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ২৮ অক্টোবর নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি এ বিষয়ে একটি প্রশ্ন করেন।

প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা গুরুত্বপূর্ণ, তা হলো সব পক্ষ যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে আছেন সরকারি কর্মকর্তারা, আইন প্রয়োগকারীরা, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, মিডিয়া এবং অবশ্যই ভোটাররা।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছে।

ম্যাথিউ মিলারের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, ২৮ অক্টোবর বিরাট রাজনৈতিক র‌্যালি করার কথা ঘোষণা করেছে বিরোধী দল। একে কেন্দ্র করে উত্তেজনাকর রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে। র‌্যালিতে বাধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে শাসকগোষ্ঠী। এর মধ্যে রয়েছে গ্রেপ্তার, অভিযোগ গঠন, এমনকি এখন রাতের বেলায়ও বিচার করা হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী, ক্ষমতাসীনদের পক্ষ থেকে সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে। বিরোধী নেতাদের বিরুদ্ধে রাশিয়ান ইউরেনিয়াম ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ বিবেচনা করছে? তার প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার ওই মন্তব্য করেন।

এ সময় মুশফিক যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তার ইস্যুও তুলে ধরেন।

এ বিষয়ে মুশফিক মিলারের কাছে জানতে চান, সম্প্রতি রাষ্ট্রদূত পিটার হাস শুধু নিজের নিরাপত্তা নয়, দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই মঞ্চ থেকে অনেকবার আপনি ভিয়েনা কনভেনশন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। ফলে এই প্রেক্ষাপটে আপনার মন্তব্য কী?

জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমি আবারও বলব ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স-এর অধীনে কূটনৈতিক চত্বর ও এর কর্মকর্তাদের সুরক্ষিত রাখতে সবরকম যথাযথ পদক্ষেপ গ্রহণে বাধ্যবাধকতা আছে বাংলাদেশের। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। আমরা আশা করি, দেশের ভেতর যুক্তরাষ্ট্রের সব মিশন ও কূটনীতিকদের সেফটি ও সিকিউরিটি রক্ষায় সব রকম উপযুক্ত পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার।


#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


🌀ঘূর্নিঝড় "হামুন" উপকূলের কাছাকাছি চলে আসার ফলে আজ থেকেই দেশের মধ্যে বৃষ্টির সাথে ঝড়োবাতাস বইতে পারে। ঘূর্ণিঝড় "হামুন" ব...
24/10/2023

🌀ঘূর্নিঝড় "হামুন" উপকূলের কাছাকাছি চলে আসার ফলে আজ থেকেই দেশের মধ্যে বৃষ্টির সাথে ঝড়োবাতাস বইতে পারে।
ঘূর্ণিঝড় "হামুন" বর্তমানে কিছুটা শক্তিশালী যার বর্তমান গতিবেগ ঘন্টায় ৮০-৯০ কি:মি: যা দমকা ও ঝড়োহাওয়াসহ ১১৫+ কি: মি: পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সকলে নৌযান চলাচল থেকে বিরত থাকুন কারণ ঘূর্ণিঝড় "হামুন " উপকূলের কাছাকাছি চলে এসেছে।
🔴সিস্টেমটি আজ রাত বা আগামীকালের মধ্যে বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের যেকোনো উপকূলে গভীর নিম্নচাপ বা সাধারণ ঘূর্ণিঝড় রূপে আঘাত হানতে পারে।

পোষ্টটি শেয়ার করে সকলকে সতর্ক করুন।


#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


24/10/2023

ফাঁদে পড়লেন এক কনটেন্ট ক্রিয়েটর!

#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


23/10/2023

মারা গেল মিঠা পানির কুমির
#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য


Address

Sadar Bogura
Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when উত্তরবঙ্গ সমাচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উত্তরবঙ্গ সমাচার:

Share