
30/10/2023
বিএনপির অবরোধ ঘিরে ডিএমপির পরিকল্পনা কী?
বিএনপির অবরোধ ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও শঙ্কার কথা বললেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিন।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর টানা তিন দিন অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি ঘিরে ডিএমপি বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। বিএনপি যে নাশকতা করে ২৮ অক্টোবরের ঘটনাই তার প্রমাণ। আর সেই আঙ্গিকেই আগামী তিনদিনের অবরোধের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে।
তিনি আরও বলেন,
২৮ অক্টোবরের ঘটনায় এজাহারভুক্ত এবং তদন্তে অভিযোগ প্রমাণিত সব পর্যায়ের ব্যক্তি বা নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মহিদ উদ্দিন বলেন,
বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে ডিএমপি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করবে। বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে আইন অনুযায়ী নগরবাসীর নিরাপত্তার জন্য যা করার দরকার তাই করবে।
তিনি বলেন, অবরোধ ঘিরে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও শঙ্কা যে নেই তা উড়িয়ে দেয়া যায় না। সে অনুযায়ীই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, তাড়াহুড়ো নয়, পেশাদারিত্বের সঙ্গেই শনিবারের (২৮ অক্টোবর) ঘটনা তদন্ত করা হচ্ছে। বিশ্লেষণ করা হচ্ছে সার্বিক বিষয়গুলো। শনিবারের ঘটনায় পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। যারা দুষ্কৃতিকারী তাদের সম্পর্কে সজাগ আছে ডিএমপি
#উত্তরবঙ্গ_সমাচার
#সর্বদা_সত্য