হাফেজ ক্বারী শাহাদত হোসাইন

হাফেজ ক্বারী শাহাদত হোসাইন Islamic lecturer & Qari .. Hafez Qari Shahadot Hossain Bogura
contact
☎️01312696557

14/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Welcome to my newest followers! Excited to have you onboard! Abdullah Almamun, MosTofa MosTofa, Raja Hindustani, মোহাম্ম...
26/06/2025

Welcome to my newest followers! Excited to have you onboard! Abdullah Almamun, MosTofa MosTofa, Raja Hindustani, মোহাম্মদ মনির, Md Anta, Hafijul Khan, Humayoun Khan, Sumon Sumon, Alifsk Sk, Harun Ahmod Harun, Shofiqul Islam Shofiqul Islam, Jnon Md Zuniad, Rasel Reza, আমি সৌদি প্রবাসী, আনোয়ারুল ইসলাম, Ab Kader, Md Nayam, Mdjalil Munse, Md Anar Ali, Farbes Ahmed, Ajijur Rahman, Sheha Shanjida, দেবিকান্ত রায়, মোঃ রবিউল ইসলাম, Md Forok, MD Babul, Md Jewel Jewel, Md Shoag, মমিন ইসলাম, মোঃ জসিম উদ্দিন শ্রমিক, মোহাম্মাদ জয়নুল আবেদীন শেখ , Hasan Ahamad, Mustak Miyan Bengali Wala, Mosaref Kha, মোশারফ বাই, সৈকত আলী, MC KB, Rubel Hossen, Minar Hosan, রইিম আলী thanks all followers

লক্ষ্য যদি হয় দুনিয়া, তাহলে সব হারাবেন"আর লক্ষ্য যদি হয় জান্নাত, তাহলে সফল হবেন ।
21/06/2025

লক্ষ্য যদি হয় দুনিয়া, তাহলে সব হারাবেন"
আর লক্ষ্য যদি হয় জান্নাত, তাহলে সফল হবেন ।

সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত"কোনো একদিন হযরত জিবরাঈল (আঃ) নবী করীম (ﷺ)-এর কাছে বসে ছিলেন। হঠাৎ প্রচন্ড একটি শব্দ শো...
21/06/2025

সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত
"কোনো একদিন হযরত জিবরাঈল (আঃ) নবী করীম (ﷺ)-এর কাছে বসে ছিলেন। হঠাৎ প্রচন্ড একটি শব্দ শোনা গেলো । হযরত জিবরাঈল (আঃ) নিজের মাথা উচু করে বললেন, এটা আকাশের সেই দরজা খোলার শব্দ যা আজকের পূর্বে আর কখনো খোলা হয়নি। উক্ত দরজা দিয়ে একজন ফিরিশতা পৃথিবীতে অবতরণ করেছেন, যিনি ইতোপূর্বে আর কখনো পৃথিবীতে আগমন করেননি । সে ফিরিশতা নবী করীম (ﷺ)-এর কাছে এসে বললেন, আপনার জন্যে দুটো নূরের সুসংবাদ রয়েছে। সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত উক্ত দুটো নূর । যা আপনার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। সূরা ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত থেকে একটি অক্ষরও পড়ে আল্লাহ তা'য়ালার কাছে আপনি যা কিছু প্রার্থনা করবেন তা প্রদান করা হবে ।”
(মুসলিম, হাদীস নং- ৮০৬)
👉নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলা আসমান-যামীন সৃষ্টির দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন। সেই কিতাব হতে তিনি দু‘টি আয়াত নাযিল করছেন। সেই দু‘টি আয়াতের মাধ্যমেই সূরা আল-বাক্বারা সমাপ্ত করেছেন। যে ঘরে তিন রাত এ দু‘টি আয়াত তিলাওয়াত করা হয় শাইতান সেই ঘরের নিকট আসতে পারে না।
(তিরমিজি— ২৮৮২)

👉জুবায়র ইবনু নুফায়র (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা আল বাকারাকে আল্লাহ তা‘আলা এমন দু’টি আয়াত দ্বারা শেষ করেছেন, যা আমাকে আল্লাহর ‘আরশের নীচের ভাণ্ডার হতে দান করা হয়েছে। তাই তোমরা এ আয়াতগুলোকে শিখবে। তোমাদের রমণীকুলকেও শিখাবে। কারণ এ আয়াতগুলো হচ্ছে রহমত, (আল্লাহর) নৈকট্য লাভের উপায়। (দীন দুনিয়ার সকল) কল্যাণলাভের দু‘আ।
(মিশকাত— ২১৭৩)
👉বাদ্রী সাহাবী আবূ মাস‘উদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সূরা বাকারার শেষে এমন দু’টি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দু’টি তিলাওয়াত করবে তার জন্য এ আয়াত দু’টোই যথেষ্ট। অর্থাৎ রাত্রে কুরআন মাজীদ তেলাওয়াত করার যে হক রয়েছে, কমপক্ষে সূরাহ বাকারার শেষ দু’টি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট।
(সহিহ বুখারী— ৪০০৮)

মুত্তাকী হতে হলে যে গুন গুলো লাগবেই।চাইলে কপি ও শেয়ার করতে পারেন।يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُ...
21/06/2025

মুত্তাকী হতে হলে যে গুন গুলো লাগবেই।
চাইলে কপি ও শেয়ার করতে পারেন।
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ২৭৮)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
(সূরাঃ আল ইমরান, আয়াতঃ ১০২)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ وَجَاهِدُوا فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
(সূরাঃ আল মায়িদাহ, আয়াতঃ ৩৫)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
(সূরাঃ আত তাওবাহ, আয়াতঃ ১১৯)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
(সূরাঃ আল আহযাব, আয়াতঃ ৭০)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَآمِنُوا بِرَسُولِهِ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَحْمَتِهِ وَيَجْعَلْ لَكُمْ نُورًا تَمْشُونَ بِهِ وَيَغْفِرْ لَكُمْ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
(সূরাঃ আল হাদীদ, আয়াতঃ ২৮)
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
(সূরাঃ আল হাশর, আয়াতঃ ১৮)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
বাংলা অনুবাদঃ হে মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনও ন্যায়বিচার পরিত্যাগ করো না। সুবিচার কর এটাই খোদাভীতির অধিক নিকটবর্তী। আল্লাহকে ভয় কর। তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে খুব জ্ঞাত।
(সূরাঃ আল মায়িদাহ, আয়াতঃ ৮)

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ
বাংলা অনুবাদঃ সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৭৭)

পবিত্র কোরআনের ঘটনাগুলোকে (আহসানুল কেসাস) বলা হয়েছে। হজরত ইবরাহিম আ.-এর যুগের অত্যাচারী, অহংকারী ও খোদাদ্রোহী বাদশা ছিল ...
21/06/2025

পবিত্র কোরআনের ঘটনাগুলোকে (আহসানুল কেসাস) বলা হয়েছে।

হজরত ইবরাহিম আ.-এর যুগের অত্যাচারী, অহংকারী ও খোদাদ্রোহী বাদশা ছিল নমরুদ। নমরুদ ৪০০ বছর ধরে রাজত্ব পরিচালনা করেছিল। সে নিজেকে একমাত্র উপাস্য মনে করে বসেছিল।

ইবরাহিম আ. যখন নমরুদের রাজ দরবারে গেলেন তখন নমরুদ তাঁকে জিজ্ঞেস করল, বল তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল, ইবরাহীম তাকেই উপাস্য বলে স্বীকার করবে। কিন্তু নির্ভীক কণ্ঠে ইবরাহীম জবাব দিলেন,

رَبِّيَ الَّذِيْ يُحْيِـيْ وَيُمِيْتُ ‘আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন’।

মোটাবুদ্ধির নমরুদ বলল, أَنَا أُحْيِـيْ وَأُمِيْتُ ‘আমিও বাঁচাই ও মারি’। অর্থাৎ মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি। আবার খালাসের আসামীকে মৃত্যুদন্ড দিতে পারি। এভাবে সে নিজেকেই মানুষের বাঁচা-মরার মালিক হিসাবে সাব্যস্ত করল।

ইবরাহীম আ. তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন,

فَإِنَّ اللهَ يَأْتِيْ بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ

‘আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করুন’।

ইবরাহিম আ.-এর এই চ্যালেঞ্জের কথা শুনে নমরুদ হতবুদ্ধি হয়ে গেল। কিন্তু সে নিজের এই প্রকাশ্য পরাজয় কোনোভাবে মেনে নিল না। অহংকারে ফেটে পড়লো সে। এবং ইবরাহীমকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করল। একইসঙ্গে জনগণকে তার নিজের তৈরি ধর্মের দোহাই দিয়ে বললো,

حَرِّقُوهُ وَانصُرُوا آلِهَتَكُمْ إِنْ كُنتُمْ فَاعِلِيْنَ

‘তোমরা একে পুড়িয়ে মার এবং তোমাদের উপাস্যদের সাহায্য কর, যদি তোমরা কিছু করতে চাও।’ (সূরা আম্বিয়া, আয়াত : ৬৮)।

নমরুদের নির্দেশমতো বিশাল আগ্নিকুন্ড তৈরি করা হলো, এতে কয়েকদিন ধরে আগুন জ্বালানো হলো। তারপর সেখানে খলীলুল্লাহকে নিক্ষেপ করা হল। এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করলেন ইবরাহিম আ.। তিনি বললেন,

حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيلُ

‘আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক’।

ইবরাহিম আ.-কে আগুনে নিক্ষেপ করা হলেও আগুন তাঁকে পুড়ালো নাা। আল্লাহ তায়ালা নিজ কুদরত ও অনুগ্রহে তাঁকে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করলেন। তিনি আগুনকে শীতল হওয়ার আদেশ দিলেন। ফলে জ্বলন্ত অগ্নিকুন্ড ইবরাহিম আ.-এর জন্য আরামদায়ক পরিবেশে পরিণত হলো।

পবিত্র কোরআনে আল্লাহর নির্দেশের বিষয়টি উঠে এসেছে এভাবে—

قُلْنَا يَا نَارُ كُونِيْ بَرْداً وَّسَلاَماً عَلَى إِبْرَاهِيمَ

‘হে আগুন! ঠান্ডা হয়ে যাও এবং ইবরাহীমের উপরে শান্তিদায়ক হয়ে যাও।’ (সূরা আম্বিয়া, আয়াত : ৬৯)।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের...
21/06/2025

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন।-সুনানে ইবনে মাজাহ হাদীস : ৪০২০; সহীহ ইবনে হিব্বান হাদীস : ৬৭৫৮

আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।-সহীহ বুখারী হাদীস : ৫৫৯০

27/02/2023

আলোচনার বিষয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও মানব সৃষ্টির রহস্য। আলোচনা করছেন হাফেজ ক্বারী মোঃ শাহাদত হোসাইন সোনাতলা বগুড়া,, অধ্যায়নরত সোনাতলা ফাযিল ডিগ্রী মাদ্রাসা সোনাতলা বগুড়া। হুজুরের মোবাইল 01312696557

Address

Puran Bogra

Telephone

+8801312696557

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাফেজ ক্বারী শাহাদত হোসাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share