A Z M Mahadi Hasan

A Z M Mahadi Hasan Hi There! This is AZM Mahadi Hasan, I talk about Skills development, ideas, and productivity
(1)

12/10/2025

কাউকে কষ্ট দেওয়ার পর যদি আপনার মন অনুতপ্ত হয়। অপরদিকের মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষন খারাপ লাগে। মানুষটার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়।
তাহলে বুঝবেন আপনার মনটা অনেক বেশি সুন্দর।

07/10/2025

প্রিয় কিংবা কাছের মানুষের জন্য নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্বকে নষ্ট করে দিতে নেই!
দিনেশেষে ওসব কাছের মানুষের প্রস্থানের পর নিজের দিকে নিজেই তাকিয়ে দেখবে- তোমার জন্য তোমাকে একটুও না রেখে, যাওয়ার সময় পুরোটা সাথে নিয়ে চলে গেছে সে!
আত্মসম্মান ও ব্যক্তিত্ব হারিয়ে ফেলার মতো নিঃসঙ্গতা আর কিছুতে নেই!

03/10/2025

এমন কারো কাছে আপনার দুঃখ আর দূর্ভোগের কথা বলতে যাবেন না যার কাছে আপনার দুঃখ আর দূর্ভোগ আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু সে ভান ধরে যে- আপনার ব্যথায় সে-ও ব্যথিত।
নিজেকে যদি ভালো রাখতে চান তাহলে যথাসম্ভব এই মানুষগুলোকে এড়িয়ে চলতে শিখুন।

29/09/2025

একমাত্র রব ছাড়া পৃথিবীর আর কারো ভালোবাসাই সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না।

মা-বাবা? জি না। স্ত্রী-সন্তান? উঁহু। বন্ধু-স্বজন? একদমই না। পৃথিবীর মানুষ তোমার প্রতি ভালোবাসার যে বুলি আওড়ায় তা কিছু শর্তের জালে বন্দি। লেনাদেনার শর্ত। দেবা, নেবা। দেবা না, তো পাবা না। ব্যাস।

সকলপ্রকার শর্তহীন এবং একেবারে নিঃস্বার্থ ভালোবাসা কেবল রব্বে কারীমই বাসতে জানেন। শত নাফরমানির পরও একবার মন থেকে ক্ষমা চাইলেই যিনি খুশি হয়ে যান। এমনই এক রহমান পেয়েছি আমরা! আলহামদুলিল্লাহ!

23/09/2025

আপনার জীবনকে অন্যের সাথে তুলনা করবেন না।
আপনার ধারনা নেই তাদের জীবনের উদ্দেশ্য কি সম্পর্কে। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। মনে রাখবেন; একটি সুন্দর জীবন শুধু শুধু ঘটে না। এটি প্রতিদিন গড়ে ওঠে প্রার্থনা, নম্রতা, ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে।

21/09/2025

হারাম জিনিস টাই খুব আকর্ষণীয় যা আপনাকে শুধু টানবে। কিন্তু যখন আপনার নেশা কেটে যাবে দেখবেন সব ধ্বংস হয়ে গেছে। খালি হাতে ফিরে আসা ছাড়া আর কোনো উপায় নেই।
আল্লাহ আমাদের হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

19/09/2025

দীর্ঘদিন হারাম রিলেশন করে আপনি যেই মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে করলেন, বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার জন্য ঠিক ওই মেয়েটাকে/ছেলেটাকে সৃষ্টি করেছেন। তাকেই আপনার জীবনসঙ্গী হিসাবে নির্ধারিত করেছেন।

অথচ আপনি আল্লাহর ওপর ভরসা না করে, দোয়া না করে, তাকদিরে বিশ্বাস না রেখে, ধৈর্য্য অবলম্বন না করে আপনি তাকে গ্রহণ করলেন হারাম ভাবে। যদি আপনারা হারাম রিলেশন না করে বিয়ে নাও করতেন, তবুও ওই ছেলে/মেয়ের সাথেই আপনার অবশ্যই অবশ্যই বিয়ে হতো। এখানেই রয়েছে আল্লাহর ইবাদাত, এটাই আল্লাহর পরিক্ষা। ঠিক এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার আমাদের সৃষ্টি করেছেন।

প্রসঙ্গ, আপনি আপনার রবের ফায়সালার ওপর ভরসা, বিশ্বাস করে ধৈর্য্য অবলম্বন করবেন! নাকি আপনি আপনার নফসের গোলামিই করে যাবেন। এমন কেউ থেকে থাকলে তাকে না বলাটা আপনার জন্য ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যদি তাকে আপনার জন্যই সৃষ্টি করে থাকেন, ইনশাআল্লাহ সে আপনারই হবে। ডিসিশন আপনার। আপনি হালাল গ্রহণ করবেন, নাকি হারাম দিয়ে নফসের তৃপ্তি মেটাবেন।

17/09/2025

আমাদের বড় অভিযোগ আমাদের মনের কথা শোনার জন্য জীবনে কাউকে পেলাম না, কিন্তু আমার রব আমাকে যে প্রতিদিন এসে ডাকে সেদিকে ঘুনাক্ষরেও দৃষ্টি দেইনা।

আহা কতইনা গাফেল আমরা।

14/09/2025

যখনই আপনার একটা স্বপ্ন নিভে যায় তখনই আল্লাহ আপনার জন্য আরেকটা স্বপ্ন সৃষ্টি করে দেন; যেনো আপনি হতাশায় না পড়ে যান! যখনই আপনার হৃদয় থেকে একটা স্মৃতি মুছে যায় তখনই আল্লাহ আরেকটা অসাধারণ স্মৃতি আপনার মনে উদিত করেন; যেনো আপনি স্বপ্ন বুনতে পারেন!

আপনার রব আপনাকে নিয়ে ভাবে আপনি তাঁকে নিয়ে ভাবেনতো?

12/09/2025

বিয়ে পুরো জীবনের একটা ব্যাপার। আপনার লাইফের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিসিশন। এর উপরে আপনার সন্তান কেমন হবে, আপনার জান্নাত জাহান্নাম অনেকাংশে, জীবনের সুখ- অনেক কিছুই ডিপেন্ড করে। তাই স্বাভাবিকভাবেই জাস্ট চাপে পড়ে এমন কাউকে বিয়ে করা উচিত হবে না যার সাথে আপনার কিছুই মিলছে না। যে আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে না।

Address

Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when A Z M Mahadi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Z M Mahadi Hasan:

Share