22/08/2025
মানুষের অভাব-অনটন কমছে। শুধু অভাব বাড়ছে বৃদ্ধ মা-বাবাকে ভালোবাসার মতো সন্তানের। বাবার মৃত্যুর পর তার লাশ আটকে রেখে সম্পদ ভাগ করতে বসে যাওয়া সন্তানের সংখ্যাও কম নয়।
মানুষ আল্লাহর কাছে ছেলে সন্তান চায়। ছেলে সন্তান তাকে বৃদ্ধ বয়সে খাওয়াবে, বংশের প্রদীপ জ্বালবে! অথচ চাইতে হয় নেক সন্তান। খুশি থাকতে হয় আল্লাহর সিদ্ধান্তে।
মানুষ সম্পদ গড়ে, সন্তান গড়ে না। অথচ গড়তে জানলে সন্তানই হতো সম্পদ!