19/09/2025
দীর্ঘদিন হারাম রিলেশন করে আপনি যেই মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে করলেন, বিশ্বাস করুন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার জন্য ঠিক ওই মেয়েটাকে/ছেলেটাকে সৃষ্টি করেছেন। তাকেই আপনার জীবনসঙ্গী হিসাবে নির্ধারিত করেছেন।
অথচ আপনি আল্লাহর ওপর ভরসা না করে, দোয়া না করে, তাকদিরে বিশ্বাস না রেখে, ধৈর্য্য অবলম্বন না করে আপনি তাকে গ্রহণ করলেন হারাম ভাবে। যদি আপনারা হারাম রিলেশন না করে বিয়ে নাও করতেন, তবুও ওই ছেলে/মেয়ের সাথেই আপনার অবশ্যই অবশ্যই বিয়ে হতো। এখানেই রয়েছে আল্লাহর ইবাদাত, এটাই আল্লাহর পরিক্ষা। ঠিক এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার আমাদের সৃষ্টি করেছেন।
প্রসঙ্গ, আপনি আপনার রবের ফায়সালার ওপর ভরসা, বিশ্বাস করে ধৈর্য্য অবলম্বন করবেন! নাকি আপনি আপনার নফসের গোলামিই করে যাবেন। এমন কেউ থেকে থাকলে তাকে না বলাটা আপনার জন্য ফরজ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যদি তাকে আপনার জন্যই সৃষ্টি করে থাকেন, ইনশাআল্লাহ সে আপনারই হবে। ডিসিশন আপনার। আপনি হালাল গ্রহণ করবেন, নাকি হারাম দিয়ে নফসের তৃপ্তি মেটাবেন।