A Z M Mahadi Hasan

A Z M Mahadi Hasan Hi There! This is AZM Mahadi Hasan, I talk about Skills development, ideas, and productivity
(1)

22/08/2025

মানুষের অভাব-অনটন কমছে। শুধু অভাব বাড়ছে বৃদ্ধ মা-বাবাকে ভালোবাসার মতো সন্তানের। বাবার মৃত্যুর পর তার লাশ আটকে রেখে সম্পদ ভাগ করতে বসে যাওয়া সন্তানের সংখ্যাও কম নয়।

মানুষ আল্লাহর কাছে ছেলে সন্তান চায়। ছেলে সন্তান তাকে বৃদ্ধ বয়সে খাওয়াবে, বংশের প্রদীপ জ্বালবে! অথচ চাইতে হয় নেক সন্তান। খুশি থাকতে হয় আল্লাহর সিদ্ধান্তে।

মানুষ সম্পদ গড়ে, সন্তান গড়ে না। অথচ গড়তে জানলে সন্তানই হতো সম্পদ!

21/08/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।
বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পুরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।
বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।
বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।
বরকত হলো — মানুষজনের সাথে পরিচিতি ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।
বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।

20/08/2025

মন খারাপ হবেই, হতাশা আসবেই।
এমনও পরিস্থিতি আসবে আপনি ভেতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। তবুও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে, কখনো তাওয়াক্কুল হারাবেন না।

ভুলে গেলে চলবে না যে- এটা দুনিয়া, জান্নাত নয়!
দুনিয়াবি সমস্ত কষ্ট-আঘাত-অপ্রাপ্তি আপনাকে বারবার আপনার রবের কথা স্মরণ করিয়ে দিবে, রবের আরও প্রিয় করে তুলবে ইনশাআল্লাহ!
তাই হতাশ হওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে।

14/08/2025

দুনিয়াতে আসলে কেউই পরিপূর্ণ সুখী না...
একটু খেয়াল করে দেখবেন দুনিয়াবি যত কিছুই থাকুক আপনার চারপাশে সবাই কোন না কোন দিকে অসুখী, কোন না কোন ব্যাপারে অসন্তুষ্ট।

11/08/2025

সঠিক পুরুষ আপনার সুন্দর চেহারার মায়ায় পড়বে না, আপনার বাবা'র সম্পদের লোভে পড়বে না, আপনার যোগ্যতার প্রেমে পড়বে না, কারো আবেগে গা ভাসাবে না, সঠিক পুরুষ একজন বন্ধু সূলভ সঙ্গীনি খুঁজবে, যে তাকে মানসিক শান্তি দিবে, তার অবস্থান বুঝতে চাইবে!

05/08/2025

যে ছেলেটা সমাজে দুশ্চ'রিত্র হিসেবে পরিচিত সেই ছেলেটাও বিয়ের সময় পর্দানশীন মেয়ে খুঁজে, স্ত্রীকে পর্দা করতে বলে। কেন জানেন?

সেই ছেলেটা ভালোভাবেই জানে একটা ছেলের দৃষ্টি কতটা নোংরা হতে পারে, সে জানে সকল ছেলেকে ধরে ধরে দৃষ্টি নিয়ন্ত্রণের কথা বললেও কোনো ফায়দা নেই। এজন্য সচ্চ'রিত্র হোক কিংবা দুশ্চরিত্র ছেলেদের আত্মমর্যাদা, গাইরত অবশিষ্ট থাকলে স্ত্রীকে বেপর্দায় রাখতে চায় না, বেপর্দা স্ত্রী চায় না।

29/07/2025

রবের দেওয়া নি'আমতের শোকর আদায় করলে দুটি নি'আমত পাওয়া যায়। একটি হলো সেই নি'আমতটি স্থায়ী হওয়া, আরেকটি হলো সেটিতে বরকত লাভ করা (কল্যাণজনকভাবে বৃদ্ধি পাওয়া)। নি'আমতের না-শোকরি করলে রব সেই নি'আমত ছিনিয়ে নেন। আর যদি ছিনিয়ে না-ও নেন, তাহলে তার মধ্য থেকে বরকত উঠিয়ে নেন।

25/07/2025

আমার স্বামী আমাকে পর্দায় রাখতে চায় কিন্তু সামর্থ্য নেই বিল্ডিং করবে। সে বস্তুা দিয়ে চারপাশে ঘেরাও দিয়ে গেটের সামনে পোস্টারে লিখে দিয়েছেন যে, "দশ বছরের উপর সকল পুরুষ সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করুন।”
এই লাইনটা যা ভালো লেগেছে বলে বোঝানোর মতো নয়। স্বামী যদি আপনাকে সাপোর্ট করে আপনি বিশ্ব জয় করতে পারবেন। দুনিয়ার কোনো কষ্ট আপনার কাছে কষ্ট মনে হবে না, সারাদিনের বেদনা ভুলে দেয়ার জন্য এইটুকু সাপোর্ট যথেষ্ট। লাখ টাকার বিছানায় শুয়েও এই সুখটুকু পাওয়া যায় না, যদি স্বামী এমন সাপোর্ট না করে!
যদি পর্দা নিয়ে যু'দ্ধ করা বোনেরা এমন স্বামী পায় তবে তারা আজীবন ক্লান্ত হবে না। রিযিকের তরে যদি নিরুপায় হয়ে বেরোতেই হয়, তবে ঈ'মান এবং ইসলামকে বিসর্জন দিয়ে নয়।
-এক ভাগ্যবতী বোন
[সংগৃহীত]

21/07/2025

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে 😭
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"
কিন্তু সেই বিকেল আর এল না…

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো 😭
আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ—
আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!! 😭

হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না 😭💔
সংগৃহীত!

আল্লাহুম্মাগফিরলী।

হে মালিক উম্মাতের উপর এত বড় পরীক্ষা দিয়েন না ।

20/07/2025

মানুষের দোয়া, মানুষের ভালবাসা বিচিএ এক রিজিক, বেখবর আপনিও জানেনও না! কার হৃদয়ের অন্তরালে কার অদৃশ্য মোনাজাতে; আপনার নাম নেয়া হচ্ছে।

19/07/2025

"যখন তুমি অবশেষে বুঝতে পারবে যে এই জীবনে কিছুই স্থায়ী নয়, তখন তুমি আরও সহনশীল, আরও ক্ষমাশীল এবং কম বিচারপ্রবণ হয়ে উঠবে।"

- মুফতি মেনক

আল্লাহুম্মাগফিরলী! হে রব আপনি আমাকে মাফ করুন। মুনাফিকদের তালিকা থেকে নিজের নাম মুছে ফেলার তৌফিক দান করুন।
19/07/2025

আল্লাহুম্মাগফিরলী!

হে রব আপনি আমাকে মাফ করুন। মুনাফিকদের তালিকা থেকে নিজের নাম মুছে ফেলার তৌফিক দান করুন।

Address

Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when A Z M Mahadi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A Z M Mahadi Hasan:

Share