প্রেম পাতা

প্রেম পাতা নিয়মিত টাইমলাইনে সবার আগে পোস্ট পেতে পেজটিতে Like দিয়ে Favorite করে রাখুন।

বৃষ্টি হলে খবর দিও,বৃষ্টি ভেজা শহরে তোমাকে নিয়ে হাটব' it's a date 🖤🌸
17/06/2025

বৃষ্টি হলে খবর দিও,বৃষ্টি ভেজা শহরে তোমাকে নিয়ে হাটব' it's a date 🖤🌸

17/06/2025

হঠাৎ যদি শুনতে পান আমি আর নেই, তাহলে আমার দেওয়া আঘাতগুলো ভুলে গিয়ে, আমাকে ক্ষমা করে দিয়েন! 🖤🌸

13/06/2025

আমি শুধু ভাবতেছি, ভূমি বলে যে মেয়েটা জ্যামের কারণে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা মিস করছে, ওর তখন ঠিক কতটা রাগ হচ্ছিল!

নিশ্চয়ই সারাক্ষণ নিজের কপাল,নিজের শহর,নিজের দেশকে গা'লি দিছে মনে মনে! ফ্রাস্ট্রেশনে ফেটে পড়ছে বারবার!

আর ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সে রিয়েলাইজ করছে, জীবনটারে যাপনের কি আশ্চর্য সুন্দর সুযোগটা একটুর জন্য হাতছাড়া হয় নাই তার! আরো কিছুটা সময় পাইলো সে!

জীবনটা বিচিত্র।

এক মুহূর্ত মনে হয় 'অমুককে' পাইলে নিকারাগুয়া পাড়ি জমাইতাম, জীবনটা হইতো 'দ্যা নোটবুকের' নোয়া আর এ্যালির মতোন!

তার ঠিক পর মুহূর্তে সেই 'অমুক' হয়ে যায় আপনার জীবনের সবচেয়ে প্যাথেটিক একটা চরিত্র!

আমরা বাস মিস করি, ফ্লাইট মিস করি, মানুষ মিস করি!
কিন্তু ঠিক সময়মত বুঝে যাই, এই হারানো আসলে হারানো না! আমরা হেরে গিয়েও জিতে যাই বারবার..!

ঈশ্বর তখন মুচকি হাসেন নিশ্চয়ই! ❤️

- খাদিজা ইসলাম সূচনা

13/06/2025

শুক্রবার.
মানসিক অশান্তিতে ভুগছে, নীরবে কষ্ট পাচ্ছে, কান্না করছে এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুক! সবার দোয়াগুলো আল্লাহ কবুল করুক! আমিন! 🤍

12/06/2025

জীবন কেটে যায় অপেক্ষায়, কখনো মানুষের, কখনো সু'দিনের, কখনো বা একটা দোয়া কবুলের অপেক্ষায়।🤍

11/06/2025

করোনা নিয়ে ভালোই মজা করা হচ্ছে, আমরা কি ভুলে গেছি কি হয়েছিলে সেকালে? আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত রাখুন এই করোনা থেকে!

আমিন..🌻

11/06/2025

৫ বছর আগে পুরো পৃথিবীকে থমকে দেওয়া সেই করোনা ভাইরাস এর দেখা মিলছে আবারো ইয়া রব, আমাদের হেফাজত করুন! আমিন ❤️

11/06/2025

মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে।🖤

09/06/2025

সামনে বা আশেপাশের মানুষ কেউ যখন প্রাণ খুলে হাসে, আমার খুব ভালো লাগে।
আমি টুক করে দুআ করে ফেলি, আল্লাহ যেন আ'ফিয়া দান করে, তাকে সবসময় ভালো রাখেন।

মানুষের ভালো দেখলে হিংসা করার খুব কি দরকার? চারিদিকে এতো কষ্ট, অস্থিরতা। বুকের ভেতরে এতো চাপা কষ্ট।
কেউ যদি ভালো থাকতে পারে, তাহলে থাকুক। মন থেকে শান্তিতে থাকুক।
আর আমি খারাপ থাকলে, কেনো আরেকজনকে খারাপ থাকতে হবে? আর কেনো আমি একাই বা ভালো থাকবো? সবাই যার যার মতো ভালো থাকুক।

কিছু সময়, নিজের জন্য বাদেও অন্যের জন্য দুআ করুন (চেনা, অচেনা)। অন্যের জন্য জীবন সহজ করুন। দেখবেন, আপনার অন্তরে অসম্ভব শান্তি অনুভব করবেন, বাহ্যিক দিক থেকে যত কষ্টই পান না কেনো।

08/06/2025

এমন কাউকে বিয়ে করো
যার কাছে ভাতের অভাব হলেও,তোমার জন্য সময়-সম্মান যত্নের অভাব হবেনা

08/06/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤

08/06/2025

নতুন বউ রান্না করেছে। খাবার টেবিল জুড়ে কানাকানি, চোখ টিপাটিপি, হাসাহাসি। হঠাৎ বর রাকিবের চিৎকার "সে চেষ্টাতো করেছে!" সবাই একমূহুর্তে চুপ।❤️

Address

Shibganj
Puran Bogra
5810

Alerts

Be the first to know and let us send you an email when প্রেম পাতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রেম পাতা:

Share