Mufhim TV

Mufhim TV আপনার ওয়াজ ভিডিও/ রেকর্ড করাতে চাইলে এখনি যোগাযোগ করুন-01785372838
(Mufhim Tv + Toha media)

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাকসুতে  সত্য ও ন্যায়ের পক্ষের প্রার্থী দের বিজয়ী করুন, ছাত্রশিবির প্যানেলের জন্য সফলতা কামনা করছ...
11/09/2025

সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাকসুতে সত্য ও ন্যায়ের পক্ষের প্রার্থী দের বিজয়ী করুন,
ছাত্রশিবির প্যানেলের জন্য সফলতা কামনা করছি,, ডাকসুর মতো জাকসুতেও ইসলামপন্থী দের বিজয় হবেই,ইনশাআল্লাহ,,

12/08/2025

৩৬ জুলাই (৫ই আগস্ট) গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে।
গণসমাবেশে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।



দেশের কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে 😢ঢাকা বেঁচে গেলো এক ভয়ংকর ঘটনা থেকে। এসব অস্ত্র রাজধানীর খিলগাঁও ইমানবাগ জামে মসজ...
10/08/2025

দেশের কি হবে একমাত্র আল্লাহই ভালো জানে 😢

ঢাকা বেঁচে গেলো এক ভয়ংকর ঘটনা থেকে। এসব অস্ত্র রাজধানীর খিলগাঁও ইমানবাগ জামে মসজিদে রাখা হয়েছিলো পাল্টা অভ্যুত্থানের জন্য। ধন্যবাদ সেনাবাহিনীকে অস্ত্রগুলো উদ্ধার ক'রে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার জন্য। সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হউক আরো অস্ত্র উদ্ধারে।

08/08/2025

৩৬ জুলাই (৫ই আগস্ট) গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে।
গণসমাবেশে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মোস্তাকিম নাসিম ভাই।



12/07/2025

বিএনপি তো সরকার চালায় না, তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে?
- প্রশ্ন তারেক রহমানের

11/07/2025

উলামা সম্মেলনে জাগরণ সংগীত পরিবেশন।
#মুফহীম_টিভি Mufhim TV

10/07/2025

ডাইনি মহিলা নিজে পরকীয়া করে নিজের নিষ্পাপ মেয়েটা কে নির্মমভাবে হত্যা করার পরে কত সুন্দর করে অভিনয় করছে। আল্লাহ তাআলার গ*জ*ব কেন আসবে না
একই তো এতোটুকু বাচ্চার সাথে এই অন্যায় অবিচার
করেছে,আবার নিরীহ মসজিদের হুজুরকে এর দায়ভার চাপানো হচ্ছে।

আসল কাহিনি ""ময়নার মা পরকিয়ায় জড়িত""
দীর্ঘদিন যাবত চলছে এই বেহায়া নির্লজ্জ কাজ
ময়নার চাচার সাথে। গত ৩দিন আগে
""যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল"
ঐদিন দুপুর বেলা ময়নার মাকে তার চাচা পাশে দেখতে পেল এটা ছিল স্বাভাবিক কিন্তু সমাজবিরোধী এক বিস্ময়কর ঘটনা সাক্ষী হয়ে গেল ময়না
কারণ ছিল তাদেরকে উলঙ্গ অবস্থায় ময়নার মা ও ময়নার চাচা আকামের মধ্যে দেখতে পান ময়না
"""ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য"
ময়নাকে তার মা প্রথমে একটি কান কাটেন তারপর দেওয়ালের সাথে তাকে জুরে জুরে ধাক্কা দিয়ে আঘাত করতে থাকেন
" দেখা গেল ময়না মরে না "'তাই চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রড ঢুকিয়ে দেই
""তখন ময়না মুহূর্তে মারা যান
"তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়না লাশ রেখে আসেন
"""জানতে পারলাম শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে ""
কলমের মাধ্যমে অথবা শেয়ারের মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে দিন এ থেকে জাতিকে সতর্ক থাকতে হবে।

08/07/2025

ইমাম মুয়াজ্জিন সমিতির সম্মানিত জাকির হোসের সাহেবের সৌজন্যে ইমাম মুয়াজ্জিন ও আলেম ওলামাদের নিয়ে দই, চিড়া, আম ও কাঁঠাল আপ্যায়ন করালেন। আপ্যায়ন শেষে বিশেষ দোয়া করা হয়।

06/07/2025

উলামা সম্মেলন বগুড়া টিটু মিলনায়তনে।

নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে বগুড়ায়!!  সকল ঘরানার আলেমদের নিয়ে উলামা সম্মেলন ২০২৫,, আগামী ৫ তাং শনিবার  সকাল ৯টায় শ/হীদ...
03/07/2025

নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে বগুড়ায়!! সকল ঘরানার আলেমদের নিয়ে উলামা সম্মেলন ২০২৫,, আগামী ৫ তাং শনিবার সকাল ৯টায় শ/হীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ,,

প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, প্রধান আলোচক, ঢাকা, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, শাইখ মাওলানা যাইনুল আবেদীন (হাফে:)

উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমগন, বগুড়ার স্থানীয় ইমাম,খতিব, ইসলামিক স্কলার,ওয়ায়েজ,,পীর মাশায়েখ,, মাদরাসার শিক্ষক সহ সকল পন্থী ওলামায়ে কেরাম! সম্মেলন টি মুসলিম উম্মার ঐক্য প্রতিষ্ঠায় মাইলফলক হবে ইনশাআল্লাহ,,

নতুন ইতিহাসের সাক্ষী হতে বগুড়ার আলেমসমাজ কে দল মত নির্বিশেষে অংশগ্রহণ করার আমন্ত্রণ রইলো,,সম্মেলন টি আয়োজন করছেন,,উলামা মাশায়েখ পরিষদ, বগুড়া শহর ও জেলা শাখা,,

সভাপতিত্ব করবেন পরিষদের শহর শাখার সভাপতি, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, জনাব মাওলানা আলমগীর হোসাইন,, মহান আল্লাহ সফলতা দান করুন,,,আমিন,,

Address

Puran Bogra
5840

Alerts

Be the first to know and let us send you an email when Mufhim TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufhim TV:

Share