25/09/2025
রাত ১:৩০ থেকে সকাল ৬:০০ টা পর্যন্ত নিরবচ্ছিন্ন কাজ। ফ্রিল্যান্সিং মানেই শুধু স্বাধীনতা নয়, এর পেছনে লুকিয়ে আছে ঘুমহীন রাত, অদম্য কষ্ট আর পরিশ্রমের গল্প। স্বপ্ন যদি সত্যি করতে চাও, তবে সময়ের হিসাব নয় দরকার একাগ্রতা আর দৃঢ় মনোভাব।
চা ফুরিয়েছে, এনার্জি ফুরিয়েছে... এখন
ঘুমাই বায় বায় ৬:২৪am