about voice recording:
My name is Mohammad Nuruzzaman Raihan. My house in Erulia village of erulia union of Bogra Sadar My father Mohammad Abdur Rahman is a businessman and mother Nurunnahar Begum is a housewife. When I was young I read in the third / fourth class, at that time when I was listening to various advertisements on the radio. It would be great If I could say such a thing then it
would have been better. Later on, I joined with enthusiasm in the campaigning of Miking in different villages. In 1996/97, I tried to record a tape record at night in my father's shop at Erulia bus stand in Bogra, but the record is not good. My wish was to be found, just as I heard on the radio. It is not possible to try night after night. On the other hand, some people in the area try trials every night, thinking that the boy seems crazy. Just a little bit of microprogram record. Someone likes what someone likes Because a record was not good in 2000, a businessman in charge of me and his work was humiliated. If you want to record from another store, he or she is looking for some opportunities. Later, I thought about the dislike. One day the opportunity to go to the search shop, but to get a glimpse of it. My work was also important. When I requested, I was angry and told that we are not a vocalist today, we have been summoning a man from outside and he is very busy. Now if you let me do the work and if the outside vlogist goes away, can you do our job? Let's do your work first, you are so busy. I started recording, after the end of my record, the outside voklest brother was no longer seen. Now what will be their job? The work was about a concert campaign by Kantha artist Mumtaz. Finally I was allowed to do, I started in the name of Allah. Everyone said it was good. I like a lot The campaign of several promotions continued. When many people came to the shop after the concert, then I would like to record a voice like the concert campaign, saying they all. Call me the owner of the shop and offer work. I started working, I started to feel so much like the type of work, the shop owner and the use of the sound engineer. So long time. I have been given less work when I returned to their Vocalist store. In this situation, I wonder how to do good work. Later on, we had a desire to work in the studio in Dhaka for good quality work. After coming to Dhaka, there was a lot of harassment in the studio to be set up with the grindstone. We are working as a vokalist for all the harassment and suffering of God in the absence of God's grace and now in different regions of the country. The kind of voice I record is - any kind of Mike Broadcast record, documentary documentary, TV commercial Jingle Kantadaan I want to go further than your love.
#ভয়েস রেকর্ডিং বিষয়ক কিছু কথা :
আমার নাম মোঃ নুরুজ্জামান রায়হান। ডাকনাম জামান রায়হান। বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া গ্রামে আমার বাড়ি। আমার বাবা মোঃ আব্দুর রহমান একজন ব্যবসায়ী আর মা নুরুন্নাহার বেগম একজন গৃহিনী।
ছোটবেলা যখন আমি তৃতীয় / চতুর্থ শ্রেণীতে পড়ি ,সেসময়ে রেডিওতে যখন বিভিন্ন বিজ্ঞাপন প্রচার হইতেছিল , তাহা শুনতাম। অনেক ভালো লাগতো। ভাবতাম এরকম যদি বলতে পারতাম তাহলেতো ভালোই হতো।
পরবর্তীতে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের মাইকিং প্রচারে আমি উৎফুল্লতার সহিত যোগদান করি। বেশ মজা পেতাম। ১৯৯৬/৯৭ সালে বগুড়ার এরুলিয়া বাস স্ট্যান্ডে আমার বাবার দোকানে প্রতিদিন রাতে একটি টেপ রেকর্ডে ভয়েস রেকর্ডের চেষ্টা করি, কিন্তু রেকর্ড ভালো হয় না। আমার চাওয়া পাওয়া ছিল, ঠিক রেডিওতে যেরকম শুনতাম সে রকম যেনো হয়। রাতের পর রাত চেষ্টা করি কিছুতেই সম্ভব হয় না।
অপর দিকে এলাকার কিছু জনগণ প্রতিদিন রাতে রেকর্ডের ট্রাই করাতে, ভাবতে থাকে ছেলেটি মনে হয় পাগল হয়েছে।
অল্প অল্প করে মাইক প্রচার এর রেকর্ড করতে থাকি। কাহারো পছন্দ আবার কাহারো অপছন্দ। ২০০০ সালে একটি রেকর্ড ভালো না হওয়ায় আমাকে ও কাজের দায়িত্বে থাকা একজন ব্যবসায়ীকে অপমানিত করা হয়। অন্য দোকান থেকে রেকর্ড করতে চাইলে সে কিছু সুযোগ সন্ধানী আচরণ করে।
পরবর্তীতে অপছন্দটাকে নিয়ে ভাবতে থাকি।একদিন সেই সুযোগ সন্ধানী দোকানে যাই একটি রেকর্ড করার জন্য , কিন্তু সেখানে যেয়ে দেখি খুব ভীড়। আমার কাজটিও জরুরি ছিল। আমি অনুরোধ করায় , আমাকে রেগে গিয়ে বলা হলো আমাদের আজ ভোকালিস্ট নেই ,আমরা বাহির থেকে একজনকে ডেকে নিয়ে আসছি এবং তাহার খুব ব্যস্ততা আছে। এখন যদি আপনাকে কাজ করতে দেই আর বাহিরের ভোকালিস্ট যদি চলে যায় তাহলে কি আমাদের কাজ আপনি করতে পারবেন ? দেখি আপনার কাজই আগে করেন ,আপনার এতই ব্যাস্ততা। আমি রেকর্ড শুরু করলাম , আমার রেকর্ড শেষ হওয়ার পরে দেখা গেলো বাহিরের ভোকালিস্ট ভাইটি আর নেই। সবাই চিন্তিত হলাম ! এখন তাদের কাজের কি হবে ? কাজটি ছিল কণ্ঠ শিল্পী মমতাজের একটি কনসার্টের প্রচারণাকে নিয়ে। অবশেষে আমাকে করতে দেওয়া হলো, আমি আল্লাহর নামে শুরু করলাম। সবাই বললেন ভালো হয়েছে। আমাকে অনেক ভালো লাগলো। কয়েকটি মাইকে প্রচারণা চললো। কনসার্টের পরে অনেকেই যখন আসেন দোকানে ,তখন কনসার্টের প্রচারণা'র মতো ভয়েস রেকর্ড করবো বলতে থাকেন তারা সকলেই। আমাকে দোকানের মালিক ডাকেন এবং কাজের প্রস্তাব রাখেন। আমি কাজ শুরু করি ,অনেক ভালো লাগতে শুরু হয় আমাকে কাজের ধরণ ,দোকান মালিক ও সাউন্ড ইঞ্জিনিয়ার এর ব্যবহার।এভাবে চলে দীর্ঘদিন।পুনরায় তাদের ভোকালিস্ট দোকানে এলে আমাকে কম কাজ করতে দেয়া হয়। এমতাবস্থায় ভাবতে থাকি কিভাবে ভালো মানের কাজ করবো।
পরবর্তীতে ভালো মানসম্মত কাজের উদ্দেশে ঢাকায় ষ্টুডিও তে কাজ করার ইচ্ছা পোষণ করি। ঢাকায় আসার পরে অনেক হয়রান পেরেশানের মদ্ধো দিয়ে সেট হতে হলো স্টুডিওতে। সকল হয়রান পেরেশান কাটিয়ে আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের ভালোবাসায় ভোকালিস্ট হিসেবে কাজ করছি এখন দেশের বিভিন্ন অঞ্চলের।
আমি যে ধরণের ভয়েস রেকর্ড করি তা হলো - যেকোনো ধরণের মাইক প্রচার রেকর্ড ,প্রামাণ্যচিত্রের ধারাবর্ণনা , টিভি বিজ্ঞাপন জিঙ্গেলে কণ্ঠদান। এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসায় আরো বহুদূর।...........................................................................