Md. Mehedi Hasan

Md. Mehedi Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md. Mehedi Hasan, Video Creator, Puran Bogra.
(84)

আমি বিশ্বাস করি জ্ঞান তখনই অর্থবহ হয়, যখন তা কারো উপকারে আসে 🗣️

𝐀𝐥𝐥𝐚𝐡 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐁𝐞𝐬𝐭 𝐏𝐥𝐚𝐧𝐧𝐞𝐫

𝙴𝚍𝚞𝚌𝚊𝚝𝚒𝚘𝚗𝚊𝚕 𝙲𝚘𝚗𝚝𝚎𝚗𝚝 𝙲𝚛𝚎𝚊𝚝𝚘𝚛
JOURNALIST || ACTIVIST || TRAVELLER


▶️ youtube.com/.officialbd

একে বলে 'সেন্স অফ হিউমার'! 👏গত দুদিন ধরে ডাকসু নেতা সর্বমিত্র চাকমাকে নিয়ে ফেসবুকে কী তুলকালাম! এক বৃদ্ধকে লাঠি নিয়ে তাড়...
06/11/2025

একে বলে 'সেন্স অফ হিউমার'! 👏

গত দুদিন ধরে ডাকসু নেতা সর্বমিত্র চাকমাকে নিয়ে ফেসবুকে কী তুলকালাম! এক বৃদ্ধকে লাঠি নিয়ে তাড়া করার ভিডিওতে সবাই তাকে 'অমানবিক', 'ক্ষমতার অপব্যবহারকারী'— কত কিছুই না বলছিল।

যদিও ডাকসুর নেতারা বারবার বলছিলেন যে, ওই 'ভবঘুরে' বৃদ্ধ আসলে ক্যাম্পাসের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যাকে বহুবার সতর্ক করা হয়েছিল। কিন্তু "মুরব্বি মানুষ" বলে একটা সেন্টিমেন্ট তো আছেই। ছাত্রদলের এক নেতাও দেখলাম টিপ্পনী কেটে বললেন, "বাবা, শান্ত হও, তার হাঁটুর বয়সও তোমার হয়নি।"

যাই হোক, এই সব সমালোচনার জবাবে সর্বমিত্র চাকমা আজকে যে কাজটা করলেন, সেটাকে বলে 'মাস্টারস্ট্রোক'।

"মুরব্বি মানুষ" নামে একটা ৪৩ সেকেন্ডের স্যাটায়ার ভিডিও ছাড়লেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ এক ছাত্রের মোবাইল ছিনতাই করে পালাচ্ছে! 🏃‍♂️ ভুক্তভোগী ছাত্র সর্বমিত্রকে অনুরোধ করছে ছিনতাইকারীকে ধরতে। আর সর্বমিত্র হাসতে হাসতে বলছেন, "আরে মোবাইল নিয়েছে নিক! মুরব্বি মানুষ, যা করছে ঠিকই করছে!" 😂

কী লেভেলের জবাব! সোজা কথায়, অপরাধীর কোনো বয়স নাই (সেটা মাদক ব্যবসাই হোক আর ছিনতাই)।

মাত্র এক ঘণ্টায় ভিডিওর ভিউ ১৯ লাখ পার! মানুষ শুধু ভিডিও না, তার এই বুদ্ধিরও প্রশংসা করছে। বিতর্কের জবাব যে এভাবেও দেওয়া যায়, তা দেখিয়ে দিলেন।

#মুরব্বি_মানুষ

সতর্ক হোন! ভয়াবহ একটা ফাঁদ পেতেছে মানব পাচারকারীরা।ব্রাহ্মণবাড়িয়ার এক মেয়ে নাকি মাত্র কয়েক সপ্তাহের অনলাইন পরিচয়ে এক চাই...
05/11/2025

সতর্ক হোন! ভয়াবহ একটা ফাঁদ পেতেছে মানব পাচারকারীরা।

ব্রাহ্মণবাড়িয়ার এক মেয়ে নাকি মাত্র কয়েক সপ্তাহের অনলাইন পরিচয়ে এক চাইনিজ ছেলেকে বিয়ে করেছে! আজব ব্যাপার হলো, কেউ কারো ভাষা জানে না, কথা চলে গুগল ট্রান্সলেটরে। 🤦‍♂️

আপাতদৃষ্টিতে এটাকে "ভালোবাসার টান" মনে হলেও, এর পেছনের গল্পটা ভয়ংকর!

খোদ চীনা দূতাবাসও কিন্তু তাদের নিজেদের নাগরিকদের এই ধরনের "অনলাইন স্ক্যাম" আর "বিয়ে" নিয়ে সতর্ক করেছে। কারণটা কী?

চীনে এক সন্তান নীতির কারণে গ্রামে-গঞ্জে নারী সংকট এতোটাই তীব্র যে, তারা এখন বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মতো দরিদ্র দেশগুলোর মেয়েদের টার্গেট করছে। বিয়ের নামে চীনে নিয়ে গিয়ে মোটা টাকায় বয়স্ক পুরুষদের কাছে বিক্রি করে দিচ্ছে অথবা জোর করে নামাচ্ছে দেহ ব্যবসায়। 😥

বেনামী অ্যাপে পরিচয়, দুই দিনের "গভীর প্রেম", আর তারপরই বিয়ের প্রস্তাব—এই চক্রে পা দিলেই জীবন শেষ। আগে এমন ফাঁদে পড়ে কেউ কেউ পালাতে পারলেও, অনেকেই এখনো সেখানে বন্দি জীবন কাটাচ্ছে।

দয়া করে নিজের বোন, বন্ধু, আত্মীয়-স্বজনকে এই বিষয়ে সচেতন করুন। অনলাইনে পরিচয়, অচেনা-অজানা বিদেশি নাগরিকের সাথে বিয়ের আগে হাজারবার ভাবুন। এটা একটা সংঘবদ্ধ নারী পাচার চক্র!

মনে রাখবেন, "লোভে পাপ, পাপে চীনে পাচার!"

#সতর্কতা

একটা বড় আপডেট!বহুল আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। এই মাসের ২৮ ও ২৯ তারিখ তাঁর ঢাকায় আ...
05/11/2025

একটা বড় আপডেট!

বহুল আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। এই মাসের ২৮ ও ২৯ তারিখ তাঁর ঢাকায় আসার কথা ছিল।

আজকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খবর অনুযায়ী, মূল কারণ হলো সামনেই জাতীয় নির্বাচন। জাকির নায়েক বাংলাদেশে এলে স্বাভাবিকভাবেই প্রচুর জনসমাগম হবে। এই মুহূর্তে নির্বাচনের কাজে আইনশৃঙ্খলা বাহিনী খুবই ব্যস্ত থাকায়, এত বড় জমায়েতের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা কঠিন হবে।

তবে মিটিংয়ে আলোচনা হয়েছে, জাতীয় নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি হয়তো বাংলাদেশে আসতে পারেন।

🚨 সতর্কবার্তা! সবাই একটু সাবধানে থাকবেন! 🚨কিছুক্ষণ আগে বিজয় ২৪ হলের সামনে এই সাপটিকে দেখা যায়। (আপনারা কেউ ছবি তুলে থা...
05/11/2025

🚨 সতর্কবার্তা! সবাই একটু সাবধানে থাকবেন! 🚨

কিছুক্ষণ আগে বিজয় ২৪ হলের সামনে এই সাপটিকে দেখা যায়। (আপনারা কেউ ছবি তুলে থাকলে কমেন্টে দিতে পারেন)।

যারা হলে থাকেন বা এই এলাকা দিয়ে রাতে চলাচল করেন, প্লিজ সবাই একটু সতর্ক থাকবেন। এমনিতেই ক্যাম্পাসে রাতের বেলায় অনেক জায়গায় পর্যাপ্ত আলো থাকে না। তাই হাঁটাচলা করার ক্ষেত্রে একটু বাড়তি সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি।

সাপটিকে কেউ চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। নিরাপদ থাকুন সবাই।

টকশোতে কথা বলা নিয়ে এবার সরাসরি মামলা! 😳জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানে...
05/11/2025

টকশোতে কথা বলা নিয়ে এবার সরাসরি মামলা! 😳

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম।

অভিযোগ আনা হয়েছে যে, অধ্যাপক নাহরিন একটি টিভি টকশোতে জাহিদুল ইসলাম সম্পর্কে 'মানহানিকর ও মিথ্যা' বক্তব্য দিয়েছেন। এই কারণেই তিনি আজ (মঙ্গলবার) সিরাজগঞ্জের আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করেন।

বিষয়টা এখন আদালত পর্যন্ত গড়ালো। দেখা যাক এই বিতর্কের শেষ কোথায় হয়!

অবশেষে একটা দারুণ খবর! ❤️আমাদের বাঘিনীদের জন্য বিসিবি চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে। নারী ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ ৩৫% ...
05/11/2025

অবশেষে একটা দারুণ খবর! ❤️

আমাদের বাঘিনীদের জন্য বিসিবি চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে। নারী ক্রিকেটারদের বেতন সর্বোচ্চ ৩৫% পর্যন্ত বাড়ানো হয়েছে! 🥳 শুধু তাই না, দৈনিক ভাতা আর সফর ভাতাও বেড়েছে।

নতুন কাঠামো অনুযায়ী 'এ' ক্যাটাগরির আপুরা এখন মাসিক ১ লাখ ৬০ হাজার টাকা পাবেন! মাশাআল্লাহ। নিগার সুলতানা, নাহিদারা আছেন এই ক্যাটাগরিতে। এটা মেয়েদের ক্রিকেটের জন্য অনেক বড় একটা উৎসাহ।

তবে, সব ভালো খবরের মধ্যে একটা মন খারাপের বিষয়ও আছে। 😥 গতবার কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন থাকলেও এবার সেটা কমিয়ে ১৫ জন করা হয়েছে।

শুনেছি জাহানারা আলম অস্ট্রেলিয়ায় থাকায় নিজেই চুক্তি নবায়ন করেননি, কিন্তু শামীমা সুলতানা, মুরশিদা খাতুন, লতা মণ্ডলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা এবার চুক্তি থেকে বাদ পড়েছেন। তাদের জন্য সত্যিই খারাপ লাগছে।

যাই হোক, বেতন বাড়ানোর এই উদ্যোগকে স্যালুট জানাই। আশা করি আমাদের মেয়েরা মাঠে আরও ভালো পারফর্ম করবে আর যারা বাদ পড়েছে, তারা নিজেদের প্রমাণ করে দ্রুতই দলে ফিরবে। শুভকামনা বাঘিনীরা! 🔥

#বাংলাদেশ_ক্রিকেট

আলহামদুলিল্লাহ! অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। ❤️বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা, যারা বছরের প...
04/11/2025

আলহামদুলিল্লাহ! অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। ❤️

বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষকরা, যারা বছরের পর বছর ধরে নামমাত্র বেতনে বা এমনকি বিনা বেতনেও শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো বিলিয়ে গেছেন, তাদের সেই কষ্টের দিন মনে হয় শেষ হতে চললো।

শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, এই শিক্ষকরাও এখন এমপিওভুক্ত হতে পারবেন। এটা শুধু একটা চাকরি বা বেতনের ব্যাপার না, এটা হাজার হাজার শিক্ষকের আত্মসম্মান ও তাদের পরিবারের বেঁচে থাকার একটা অবলম্বন।

এই মানুষগুলোর মুখের হাসিটা দেখার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তাদের এই দীর্ঘ সংগ্রামের প্রতি শ্রদ্ধা। 👏 আশা করি, এখন আর কোনো জটিলতা ছাড়াই দ্রুত এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

#দাবি_পূরণ_হলো

সত্যিই অবাক লাগছে! 😳একদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU) তাদের শিক্ষার্থীদের থিসিসের জন্য ১৪,০০০ টাকা করে দিচ্ছে। আর অন্যদ...
04/11/2025

সত্যিই অবাক লাগছে! 😳

একদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU) তাদের শিক্ষার্থীদের থিসিসের জন্য ১৪,০০০ টাকা করে দিচ্ছে। আর অন্যদিকে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (JU) থিসিসের জন্য বরাদ্দ মাত্র ৭৪০ টাকা!

৭৪০ টাকায় কি এই যুগে একটা থিসিসের বাইন্ডিং খরচও ঠিকমতো হয়? রিসার্চের অন্যান্য খরচ তো বাদই দিলাম। 😅 দেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য এই বরাদ্দটা শুধু হতাশাজনকই না, খানিকটা অপমানজনকও বটে।

আমাদের কি ভালো মানের গবেষণা আশা করা উচিত না?

প্রশ্ন একটাই, আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন জাকসু (JAKSU) কি এই মারাত্মক বৈষম্য সম্পর্কে জানে? তারা কি এই বরাদ্দ বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ নেবে? শিক্ষার্থীরা তাকিয়ে আছে...

#জাবি #জাকসু #বৈষম্য

অবশেষে অপেক্ষার প্রহর কিছুটা হলেও শেষ হলো! 🥳বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বব...
04/11/2025

অবশেষে অপেক্ষার প্রহর কিছুটা হলেও শেষ হলো! 🥳

বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ববিপ্রবি), তার যাত্রা শুরু করলো। আপাতত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে বগুড়া উপশহরে কার্যক্রম স্থানান্তর করা হয়েছে।

যাত্রাটা শুরু হলো, এটাই সবচেয়ে বড় কথা। এই ছোট পদক্ষেপটাই একদিন বিশাল স্থায়ী ক্যাম্পাসের রূপ নেবে। অভিনন্দন সকল শিক্ষার্থী, শিক্ষক এবং বগুড়াবাসীকে! ❤️

চোখ এখন আমাদের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাসের দিকে। আশা করি, মূল ক্যাম্পাসের কাজও খুব দ্রুত শুরু হবে এবং শেষ হবে।

#বগুড়া #ববিপ্রবি

খবরটা পড়ে স্তব্ধ হয়ে গেলাম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কারণ দর্শানোর (শোকজ) নোটি...
04/11/2025

খবরটা পড়ে স্তব্ধ হয়ে গেলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০৩ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। জুলাই মাসের আন্দোলনের ঘটনায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একসাথে ৪০৩ জন শিক্ষার্থী! সংখ্যাটা ভাবতেও অবাক লাগছে। তাদের মাত্র ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এই ৪০৩ জনের সাথে জড়িয়ে আছে ৪০৩টি পরিবার, হাজারো স্বপ্ন আর একটি উজ্জ্বল ভবিষ্যতের আশা। শিক্ষা জীবনের এই পর্যায়ে এসে 'স্থায়ী বহিষ্কার'-এর মতো একটি শব্দ যে কী পরিমাণ মানসিক চাপ তৈরি করতে পারে, তা আমরা সবাই কমবেশি বুঝি।

আন্দোলন, প্রতিবাদ যে কারণেই হোক না কেন, এতগুলো শিক্ষার্থীর ভবিষৎ আজ হুমকির মুখে।

আমরা আশা করি, কর্তৃপক্ষ প্রতিটি শিক্ষার্থীর জবাব গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের ভবিষৎ ও মানবিক দিকগুলোকেও সর্বোচ্চ প্রাধান্য দেবে। ন্যায়বিচার নিশ্চিত হোক।

#ঢাকা_বিশ্ববিদ্যালয় #ঢাবি #শিক্ষার্থী_আন্দোলন #ভবিষৎ #উদ্বেগ

🎓 অবশেষে সুখবর! এমপিওভুক্তির অনুমোদন পেল ১,০৮৯ ইবতেদায়ী মাদরাসা।শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের মুখে অবশেষে একটি ...
04/11/2025

🎓 অবশেষে সুখবর! এমপিওভুক্তির অনুমোদন পেল ১,০৮৯ ইবতেদায়ী মাদরাসা।

শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের মুখে অবশেষে একটি বড় ধরনের অগ্রগতি হলো। সরকার শর্তসাপেক্ষে ১,০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা মহোদয় শর্তসাপেক্ষে এই মাদরাসাগুলোকে এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন।

মূল বিষয়গুলো একনজরে:

শর্তসাপেক্ষ অনুমোদন: যেসকল মাদরাসা চলতি বছরে জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করতে পারবে, কেবল সেগুলোকে চূড়ান্তভাবে এমপিওভুক্ত করা হবে।

শিক্ষকদের প্রতিক্রিয়া: এই ঘোষণার পর, জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকরা তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল বাতিল করেছেন। তবে, তারা জানিয়েছেন যে তাদের মূল দাবি (সকল মাদরাসা জাতীয়করণ) আদায়ে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

নতুন বেতন কাঠামো: গত জুনে জারি করা নীতিমালা অনুসারে, এমপিওভুক্ত হলে ইবতেদায়ী প্রধান ১০ম গ্রেডে, সহকারী শিক্ষকরা (সাধারণ, বিজ্ঞান, আরবি) ১৩তম গ্রেডে, ক্বারী বা নূরানী শিক্ষকরা ১৬তম গ্রেডে এবং অফিস সহায়ক ২০তম গ্রেডে বেতন পাবেন।

শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ত্যাগ ও অপেক্ষার পর এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। আশা করা যাচ্ছে, এই প্রক্রিয়ার মাধ্যমে ইবতেদায়ী স্তরের শিক্ষাব্যবস্থায় আরও গতিশীলতা আসবে।

#ইবতেদায়ী_মাদরাসা #এমপিও #শিক্ষক #বাংলাদেশ

শিরোনাম: এইচএসসি ফল ২০২৫: পাসের হার কমলো কেন? 📉সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। ...
04/11/2025

শিরোনাম: এইচএসসি ফল ২০২৫: পাসের হার কমলো কেন? 📉

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা। এই বছর পাসের হার এবং জিপিএ-৫, দুটোই গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

📊 একনজরে এবারের ফলাফল:

গড় পাসের হার: ৫৮.৮৩%

গত বছরের তুলনায় কম: প্রায় ১৮.৯৫% (যা অনেক বড় ব্যবধান)

মোট জিপিএ-৫: ৬৯,০৯৭ জন

কেন এই ফল? শিক্ষক এবং অভিভাবকরা পাসের হার হঠাৎ এতটা কমে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, নতুন শিক্ষাক্রম এবং পরিবর্তিত মূল্যায়ন পদ্ধতির কারণে এই ফলাফলে প্রভাব পড়েছে।

এই ফলাফলকে আপনি কীভাবে দেখছেন? আপনার মতে, পাসের হার কমার প্রধান কারণ কী? মতামত জানাতে কমেন্ট করুন।

#এইচএসসিপরীক্ষা

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Md. Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Mehedi Hasan:

Share

Category