06/11/2025
একে বলে 'সেন্স অফ হিউমার'! 👏
গত দুদিন ধরে ডাকসু নেতা সর্বমিত্র চাকমাকে নিয়ে ফেসবুকে কী তুলকালাম! এক বৃদ্ধকে লাঠি নিয়ে তাড়া করার ভিডিওতে সবাই তাকে 'অমানবিক', 'ক্ষমতার অপব্যবহারকারী'— কত কিছুই না বলছিল।
যদিও ডাকসুর নেতারা বারবার বলছিলেন যে, ওই 'ভবঘুরে' বৃদ্ধ আসলে ক্যাম্পাসের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, যাকে বহুবার সতর্ক করা হয়েছিল। কিন্তু "মুরব্বি মানুষ" বলে একটা সেন্টিমেন্ট তো আছেই। ছাত্রদলের এক নেতাও দেখলাম টিপ্পনী কেটে বললেন, "বাবা, শান্ত হও, তার হাঁটুর বয়সও তোমার হয়নি।"
যাই হোক, এই সব সমালোচনার জবাবে সর্বমিত্র চাকমা আজকে যে কাজটা করলেন, সেটাকে বলে 'মাস্টারস্ট্রোক'।
"মুরব্বি মানুষ" নামে একটা ৪৩ সেকেন্ডের স্যাটায়ার ভিডিও ছাড়লেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ এক ছাত্রের মোবাইল ছিনতাই করে পালাচ্ছে! 🏃♂️ ভুক্তভোগী ছাত্র সর্বমিত্রকে অনুরোধ করছে ছিনতাইকারীকে ধরতে। আর সর্বমিত্র হাসতে হাসতে বলছেন, "আরে মোবাইল নিয়েছে নিক! মুরব্বি মানুষ, যা করছে ঠিকই করছে!" 😂
কী লেভেলের জবাব! সোজা কথায়, অপরাধীর কোনো বয়স নাই (সেটা মাদক ব্যবসাই হোক আর ছিনতাই)।
মাত্র এক ঘণ্টায় ভিডিওর ভিউ ১৯ লাখ পার! মানুষ শুধু ভিডিও না, তার এই বুদ্ধিরও প্রশংসা করছে। বিতর্কের জবাব যে এভাবেও দেওয়া যায়, তা দেখিয়ে দিলেন।
#মুরব্বি_মানুষ