Syed Ahmed College- Update News

Syed Ahmed College- Update News "সৈয়দ আহম্মদ কলেজের সকল তথ্য পেতে ফলো করুন"

29/04/2025
বিস্তারিত জানতে- 01975-400390
29/04/2025

বিস্তারিত জানতে- 01975-400390

22/04/2025

✦✧✧ ২০২৫ সালের HSC BMT শাখার পরীক্ষার্থীদের জন্য নোটিশ ✧✧✦

এতদ্বারা সৈয়দ আহম্মদ কলেজের ২০২৫ ইং সালের HSC BMT শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২৩/০৪/২০২৫ তারিখ এবং ২৪/০৪/২০২৫ তারিখের মধ্য সকল ট্রেডের পরীক্ষার্থীদের কলেজে উপস্থিত হয়ে তাদের ফরম পূরণ হয়েছে কি না তা যাচাই করার জন্য বলা হল। কোন পরীক্ষার্থীর ফরম পূরণ না হয়ে খাকলে তা কলেজ অফিসে অবহিত করার জন্য বলা হল।
বি.:দ্র: বিষয়টি অতীব জরুরী।

18/04/2025

↪↪↪সতর্কতামূলক নোটিশ↩↩↩
অত্র সৈয়দ আহম্মদ কলেজের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, কলেজের নামে, সরকারী নিভিন্ন দপ্তর বা শিক্ষা বোর্ডের নামে একটি প্রতারক চক্র শিক্ষার্থীদের মোবাইল ফোনে বোর্ডবৃত্তি/উপবৃত্তির টাকা সংক্রান্ত তথ্য চেয়ে বিকাশ/নগদ/ব্যাংক-এর একাউন্টের তথ্য ও পিন নম্বর চেয়ে বিভিন্ন সময়ে ফোন দিয়ে থাকে। প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য বিকাশ/নগদ/ব্যাংক-এর একাউন্টের কোন তথ্য ও পিন নম্বর কাউকে না দেয়ার জন্য বলা হলো।

সৈয়দ আহম্মদ কলেজের সকল পেমেন্ট করুন অনলাইনে।
আকাশ কম্পিউটার এন্ড ফটোকপি।
মোঃ আশাদুল হক
মোবাঃ 01975-400390
সৈয়দ আহম্মদ কলেজ গেটের পশ্চিম পার্শ্বে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা জরুরি বিজ্ঞপ্তি।
18/04/2025

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা জরুরি বিজ্ঞপ্তি।

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদ...
18/04/2025

উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তার অনলাইন আবেদনের সময় ২৪ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি হয়েছে।

12/04/2025

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণ এখন যে সকল শিক্ষার্থী এখন ফরম পূরণ করতে পারেনি বা করেনি তাদের কে আগামী ১৫/০৪/২০২৫ ইং তারিখ হতে ২০/০৪/২০২৫ তারিখের মধ্যে কলেজ অফিসে এসে ফরম পূরণ করার জন্য বলা হলো।

বি: দ্র: ২০২৪ সালে যে সকল পরীক্ষার্থী ১/২ বিষয়ে অকৃতকার্য হয়েছিলে তাদের কেও ফরম পূরণ করে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য বলা হলো।
বিস্তারিত জানতে 01719946111, 01718825982 & 01711412882

25/03/2025

** HSC BMT শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি সংক্রান্ত নোটিশ **

এতদ্বরা অত্র কলেজের HSC BMT শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তিকৃত ও অধ্যয়নরত অসচ্ছল পরিবারের উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি ফরম আগামী কাল ২৬-০৩-২০২৫ তারিখ হতে ২৮-০৩-২০২৫ তারিখ দুপুর ১২ টা পর্যন্ত বিতরণ ও জমা কার্যক্রম চলবে।

অধ্যক্ষ,
সৈয়দ আহম্মদ কলেজ,
সুখথানপুকুর, গাবতলী, বগুড়া।

বি: দ্র: প্রতিটি শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ফরমে মোবাইল ব্যাংকিং হিসেবে শুধুমাত্র নগদ নম্বর দিতে হবে।

বিস্তারিত জানতে 01719946111 & 01767013161

এইচ এস সি (বিএমটি) শাখার ফরম পূরণ নোটিশ- ২০২৫
24/03/2025

এইচ এস সি (বিএমটি) শাখার ফরম পূরণ নোটিশ- ২০২৫

Address

Sukhanpukur, Gabtoli, Bogura
Puran Bogra
5821

Alerts

Be the first to know and let us send you an email when Syed Ahmed College- Update News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share