Physics Care

Physics Care Redefining Engineering, Redefining Bangladesh.

27/08/2025

যারা বুঝতেছেন না BSc ইঞ্জিনিয়াররা কেন খেপে গেছে, তাদের জন্য,

ইঞ্জিনিয়ারদের সরকারি জবের এন্ট্রি পোস্ট ২ টা। একটা Assistant Engineer (9th grade) আর Sub-assistant Engineer (10th grade)। ২ টাই অফিসার পোস্ট। একটা সরকারি প্রতিষ্ঠানে Assistant Engineer আর Sub-assistant Engineer এর অনুপাত সাধারণত ১:৪ হয়। Sub-assistant Engineer এ শুধুমাত্র ডিপ্লোমারা আবেদন করতে পারে, বিএসসিদের আবেদন করতে দেওয়া হয় না (আবেদন করতে দিলে নাকি কারিগরি শিক্ষা ধংস হয়ে যাবে, এটাই লজিক)। এখন ডিপ্লোমারা Sub-assistant Engineer এ ঢুকে Assistant Engineer এ ৫০% প্রমোশন চাচ্ছে(আগে ৩৩% ছিল)। মানে একটা প্রতিষ্ঠানে ৪০০ টা Sub-assistant Engineer আর ১০০ টা Assistant Engineer এর পোস্ট (মোট ৪০০+১০০=৫০০) থাকলে (৪০০+৫০=৪৫০) জনই হবে ডিপ্লোমা। মানে বুয়েট,রুয়েট,কুয়েট,চুয়েট থেকে একজন গ্র‍্যাজুয়েট যেই প্রতিষ্ঠানে যেই পোস্টে জব করবে, ডিপ্লোমাডিগ্রি ধারীও সেই প্রতিষ্ঠানে সমান সংখ্যক পদে জব করবে। ব্যাপারটা সুন্দর না!

বর্তমানে যেই নিয়ম আছে ৩৩% প্রমোশন, সেই নিয়মও মানা হয় না অনেক প্রতিষ্ঠানে। ৫০-১০০% প্রমশন পেয়ে Assistant engineer পদে বসে আছে।

বিএসসি ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং পোস্টে আবেদন করতে না দেওয়ার জন্য, ডিপার্টমেন্টাল কোটা আর প্রমোশন কোটার জন্য নিজের কর্মক্ষেত্রেই ঢুকতে পারতেছে না। যার কারনে বিএসসি ইঞ্জিনিয়াররা বাইরে যাচ্ছে, বিসিএস পরীক্ষা দিচ্ছে। এখানেও তাদের প্রবলেম। তাদের ৭ দফার একটা দাবী বিএসসি ইঞ্জিনিয়াররা বিসিএস দিতে পারবে না। যাদের নিজের বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাই তারা ঠিক করবে বিসিএস পরীক্ষা কারা দিবে।

বলা যায় ইঞ্জিনিয়ারদের জবে ঢুকার পথ সংকোচিত ছিল আরও সংকোচিত করার চেষ্টা করতেছে। একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি চান্স পাওয়া কতটা স্ট্রাগলের সেটা শুধু যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তে ভর্তি পরীক্ষা দিয়েছে তারা জানে আর তাদের ফ্যামিলি জানে।

যাই হোক জনগনই একসময় ঠিক করবে তাদের দাবীর যৌক্তিকতা কত টুকু।

27/08/2025

নন-ইঞ্জিনিয়াররা কেন আমাদের পাশে থাকবেন?

আমরা জীবন-যৌবন ধ্বংস ধরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করি। এত কষ্ট করে পড়ে কেউ জেনারেল জব করতে চাইতো না যদি তারা ইঞ্জিনিয়ার সেক্টরে উপযুক্ত সম্মান ও সুযোগ পেত। এজন্য দেখবেন বিসিএসের এডমিন ক্যাডারের ৫০-৬০% এখন ইন্জিনিয়ারদের দখলে থাকে। এই সংখ্যা আরও বাড়বে। ফরেন ক্যাডারের বেশিরভাগই দেখবেন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়াররা অন্যান্য সরকারি জেনারেল জবও দখল করে ফেলতেছে।এমনকি ব্যাংকের টপ জবগুলোও ইঞ্জিনিয়াররা দখল করতে শুরু করেছে। MBA করে ফিল্ড সুইচ করে BBA-MBA করা লোকজনের জবেও ভাগ বসাচ্ছে। আমরা এত জটিল-কঠিন জিনিস পড়ে-পরীক্ষা দিয়ে পার করে আসি যে, যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আমাদের কোনো সমস্যা হয় না। সব ধরনের জব ক্রাক করার ক্যাপাসিটি আমাদের আছে!

তাই নন-ইঞ্জিনিয়ার ভাই-বোনেরাও আমাদের পাশে দাঁড়ান। আপনাদেরই লাভ!

"ক্রাউড ফান্ডিং" রিকুয়েস্টআস-সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা।আপনারা জানেন, প্রকৌশলীদের ৩ দফা  বাস্তবায়নে "প্রকৌশলী অধি...
27/08/2025

"ক্রাউড ফান্ডিং" রিকুয়েস্ট
আস-সালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা।

আপনারা জানেন, প্রকৌশলীদের ৩ দফা বাস্তবায়নে "প্রকৌশলী অধিকার আন্দোলন" নিরলসভাবে কাজ করে যাচ্ছে ৷

প্রকৌশলী অধিকার আন্দোলনের প্রয়োজনীয় খরচ বহনের জন্য আমাদের ভালো এমাউন্টের ফান্ড দরকার। সবাই সাধ্যমত সহযোগিতার চেষ্টা করি ৷
নিচে প্রকৌশলী অধিকার আন্দোলনের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। ওয়েবসাইটে প্রবেশ করে যেকোনো সুবিধাজনক মাধ্যমে ( বিকাশ/ রকেট /নগদ/ ব্যাংক একাউন্ট) ডোনেশন প্রদানের ব্যবস্থা রয়েছে।

https://ermbd.org/about-us/support

যেকোনো বিষয়ে জানতে কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করার অনুরোধ থাকলো।

27/08/2025
27/08/2025
27/08/2025
এই হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অবস্থা। এরা নাকি চিফ ইন্জিনিয়ার কে অযোগ্য ঘোষণা করে কাজ কর্ম বাদ দিয়ে চলতি দায়িত্ব ...
27/08/2025

এই হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর অবস্থা। এরা নাকি চিফ ইন্জিনিয়ার কে অযোগ্য ঘোষণা করে কাজ কর্ম বাদ দিয়ে চলতি দায়িত্ব নিয়ে ফেলে। যেটা পরে পার্মানেন্ট হয়ে যায়। ইভেন তড়িৎ থেকে পড়ে যন্ত্র প্রকৌশল এর পোস্ট তাও এরা খেয়ে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এটা দিলো।

26/08/2025

আমি ২০২২ সালের মে মাসে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করি।
স্নাতক শেষ করার পর সামনে মূলত দুইটি পথ খোলা ছিল—

১️⃣ দেশের বাইরে উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ খোঁজা
২️⃣ দেশে থেকে ক্যারিয়ার গড়া

আমি দৃঢ় নিয়ত করলাম—দেশেই থাকব এবং দেশের জন্য কাজ করব।

এরপর আবার সামনে দাঁড়াল দুইটি বিকল্প—
১️⃣ BCS-এর বাইরে ইঞ্জিনিয়ারিং সার্কুলারে আবেদন করা।
২️⃣ BCS-এর মাধ্যমে ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য ক্যাডারের জন্য প্রস্তুতি নেওয়া।

কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। পাশ করার পর হাতে গোনা কয়েকটি ইঞ্জিনিয়ারিং সার্কুলার পেলাম। তাও আবার যেখানে ৪-৫টি পোস্টের বিপরীতে আবেদনকারী থাকত ৩-৪ হাজার জন। ফলে নতুন হিসেবে চাকরির বাজারে আমি খুব একটা সুবিধা করতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নিলাম বিসিএস-এর প্রস্তুতি নেব।

কিন্তু বিসিএসের বাস্তব চিত্র ছিল ভয়াবহ—

৪৫তম বিসিএস: ৩টি ইঞ্জিনিয়ারিং ক্যাডারে পোস্ট মাত্র ১৭টি

৪৬তম বিসিএস: ৬টি ইঞ্জিনিয়ারিং ক্যাডারে পোস্ট ৮৪টি

৪৭তম বিসিএস: ৫টি ইঞ্জিনিয়ারিং ক্যাডারে পোস্ট মাত্র ১৫টি

অর্থাৎ, তিনটি বিসিএস মিলেও সিভিল ইঞ্জিনিয়ারিং ক্যাডারে নিয়োগ হবে মাত্র ১১৬টি পোস্টে। অথচ এই তিনটি বিসিএস সম্পন্ন হতে সময় লাগবে প্রায় মোট ৬ বছর।

প্রথম দিকে বিষয়টা বুঝতে পারিনি। ভাবতাম—নন-বিসিএস ইঞ্জিনিয়ারিং সার্কুলারও নেই, আবার বিসিএস-এ যেখানে অন্যান্য টেকনিক্যাল ক্যাডারে এক বিসিএসেই ২০০+ পোস্ট থাকে, সেখানে আমাদের জন্য সংখ্যা এত কম কেন?

কিন্তু পরে যখন প্রকৃত চিত্র সামনে আসতে লাগল, তখন স্পষ্ট হলো—
যে পদে আমার ন্যায্য অধিকার ছিল—অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে চাকরি পাবার অধিকার—সেই অধিকার হরণ করে সেখানে বসে আছে এমন কেউ, যার সেই যোগ্যতা ছিল না।

তাহলে প্রশ্ন জাগে—
👉 আমি যাব কোথায়?
👉 আমাদের মতো হাজারো ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ কী?

বি.দ্র. বর্তমানে যেখান কর্মরত আছি, সেখানে পোস্ট ছিল ২টি। অথচ আমরা পরীক্ষা দিয়েছিলাম প্রায় ১৬০০ জন। এর মধ্যে শুধু আমার পরিচিত বুয়েটিয়ান (বন্ধু, ছোট ভাই, বড় ভাই) ছিল ৭০ জনের বেশি। তাই এটাকে আমি মেধা বা যোগ্যতার পরীক্ষা বলতে নারাজ—এটা ছিল ভাগ্যের পরীক্ষা। আর সেদিন ভাগ্য আমার পক্ষে ছিল।

- রেজোয়ানুল করিম রোহান

[ Stay with us t.me/EngineersDiary
টুইটার x.com/engineersdiaryb/
Whatsapp.com/channel/0029VakK29K3mFYBl5ycGV0U
ইন্সটাগ্রাম instagram.com/engineersdiarybd
Page 2: facebook.com/100050173343459
ফেসবুক গ্রুপ: facebook.com/groups/campusconnect3/ ]

12/10/2023

HSC Physics: Chapter 02 Vector Class: 10

05/10/2023

HSC Physics: Chapter 02 Vector Class: 09

03/10/2023

HSC Physics: Chapter 02 Vector Class: 08

Address

Puran Bogra
5801

Alerts

Be the first to know and let us send you an email when Physics Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Physics Care:

Share