Asha's vlog

Asha's vlog Follow

শুভ রাএি
27/04/2025

শুভ রাএি

শুভ দুপুর
27/04/2025

শুভ দুপুর

26/04/2025

অন্ধকার শেষে আলো আসবেই, আতঙ্ক ভুলে মানুষ হাসবেই ... ইনশাআল্লাহ আলো আসার পর মানুষ আবারো হাসবে। শুভ রাএি 🖤

26/04/2025

যে সবর করে আল্লাহ তাকে সাহায্য করেন। কারন সবরকারীরা কখনও একা থাকে না। শুভ সকাল 🌱

25/04/2025

জীবনে খারাপ সময় আমাদের সবার সাথেই আসে। এই সময়গুলো আমাদের পরীক্ষা করে আমাদের ভিতরে লুকানো সাহসকে উন্মোচিত করে।

25/04/2025

সৎ কর্ম মানুষকে দৃঢ় ও সাহসী করে। দেহ ও মনকে রোগ ও পাপ থেকে মুক্ত রাখে। সকল প্রতিকূলতার উপরে বিজয়ী করে।

শুভ সন্ধ্যা সবাইকে ❤️
24/04/2025

শুভ সন্ধ্যা সবাইকে ❤️

শুভ রাএি 🖤
22/04/2025

শুভ রাএি 🖤

শুভ বিকেল
22/04/2025

শুভ বিকেল

21/04/2025

যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখেন,তার ইচ্ছে কখনো অপূর্ণ থাকেনা। শুভ সকাল 🌱

02/02/2024

সময় কি সুন্দর করে বদলায়! আজকে যার লেট করে মেসেজ সীন করার ব্যাপার টা আপনার মন খারাপ করিয়ে দেয়,একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবারো মনে পড়বে না! যেই ফ্রেন্ড এর 'চেঞ্জ' হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে,এক সময় সে ফ্রেন্ড এর জন্য আর কোন ফিলিংস ই কাজ করবে না! কেউ 'ঠকালে' নিজের কাছে খারাপ লাগে এখন,একটা সময় কেউ ঠকালে আর কোন 'ফিলিংস' ই কাজ করবেনা! বদলে যাওয়া সময় টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবে 'কি বোকামি টাই না করেছিলাম হাহা!' কারো জন্য থাকা তুমুল আবেগ,টান,মায়া,অভিমান,অভিযোগ সব কিছুই এক সময় চেঞ্জ হবে! আবেগ নিয়ন্ত্রণে চলে আসবে! আসবেই! শুধু সময়ের অপেক্ষা!❤️

সামান্য একটু কথা বলার তৃষ্ণা কখনো কখনো আমাদের বুকের ভেতরটাকে ভীষণভাবে এলোমেলো করে দেয়। এক অসহ্য যন্ত্রণায় সবকিছু থমথমে ল...
25/01/2024

সামান্য একটু কথা বলার তৃষ্ণা কখনো কখনো আমাদের বুকের ভেতরটাকে ভীষণভাবে এলোমেলো করে দেয়। এক অসহ্য যন্ত্রণায় সবকিছু থমথমে লাগে!

মানুষটা চোখের সামনেই। তার নামের পাশের সবুজ বাতিটা তার উপস্থিতি খুব সুন্দর করে জানান দিচ্ছে। কিন্তু কি জানি ভেবে অথবা অধিকার বোধের অভাবে তাকে বলা হয়-
আপনাকে না আমার খুব শুনতে ইচ্ছে করছে। কতদিন আপনাকে শুনি না বলুন তো? আপনি কি পারেন না সামান্য একটু কথার বিনিময়ে আমায় হৃদয়টাকে শান্ত করে দিতে?

আমি যে আপনার কথা শোনার তৃষ্ণায় এলোমেলো হয়ে যাচ্ছি। কত কথা জমিয়ে রেখেছি শুধু আপনাকে বলবো বলে। অথচ আপনি টেরই পান না। পেলেও অবুঝ থাকেন। আপনি কেনো এমন করেন? কেনোই বা এতটা অবহেলায় রাখেন আমায়? আপনি কি বুঝেন না আমার কষ্ট হয়?

এভাবেই কথা বলতে না পারার তৃষ্ণায় আস্তে করে আমরা চুপ হয়ে যাই। হয়ত অভিমানে কিংবা অভিযোগে।

"" এভাবেই চুপ হয়ে যাই""
✍✍✍️চৈত্রেরপলাতক ফরিশ

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asha's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share