24/04/2025
গনসার পাড়া গ্রামটি বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত। সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই গ্রাম। সুখ দুঃখে, হাসি আনন্দে আমরা আছি এই গ্রামে বহুদিন নয় বহু বছর ধরে।
গ্রাম মানেই শান্তির ঠিকানা, গ্রাম মানেই একটু ভালোলাগা একটু ভালোবাসার জায়গা, গ্রাম মানেই স্নেহ মায়া মমতায় বেঁচে থাকার প্রেরণা, গ্রাম মানেই প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি। তাই আসুন আমরা এই অস্থায়ী পৃথিবীর সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে গ্রামকে ভালোবাসি, গ্রামের মানুষকে ভালোবাসি, গ্রামের উন্নয়নের কথা চিন্তা করি।
প্রতি বছরই আমাদের গ্রামে ছোট থেকে নিয়ে বৃদ্ধ বয়সী মানুষদের নিয়ে বিভিন্ন খেলা ধুলার আয়োজন করা হয় ।সেইদিন প্রথমেই শিশুদের জন্য ছিল বিস্কুট খেলা। উঠানের একপ্রান্তে দড়িতে বিস্কুট ঝুলিয়ে অপর প্রান্তে শিশুদের হাত বেঁধে দেয়া হয়। যে আগে দৌড়ে বিস্কুট মুখে পুরে উঠানের প্রান্তে আবার ফিরে আসতে পারবে সেই হবে বিজয়ী। উঠানের পাশেই গ্রামবাসীর জমায়েত, তারাই দর্শক। দৌড় শুরু হতেই হৈ-হৈ রবে আনন্দে ফেটে পড়ে গ্রামবাসী।