09/07/2025
এক বার দুই বার চেষ্টা করেই হাল ছেড়ে দেওয়া যাবেনা। জীবন যখন আপনার পরিকল্পনা-মাফিক চলে না তখন হতাশ হবেন না। আপনার জীবন নিয়ে কেবল আপনিই পরিকল্পনা করেন না, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালাও আপনার জীবন নিয়ে পরিকল্পনা করেন। জীবন আপনার পরিকল্পনার বাইরে যেতে পারে, কিন্তু তা সর্বদা আল্লাহর পরিকল্পনার ভিতরেই থাকে।
সবকিছু আপনার ইচ্ছেমতো না হলেই ভেঙে পড়বেন না। নিশ্চিত হোন আপনার ইচ্ছেমতো না হলেও, তা কিন্তু আল্লাহর ইচ্ছেমতো ঠিক-ই হচ্ছে। আর যা আল্লাহর ইচ্ছেমাফিক হয় তাতে কোন অকল্যাণ থাকতেই পারে না!!