
11/07/2025
মেয়ের কান্না সহ্য করতে না পেরে মেয়েকে নিজের হাতে #জবাই করেন #পিতা!!
নির্বিকার মা!!
আহ! কি নির্মমতা.... 😢😢
এই রকম না হলেও সমাজে ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে যে কত টা অসহায় হয়ে থাকেন একজন সদ্য নতুন #মা
ছোট বাচ্চাকে সবাই ভালবাসেন। কিন্তু একটা মা যখন প্রশাব করতে যায় তখন সাথে করে হয় বাচ্চাকে সাথে করে নিতে হয় নয়তো কাউকে দিতে হয় যে প্রশাবের মাঝ রাস্তায় ডাক ছাড়েন.... হলো তোমার!!
দিনের বেলার বেশির ভাগ সময় বাচ্চাকে ঘুমিয়ে রাখার চেষ্টা করতে হয় যেন দিনের কাজ গুলো সেরে ফেলা যায়।
ফলস্বরূপ,
রাতে বাচ্চা ঘুমায় না, এই দিকে বাচ্চার বাবাও তো ক্লান্ত সারা দিন বাইরে পরিশ্রম করে ঘরে ফিরেছেন। তার তো বিশ্রামের দরকার।
আবার ও মা কে পরতে হয় বিপাকে!
সারা দিনের যত ক্লান্তিই তার শরির কে ঘিরে থাকুক নির্ঘুম বাচ্চাকে তার পাহারা দিতেই হবে!
সেতো মা!!
এই মহান পদবী নিতে হলে তো ঘুমানো যাবে না 😢
বেশির ভাগ দিন খেতে গেলে বাচ্চা প্রশাব, পায়খানা করে দেয়, ওই অবস্থায় কি খাওয়া যায়?
বাবুকে তো পরিস্কার করতে হবে। সব কাজ শেষে দেখা যায় খাওয়ার রুচিই শেষ।
একা একা বাচ্চা মানুষ করা কি যে দুর্বিষহ কঠিন সেটা যারা একা বাচ্চা না মানুষ করে তারা বুঝবে না।
একটা মা তো শুধু মা না একজন স্ত্রী ও বটে!। স্বামীর প্রতি তার অনেক দায়িত্ব।
স্বামীর দায়িত্ব পালন না করতে পারলেও সংসারে চলে অশান্তি।
অথচ মা নামের বউ টার বাচ্চার ফিডিং, সারাদিনের খাটুনি, নির্ঘুম রাত আর সংসারের কাজ না করতে পারার কথার অত্যাচারে ইচ্ছে করেনা দায়িত্বশীল বউ হতে। তার মন টা যে কখন মরে গেছে সেটা স্বামী নামক লোক টা জানেই না।
কারন, সে তো জানেই না তার প্রিয় বউ টা কোন মানুষিক যন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে।
কারন তার যখন আরামের প্রয়োজন হয় তখন সে মায়ের ঘরে গিয়ে আরামে ঘুমায়।
যদিও বউকে একটু সাহায্য করার মানষিকতা থাকে সেটা ভেংগে দেয় তার মা, ফ্যামিলি....
ডিরেক্ট বলে দেয়, আমার সময় আমি এই করছি ওই করছি,তোর বাপে কিচ্ছু করেনি, তুই কি মেয়ে মানুষ তাই ওই সব করছিস?
অথচ তার ছেলের বাচ্চার জন্য তার ও কিছু করার দায়িত্ব ছিল!!
কিন্তু এত কিছুর পর ও স্বামীর কষ্টের, যন্ত্রণার ভাগ স্ত্রীকে নিতে হয় এই শুনে যে,, স্বামীর #কামাই খেলে স্বামী রাগ, ঝার শুনতে হবে। মা জন্ম দিয়েছে তাকে কিছু বলা যাবে না, আর #ছেলে সে তো কামাই করে খাওয়াবে তাকে কি জন্য কিছু বলবো!!
#নির্মমতা