Life Style By Taslima

Life Style By Taslima আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা-
হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।
(14)

একটি হাসি আপনাকে সঠিক পথে নিয়ে যায়। একটি হাসি পৃথিবীতে একটি সুন্দর জায়গা করে তোলে। যখন আপনি আপনার হাসি হারাবেন, আপনি জীবনের বিশৃঙ্খলায় আপনার পথ হারাবেন।”

এই দেশে সব কিছুর মূল্য আছে শুধু জীবনের মূল্য নাই।
26/10/2025

এই দেশে সব কিছুর মূল্য আছে শুধু জীবনের মূল্য নাই।

গোধূলি নামে....
24/10/2025

গোধূলি নামে....

আমি মিসকিন.... আপনি???আমার জামাই ইনকাম করে ওর টাকায় খাই আর কি🤨🤨
23/10/2025

আমি মিসকিন....
আপনি???

আমার জামাই ইনকাম করে ওর টাকায় খাই আর কি🤨🤨

বয়স কি অদ্ভূত!  একটা পুরো মন কে সাইলেন্স করে দেয়।।আগে যে জিনিস গুলো দেখেছি সেইম জিনিস গুলো এখন ও দেখি অথচ ছুয়েও দেখতে মন...
16/10/2025

বয়স কি অদ্ভূত! একটা পুরো মন কে সাইলেন্স করে দেয়।।
আগে যে জিনিস গুলো দেখেছি সেইম জিনিস গুলো এখন ও দেখি অথচ ছুয়েও দেখতে মন চায় না।ছোট্ট বিষয় গুলোতে বায়না ধরা মন পছন্দের কিছু দেখলেই মুচকি হেসে এড়িয়ে যায়!
সাথে থাকে নিরব অভিমান আর দীর্ঘশ্বাস।।
বয়স কি অদ্ভত!!

16/10/2025

শরীরের আঘাত শরির কে কষ্ট দেয়....আর মানসিক আঘাত মন কে....
゚viralfbreelsfypシ゚viral
Life Style By Taslima

11/10/2025

কিছু মানুষের পরিবর্তনের পিছনে অনেক বড় ইতিহাস থাকে.... কেউ পাহাড় হতে গিয়ে পাথর হয়, সমুদ্র হতে গিয়ে শান্ত নদী হয়....
জীবন টা অনেক যুদ্ধের.... 🥲🥲

08/10/2025

বাসার এক বাড়ি পর মিষ্টির কারিগরদের বাড়ি.... ওরা মিষ্টি বানাচ্ছে। আহ! কি ঘ্রাণ!! গরম গরম মিষ্টির😋😋

কি এক অদ্ভুত সময়ে আটকে গেলাম।বিকাল হলেই বিষন্নতা ঘিরে ধরে। মনে হয় এই তো রাত নামছে......কারো সাথে আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছ...
06/10/2025

কি এক অদ্ভুত সময়ে আটকে গেলাম।
বিকাল হলেই বিষন্নতা ঘিরে ধরে। মনে হয় এই তো রাত নামছে......
কারো সাথে আগ বাড়িয়ে কথা বলতে ইচ্ছে করেনা,মিশতে ইচ্ছেও করেনা৷ এমন কি কেউ মিশতে আসলেও পিছিয়ে যাই। হাসতে গেলে জোর করে হাসি, হাসার মাঝখানেই যেন নিজের বিষাদময় চেহারা বের হয়ে আসে।
অভিমানে গলা আটকে থাকে তবুও কথা বের হয় না।
মন খুলে কথা হয় না, কারোর সাথে যেন কথা ফুরাবার নয় অথচ কথা হয়না...!!
কথার মাঝে কি কথা যে খুজি🥲🥲

সবশেষে সুখের ভীষণ প্রয়োজন, আবেগ দিয়ে দিন চলা যায়, বছর আর যুগ নয়!! #নির্ঝর, Dhaka, Bangladesh
01/10/2025

সবশেষে সুখের ভীষণ প্রয়োজন,
আবেগ দিয়ে দিন চলা যায়, বছর আর যুগ নয়!!
#নির্ঝর, Dhaka, Bangladesh

Address

Puran Bogra
5801

Alerts

Be the first to know and let us send you an email when Life Style By Taslima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Style By Taslima:

Share