Life Style By Taslima

Life Style By Taslima আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা-
হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।
(14)

একটি হাসি আপনাকে সঠিক পথে নিয়ে যায়। একটি হাসি পৃথিবীতে একটি সুন্দর জায়গা করে তোলে। যখন আপনি আপনার হাসি হারাবেন, আপনি জীবনের বিশৃঙ্খলায় আপনার পথ হারাবেন।”

মেয়ের কান্না সহ্য করতে না পেরে মেয়েকে নিজের হাতে  #জবাই করেন  #পিতা!! নির্বিকার মা!! আহ! কি নির্মমতা.... 😢😢এই রকম না হলে...
11/07/2025

মেয়ের কান্না সহ্য করতে না পেরে মেয়েকে নিজের হাতে #জবাই করেন #পিতা!!
নির্বিকার মা!!
আহ! কি নির্মমতা.... 😢😢
এই রকম না হলেও সমাজে ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে যে কত টা অসহায় হয়ে থাকেন একজন সদ্য নতুন #মা

ছোট বাচ্চাকে সবাই ভালবাসেন। কিন্তু একটা মা যখন প্রশাব করতে যায় তখন সাথে করে হয় বাচ্চাকে সাথে করে নিতে হয় নয়তো কাউকে দিতে হয় যে প্রশাবের মাঝ রাস্তায় ডাক ছাড়েন.... হলো তোমার!!

দিনের বেলার বেশির ভাগ সময় বাচ্চাকে ঘুমিয়ে রাখার চেষ্টা করতে হয় যেন দিনের কাজ গুলো সেরে ফেলা যায়।
ফলস্বরূপ,
রাতে বাচ্চা ঘুমায় না, এই দিকে বাচ্চার বাবাও তো ক্লান্ত সারা দিন বাইরে পরিশ্রম করে ঘরে ফিরেছেন। তার তো বিশ্রামের দরকার।
আবার ও মা কে পরতে হয় বিপাকে!
সারা দিনের যত ক্লান্তিই তার শরির কে ঘিরে থাকুক নির্ঘুম বাচ্চাকে তার পাহারা দিতেই হবে!
সেতো মা!!
এই মহান পদবী নিতে হলে তো ঘুমানো যাবে না 😢
বেশির ভাগ দিন খেতে গেলে বাচ্চা প্রশাব, পায়খানা করে দেয়, ওই অবস্থায় কি খাওয়া যায়?
বাবুকে তো পরিস্কার করতে হবে। সব কাজ শেষে দেখা যায় খাওয়ার রুচিই শেষ।
একা একা বাচ্চা মানুষ করা কি যে দুর্বিষহ কঠিন সেটা যারা একা বাচ্চা না মানুষ করে তারা বুঝবে না।
একটা মা তো শুধু মা না একজন স্ত্রী ও বটে!। স্বামীর প্রতি তার অনেক দায়িত্ব।
স্বামীর দায়িত্ব পালন না করতে পারলেও সংসারে চলে অশান্তি।
অথচ মা নামের বউ টার বাচ্চার ফিডিং, সারাদিনের খাটুনি, নির্ঘুম রাত আর সংসারের কাজ না করতে পারার কথার অত্যাচারে ইচ্ছে করেনা দায়িত্বশীল বউ হতে। তার মন টা যে কখন মরে গেছে সেটা স্বামী নামক লোক টা জানেই না।
কারন, সে তো জানেই না তার প্রিয় বউ টা কোন মানুষিক যন্ত্রনার মধ্য দিয়ে যাচ্ছে।
কারন তার যখন আরামের প্রয়োজন হয় তখন সে মায়ের ঘরে গিয়ে আরামে ঘুমায়।

যদিও বউকে একটু সাহায্য করার মানষিকতা থাকে সেটা ভেংগে দেয় তার মা, ফ্যামিলি....
ডিরেক্ট বলে দেয়, আমার সময় আমি এই করছি ওই করছি,তোর বাপে কিচ্ছু করেনি, তুই কি মেয়ে মানুষ তাই ওই সব করছিস?
অথচ তার ছেলের বাচ্চার জন্য তার ও কিছু করার দায়িত্ব ছিল!!

কিন্তু এত কিছুর পর ও স্বামীর কষ্টের, যন্ত্রণার ভাগ স্ত্রীকে নিতে হয় এই শুনে যে,, স্বামীর #কামাই খেলে স্বামী রাগ, ঝার শুনতে হবে। মা জন্ম দিয়েছে তাকে কিছু বলা যাবে না, আর #ছেলে সে তো কামাই করে খাওয়াবে তাকে কি জন্য কিছু বলবো!!

#নির্মমতা

03/07/2025

সময়ের মুখোমুখি হলে টের পাই
নিজেকে ভুল জায়গায় কতটুকু খরচ করেছি😢

18/06/2025

পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে।আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।। 😭😭

05/06/2025

যাদের বিশ্বাস করে ভালোই বেসেছিলাম তাদের আঘাতে বিশ্বাস ভেংগে গেছে যেটা মন মেনে নিতে পারেনি। অথচ তাদের সাথেই থাকতে হয় চলতে হয়৷ আবার যে আপন মানুষ গুলোর সাহায্যে বাচতে চাই তারা কক্ষাক করে৷৷। ফল সরূপ পৃথিবীতে হাজার হাজার "রিমি " তৈরি হয়💔💔

21/05/2025

আজ কের #র্টি পার্টি 🥰🥰
#আয়োজন
Life Style By Taslima

17/05/2025

জ্বর আসে না...
কারন এইটা ভাগ্যেও লেখা নাই আবার জ্বর আসার কারন হিসেবে মানসিক টেনশন লেখা নাই..
ডায়বেটিস হয় ওই টা ভাগ্যে লেখা ছিল।।
আর কোন কারন নাই 😢😢

16/05/2025

মৃত্যুতেই মুক্তি মেলে.....

দেখুন আমার মা... কত সুন্দর হাসে "আমার মা" কোটি টাকার বিনিময়ে এই হাসি আর কারো মুখে পাওয়া সম্ভব না।। আজ "মা দিবস"....🌹🌹 মা...
11/05/2025

দেখুন আমার মা... কত সুন্দর হাসে "আমার মা" কোটি টাকার বিনিময়ে এই হাসি আর কারো মুখে পাওয়া সম্ভব না।।

আজ "মা দিবস"....🌹🌹 মাকে ভালবাসতে আবার দিবস লাগে নাকি!!

মা কে বলার অনেক কিছু আছে।। মার সাথে আমার অনেক কথা থাকে সারা দিন প্রচুর বক বক করি আমার মা শোনেন।

এটা হলো, ওই টা হলো... কেন হলো? আমার ত্বা-শীন এর হাজার ভুলের জন্য আমিই অভিযোগ করি মার কাছে। আর আমার মা, আমার ছেলে কে আচলের তলায় টেনে নেয় আমার শাসনের আড়াল করার জন্য।।
সত্যি মা না থাকলে বোধ হয় আমার ছেলের ভাগ্যে বাবা-মা ছাড়া ওই ভাবে কারো ভালবাসা জুটতো না। ভাল তো সবাই বাসে দায়িত্ব নিয়ে ক'জন বাসে??

মাঝ খানে কিছু দিন মা কাছে ছিল না।। আমার পুরো দুনিয়া সকাল থেকে সন্ধ্যা সব ঠিক ঠাক ছিল, শুধু ভিতর টা মরে যাচ্ছিলো, আমি সারা দিন অপেক্ষা করেও একবার ও আমার নাম শুনতে পারিনি।।

ছোট্ট টি থেকে মা কে বিভিন্ন কারনে স্ট্রাগল করতে দেখেছি।
যেটা গতানুগতিক সব মা করে।। আমি ও আমার সন্তানের জন্য করছি। কিন্তু এখন থেকে ৭-৮ বছর আগে আমার মা আমাদের জন্য যে পরিমান কষ্ট করছে শুধু আমাদের জন্য। এখন ও ভাবতে গেলে আমার গা শিউরে উঠে। কি ভাবে একটা মানুষ এত নিরবতার সাথে এত শক্ত মনোবল নিয়ে চলতে পারে।।

আব্বু চলে গেলেন...
নাম মাত্র আমার বিয়ে হয়েছিল। আমার হাজব্যান্ড ও বেকার ছিল। আমাদের নিয়ে কি পরিমাণ কষ্ট যে আমার মা করেছে ওই আল্লাহ পাক দেখেছেন।

সব সন্তানের ভাগ্যে এমন মা জোটে না। এটা ও আমি আমার জীবন থেকে দেখেছি। সব সন্তানকে সব মা এক চোখে দেখে না সেটাও দেখেছি কিন্তু আমার মা আমাদের তিন বোন কে এত সুক্ষ্ম ভাবে দেখেছেন.... আল্লাহ তুমি আমার মার জন্য জান্নাতের একটা ঘর বানিও (রব্বিল হাম হুমা রব্বাইয়ানি ছগীরা)

আমাদের তিন টা রাজপুত্র আমার ত্বা-শীন, ত্বাওহীদ আর ছোট্ট ত্বাজীম(মাশ আল্লাহ)
আমার মার ফুল বাগান। একটু একটু করে এরা আমার মার আদরে বড় হচ্ছে।।

আমার ত্বা-শীন -তাওহীদ পিঠেপিঠি ছিল আমি একা একা বাচ্চা নিয়ে স্বামীর বাড়ি থাকতে পারতাম না। কিছু দিন পর পর মার কাছে আসতাম। ছোট্ট বোন টা বয়সেও ছোট ছিল আবার ত্বাওহীদ এর নিওমনিয়া ছিল যার জন্য বেশির ভাগ দুই বোন ই মায়ের কাছে থাকতাম।।
আহ!! মা আমার একা একা কত কাজ করত খুব এক সাহায্যে করতে পারতামনা৷

আজ আমার মা অনেক টা সুস্থ না। আল্লাহ'র কাছে দাবী দিয়ে মা আর সন্তানের সুস্থতা চাই সব সময়।।।

আমার মা আমাদের তিন বোনের জান্নাত। মাকে তেমন কিছু আমি দিতে পারিনা সত্য। তবে মা কে অনেক ভালবাসি 🥰🥰
অনেক ভালবাসি মা 🥰🥰

আতুনীল Taslima Rahman ত্বা-শীন তাওহীদ ত্বা-শীন রাইয়্যান

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Life Style By Taslima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life Style By Taslima:

Share