Mr. M19

Mr. M19 I'm Poor But Not a Traitor

04/08/2025

দূর্বল সেতু-তে ভারী ট্রাক 🙂
#বগুড়া

পোলাপান এবার ঠিক আছে তো.....🥱
31/07/2025

পোলাপান এবার ঠিক আছে তো.....🥱

মনে থাকে যেনো 🙂
24/07/2025

মনে থাকে যেনো 🙂

প্লিজ এই বিষয় নিয়ে কেও রাজনিতি মারায়েন না সেইটা যে দল-ই হোক এনসিপি, অথবা বিএনপি বা জামাত। বাজারে ষড়যন্ত্র তত্ত্ব ছাইড়া দ...
22/07/2025

প্লিজ এই বিষয় নিয়ে কেও রাজনিতি মারায়েন না সেইটা যে দল-ই হোক এনসিপি, অথবা বিএনপি বা জামাত।

বাজারে ষড়যন্ত্র তত্ত্ব ছাইড়া দেওয়া হইসে।

আমেরিকার বিমান কেনার জন্য নাকি আমেরিকা এই কাজ করছে।

অথচ আমেরিকার বিমান কেনার প্রাথমিক চুক্তি আগেই হয়ে গেছে।

তার জন্য এতগুলো ছেলে-মেয়ে মারার দরকার নাই।

কিছু মাদারবোর্ড ভো*ই এই গুজব চালানোতে লিড দিচ্ছে।

এগুলো সব এজেন্সির মাল। এজেন্সির কথায় উঠে-বসে কথাও বলে।

এই খুনের সবচেয়ে বড় দায় কার?

বাংলাদেশ বিমান বাহিনীর।

কেনো, যদি, কিন্তু, তবে এখানে নাই। ফুলস্টপ।

এই বিমান কেনার সময় যে পুকুর সমান দুর্নীতি হইসে (750 কোটি টাকা) সেই দুর্নীতিতে কারা জড়িত ?

আর্মি আর বিমানবাহিনীর বড় বড় কিছু দুর্নীতিবাজ অফিসাররা।

এইবার বুঝছেন? লাশের সংখ্যা বললে কেন পেটানো হইসে?

লাশের আসল সংখ্যা বের হলে কার সমস্যা?

সরকারের না।

কারণ, এই ভাঙারি এই সরকার কিনে নাই।

কিনসে হাসিনার সরকার।

হাসিনার সরকার এখন দিল্লিতে।

দেশে আছে কারা?

হাসিনা পালাইসে। বাট হাসিনার আমলারা কি পালাইসে?

না।

হাসিনার বানানো অফিসাররা?

না।।তারাও দেশেই আছে।

লাশের সংখ্যা বের হইলে সমস্যাটা কাদের হবে, এবার হিসাব মিলান।

এই ঘটনার দায় পাইলট বা আমেরিকার উপর দিয়ে দিলে কাদের সুবিধা হয়, হিসাব করেন।

কোন ষড়যন্ত্র কেন বাজারে ছাড়া হচ্ছে, সেটা বোঝা লাগবে ভাই।

আর আরেকটা কথা হলো,

আপনার দেশের গাড় মারার জন্য আমেরিকার দরকার নাই,

আপনার দেশের আমলা, সামরিক বাহিনীর অফিসাররা আর রাজনীতিবিদরা মিলে দেশটাকে এমনই গাড় মারা মেরেছে যে, এই দেশকে নতুন করে মারার আর কিছু বাকি নাই।

অমুক তমুক দেশের উপর দায় চাপিয়ে দুর্নীতিবাজ, খুনিদের বাঁচাইয়া দেওয়ার এই ফাঁদে পইড়েন না।

এদের মুখোশ খুলেন।

এই খুনিদের খুনি বলেন।

নাহলে অন্যের ছেলে মেয়ে মারতে মারতে এই খুনিরা কাল আপনার ঘর পর্যন্ত পৌছে যাবে।

এটা মাথায় রাইখেন।

Address

Baluahat, Sonatola, Bogura
Puran Bogra
5826

Telephone

+8801906171221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. M19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share