Nayeem

Nayeem Welcome

27/02/2024

কেমন আছেন সবাই?

মা তার ছোট ছোট দুই ছেলেকে বাজারে পাঠাল সুঁই কিনে আনতে।সুঁই কেনার পর সেটাকে কে বহন করে নিয়ে যাবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্...
02/06/2023

মা তার ছোট ছোট দুই ছেলেকে বাজারে পাঠাল সুঁই কিনে আনতে।
সুঁই কেনার পর সেটাকে কে বহন করে নিয়ে যাবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে গেল। তারা মারামারি শুরু করে দিল।

এটা দেখে পাড়ার দুষ্টুটা এসে বলল ,"তোরা থাম" তোদের সমস্যা সমাধান করে দিচ্ছি।
সে রাস্তার পাশে পড়ে থাকা একটা কলা গাছ এনে তার মাঝখানে সুঁইটি পুঁতে দিয়ে বলল, এবার এটাকে দুজনে কাঁধে করে বয়ে নিয়ে যাও, তাহলে সুঁইয়ের ভার দুজনের কাঁধেই সমান সমান পড়বে।

দুই ভাইয়ের ঝগড়ার ফলে সামান্য সুঁইটা বিশাল কলা গাছ হয়ে গেল।
দুই ভাই হাসতে হাসতে এটাকে বয়ে বাড়িতে নিয়ে গেল।
বাড়ির কাছাকাছি গিয়ে দুষ্টুটা বলল, এবার কলা গাছটা রেখে সুঁই টা নিয়ে বাড়িতে যাও, নইলে মা বকবে।
ছোট ছোট দুই ভাই সুঁই নিয়ে বাড়ি চলে গেল।
দুষ্টুটা কলা গাছটিকে পাশের জলাশয়ে নামিয়ে তার কলার ভেলা তৈরি করে নিল।
নিজেদের মধ্যে প্রতিহিংসায় অন্ধ থাকায় দুই ভাই বুঝতেই পারল না যে, তারা অন্যের কলাগাছ বয়ে নেয়ার গা*ধা হয়ে গেছে।

প্রতিহিংসার ফল।
ফেরদৌস আহমেদ।

02/06/2023

আগের বন্ধু-বান্ধবীরা ছিলো এমন, যখন কোন ছেলেদের সাথে সম্পর্ক বা বাজে কিছুর সাথে ফ্রেন্ডের সম্পর্ক দেখতো; আস্তে করে আন্টি/আঙ্কেলকে জানিয়ে দিতো। এমনকি ফেরানোর জন্য যত রকম সহযোগিতা দরকার সেটাও করতো।

আর এখনকার বন্ধু বান্ধব আরও উস্কে দেয়, মজা নেয়। এরপর যখন গাড্ডায় পড়ে, তখনও সে গাড্ডার পাড়ে দাঁড়িয়ে হাত তালি দেয়।

এটা শুধু কলেজ ভার্সিটির বখে যাওয়ার পোলাপান করছে এমন না; দ্বীনদার নামীয় সার্কেলেও একই কাজ চলছে।

সব কাজে সমর্থন করার নাম কল্যাণকামিতা না, ফ্রেন্ড ভুল করলে সে ভুলের সাথে তাল মিলিয়ে চলা বন্ধুত্ব না; বন্ধু সঠিক পথ দেখায়, ভুল পথে গেলে প্রয়োজনে চ-ট-কা-না দিয়ে বলে, 'ও পথ তোর জন্য না!'

বন্ধু নির্বাচনে সতর্ক হোন, গ-র্তে পড়ার আগেই!

~ ফারহীন আল মুনাদী

Flower...
11/04/2023

Flower...

Address

Bogra
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Nayeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayeem:

Share