Neutral Mehedi

Neutral Mehedi "Thanks For Coming" "স্বাধীনতা অর্জনের চেয়ে, স্বাধীনতা রক্ষা করা কঠিন"

"স্বাধীনতা" রক্ষা করার জন্যই Neutral Mehedi'র যাত্রা শুরু 🇧🇩

24/07/2025

সব রিক্সাওয়ালা গরীব নয়, বদলাতে হবে দৃষ্টিভঙ্গি | সবার সঙ্গে সহানুভূতি দেখাতে নেই

#চুরি

23/07/2025

২ লিটার পানির বোতলের দাম ৬০০ টাকা 😭

22/07/2025

লা/শ নিয়ে অদ্ভুত তথ্য দিলো Milestone এর শিক্ষার্থীরা 😭

22/07/2025

মৃত্যু নিয়ে চমকে উঠার মতো তথ্য দিলেন Milestone College এর ছাত্র | মৃত্যুর সংখ্যা আসলে কত?

21/07/2025

এক মূহুর্তে সবকিছু শেষ 😭 (Milestone College)

Ai Video... (হয়তো এমন ভাবেই ঘটেছিলো সেই দুর্ঘটনা) ১৮ কোটি মানুষ আজ শোকাহত 😭

সেই মূহুর্তের ভিডিও গুলো দেখতে দেখতে চোখের পানি যেন টলমল করতেছে। সেই জায়গায় আজকে আমি অথবা আপনারা থাকলে হয়তো শেষ নিশ্বাস ঐ খানেই ত্যাগ হতো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন... আমাদের এই দুনিয়া কিছুদিনের 😭

দুর্ঘটনায় নিহত সবাইকে আল্লাহ বেহেশত নসিব করুক_আমিন।

21/07/2025

একটি মূহুর্ত... সবকিছু বদলে গেলো 😭

Ai Video... (হয়তো এমন ভাবেই ঘটেছিলো সেই দুর্ঘটনা) ১৮ কোটি মানুষ আজ শোকাহত 😭

সেই মূহুর্তের ভিডিও গুলো দেখতে দেখতে চোখের পানি যেন টলমল করতেছে। সেই জায়গায় আজকে আমি অথবা আপনারা থাকলে হয়তো শেষ নিশ্বাস ঐ খানেই ত্যাগ হতো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন... আমাদের এই দুনিয়া কিছুদিনের 😭

দুর্ঘটনায় নিহত সবাইকে আল্লাহ বেহেশত নসিব করুক_আমিন।

বন্ধুকে বাচা'নোর আর্তনাদ 😢 চাইলেই বাসায় গিয়ে মাকে বলতে পারতো আমি ঠিক আছি,শান্তনার চেয়ে বরং সাহায্যের পথ টুকুই বেছে নিয়েছ...
21/07/2025

বন্ধুকে বাচা'নোর আর্তনাদ 😢

চাইলেই বাসায় গিয়ে মাকে বলতে পারতো আমি ঠিক আছি,শান্তনার চেয়ে বরং সাহায্যের পথ টুকুই বেছে নিয়েছে।
এতো এতো বন্ধু না থাকুক এমন একটা বন্ধু থাকুক!

আমরা মরে গেলেও কিছু যায় আসে না। ইরান গুরুত্বপূর্ণ নয়, ইসলাম গুরুত্বপূর্ণ।
24/06/2025

আমরা মরে গেলেও কিছু যায় আসে না। ইরান গুরুত্বপূর্ণ নয়, ইসলাম গুরুত্বপূর্ণ।

Reality 😥
23/06/2025

Reality 😥

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।১. আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহ ওয়া ইন্নালিল্লাহি...
22/06/2025

মৃ'ত্যু আসার আগেই আপনার পরিবারকে যেসব বিষয়ে ওসিয়ত করে যাবেন।
১. আমার মৃ'ত্যুর সংবাদ শুনলে "ইন্নালিল্লাহ ওয়া ইন্নালিল্লাহি রাজিউন" পড়বেন।
২. আমার মৃ'ত্যুকে অকাল মৃ'ত্যু বলবেন না,কারন আমি আমার নির্ধারিত রিযিক ভোগ করে ফেলেছি।
৩. আমাকে নিয়ে বিলাপ মাতম করবেন না,জোরে জোরে কান্নাকাটি করবেন না কারন এইটা সুন্নাহ বিরোধী এবং রাসুল (সাঃ) কর্তৃক নিষিদ্ধ কাজ।
৪. আমার মৃ'ত্যুতে চল্লিশা, কূল-খানি, মিলাদ করবেন না।কারন এইটা স্পষ্ট বিদ'আত।
৫. যারা আমার মৃ'ত্যুর খবর শুনবেন তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন।
৬. আমার লাশ মাহরাম ছাড়া কাউকে দেখাবেন না।
৭. আমার লাশ'কে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবেন।
৮. লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়।
৯. আমাকে কবরস্থ করার পর কিছুক্ষন সেখানেই থাকবেন আর পড়বেন"আল্লাহুম্মা সাব্বিতহু আল্লাহুম্মা সাব্বিতহু"। আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকিরনাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবেন"আল্লাহুম্মা সাব্বিত'হু আলাল ইমান"।
১০. আমার হয়ে দান-সদকা করবেন। আমার সাদকায়ে জারিয়া চালু থাকলে সেটার খবর নিবেন,সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবেন।
১১. আমার মৃ'ত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবেন। আপনার ও সময় অতি নিকটে।
১২. আমার ছবি কোথাও দিবেন না, আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন। বাসায় আমার ছবি থাকলে তা ডিলিট করে দিবেন, দেয়ালে ঝুলিয়ে রাখবেন না।
১৩. আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দিবেন,না পারলে আমার জন্য সাদকাহে জারিয়া করবেন,তাও না পারলে আজীবন আমার জন্য দু'আ করবেন, আমি ক্ষমা করে দিবো ইনশাআল্লাহ।
১৪. আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নিবেন, আর যদি ম'রে যাই তাহলে পরিবারের কাছে চাইবেন (পরিবারের লোকদের বলবো আপনারা তাদের পাওনা দয়া করে তাদের দিয়ে দিবেন)। আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দিবেন,এতে আল্লাহও আপনাকে ক্ষমা করে দিবেন।
১৫. আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার নামে গী'বত করবেন না। কারন আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি।

আল্লাহর কাছে আকুলতা, আল্লাহ যেন আমাদের ইমানের সহিত ক!লিম! উচ্চারণের মাধ্যমে শ'হী'দি মৃ'ত্যু দান করেন। আমিন।
- লেখা : সংগৃহীত !

06/06/2025

আমরা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যতটা চিন্তিত কিন্তু নিশ্চিত মৃত্যু নিয়ে ততটা চিন্তা করি না।

হায়রে দুনিয়া 😥

03/06/2025

টাকার অভাবে... ৭ দিনের বদলে ৩ দিনের ঔষধ নিয়ে ফার্মেসী থেকে বাড়ি ফেরা মধ্যবিত্ত বাবার সন্তানটি জানে বাস্তবতা কত কঠিন..! 😥

Address

Puran Bogra
5810

Telephone

+8801762651510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Neutral Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neutral Mehedi:

Share