Shabbir Khan Bir

Shabbir Khan Bir Name: Shabbir Khan Bir. Father: Sekendar Ali (Pramanik). Mother:Saheda Begum.

ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্য...
15/07/2025

ম্যাডামঃ – বাচ্চারা, বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে?

ছাত্রছাত্রীরা সকলে মিলে একসঙ্গে – পদ্মা নদীর উপরে ম্যাম।

ম্যাডামঃ - ভূল, বুড়িগঙ্গা নদীর উপর!

সমস্ত ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়ল এবং তারা তাদের বাড়িতে গিয়ে এটা জানালো। পরের দিন, সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলো যে স্কুলে ভুল শেখানো হচ্ছে।

প্রধান শিক্ষক – সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার বকেয়া ফি জমা দিতে হবে, যা গত ছয় মাস ধরে কেউ দেননি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি। ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু বুড়িগঙ্গার উপরই থাকবে... 😀

11/07/2025

শুক্রবার,,
মানসিক অ'শান্তিতে ভুগছে, নীরবে কষ্ট পাচ্ছে, কান্না করছে এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুক। সবার দোয়াগুলো আল্লাহ কবুল করুক।
আমিন!🖤

29/06/2025

অতিরিক্ত ম্যাচুরিটি দেখাতে গিয়ে জীবনে হাসি আনন্দ হারিয়ে ফেলবেন না! হাসতে ভুলে যাবেন না! আপনার করা বাচ্চামি গুলো সুন্দর। কারণ এগুলো আপনি বেখেয়ালে করেন! নিজের আপন সত্ত্বাকে অনুসরণ করুন! আপনি যেমনই হোন আপনি ঠিক আছেন!❤️😊

27/06/2025

বর্তমানে প্রতি ৫ জন মেয়ের মধ্যে ২ জন মেয়ে Anuptaphobia এর স্বীকার হয়ে থাকে। অর্থাৎ এই জিনিসের ভয় "যে তার হয়তো কোনো দিন বিয়ে হবে না, আর হলেও হয়তো তার ভুল মানুষের সাথে বিয়ে হবে"

আর তাদের ভিতর এমন Phobia থাকার কারণ হলো তারা এমন কোন কাপলকে দেখেছে যারা কিনা সবসময় ঝ'গ"ড়া করে কিংবা তাদের মাঝে বিভেদ লেগে
থাকে! সোশাল মিডিয়ায় প্রকাশিত অহরহ বিচ্ছেদের ঘটনাও তাদের ভিতর এমন ভয় সৃষ্টি করেছে!

© Asiqur Rahman

22/06/2025

এইচএসসি এক পরিক্ষার্থী দেখলাম পরীক্ষা দিয়ে আসতে যেতে চার ঘন্টা লাগবে বলে, চারঘন্টা কাভারেজ দিবে এমন সানস্ক্রিন খুঁজছে

আর আমাদের সময় চারঘন্টা কাভারেজ দিবে এমন দোয়া-দরুদ খুঁজতাম হুজুরদের কাছে 🙂

18/06/2025

আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কি কি বলা হয়, তাহলে আপনি অনেকের সাথে হেঁসে কথা বলা বাদ দিতেন!❤️

হঠাৎ শিবগঞ্জ মুগ্ধ স্কয়ার গরমের তীব্রতা মরুভূমি হয়ে গেছে। যে গরমের অবস্থা তুষার পাত দেখা যাবে কবে।🤔🙄
17/06/2025

হঠাৎ শিবগঞ্জ মুগ্ধ স্কয়ার গরমের তীব্রতা মরুভূমি হয়ে গেছে। যে গরমের অবস্থা তুষার পাত দেখা যাবে কবে।🤔🙄

16/06/2025

ঈদের পরপরই খুবই ক্লোজ ‘বন্ধুর‘ বিয়ের দাওয়াত পেলাম। একা যেতে ভালো লাগবে না ; তাই সার্কেলের আরো ৫-৬ জনসহ যাওয়ার প্লান করেছিলাম।

পরে জানলাম; ঐ কয়েকজনের ২ জনের বিয়ে আর ১ জনের নাকি Engagements….।

গতকালকে আরেকজন বন্ধুর সাথে এই দুঃখের কাহিনী বললাম। সে বললো, "বন্ধু, কিছু মনে করিস না। কালকে আমারও আকদ। ছোটো পরিসরে আয়োজন তাই জানাইনি।"।

বগুড়া এসপি ব্রিজ যেন এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। ❤️‍🩹
15/06/2025

বগুড়া এসপি ব্রিজ যেন এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। ❤️‍🩹

15/06/2025

ফেসবুক বিরক্ত লাগলে যেমন আইডি ডিএক্টিভ করে ফেলা যায়,তেমনি নিজেকে বা দুনিয়ার সব বিরক্ত লাগলে তখন নিজেকে 'ডিএক্টিভ' করা গেলে ভালো হইতো! ❤️

শিবগঞ্জে অবস্থিত | এইটা আসলে কোন জায়গা? #শিবগঞ্জ  #বগুড়া  #বিহার  #ধাপ
15/06/2025

শিবগঞ্জে অবস্থিত | এইটা আসলে কোন জায়গা?

#শিবগঞ্জ #বগুড়া #বিহার #ধাপ

13/06/2025

এই অসাধারণ আবহাওয়া কিন্তু সামার লাভারদের কোনো সাড়াশব্দ নেই কেনো? চুপিচুপি এনজয় করবেন না, জনসমক্ষে আসুন, আপনাদেরই তো সময়!'🙂

Address

Bogura
Puran Bogra
5810

Alerts

Be the first to know and let us send you an email when Shabbir Khan Bir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share