Md Golam Nabi sarker

Md Golam Nabi sarker Digital Bangladesh,,
Digital service,,,
✌️😊

**🚨 জরুরি দাবি 🚨****বগুড়ায় হোক ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল: জেনে নিন কেন এটি জরুরি!**  চীনের সহায়তায় বাংলাদেশ পাচ্ছে একট...
16/04/2025

**🚨 জরুরি দাবি 🚨**
**বগুড়ায় হোক ১০০০ শয্যার আধুনিক হাসপাতাল:
জেনে নিন কেন এটি জরুরি!**

চীনের সহায়তায় বাংলাদেশ পাচ্ছে একটি আধুনিক **১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল**। এই হাসপাতালটি যদি **বগুড়া জেলায়** স্থাপন করা হয়, তাহলে উত্তরাঞ্চলের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে। নিচে বগুড়াকে প্রাধান্য দেওয়ার যুক্তিগুলো দেখুন:

# # # ✅ **কেন বগুড়ায় এই হাসপাতাল গুরুত্বপূর্ণ?**
**📍কেন্দ্রীয় অবস্থান**: (Gateway to North Bengal) বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এখানে হাসপাতাল স্থাপন করলে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহের মানুষও সহজে সেবা পাবে। - ১০০ কিলোমিটার রেডিয়াসে প্রায় ৩ কোটি মানুষের সেবা দিতে পারবে।

**⚕️ স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র:**
- উত্তরবঙ্গে প্রতি ১০,০০০ জনে মাত্র ৩.২টি হাসপাতাল শয্যা (জাতীয় গড় ৫.১)
- বর্তমানে জটিল রোগীদের ৭২% ঢাকামুখী

**অতিরিক্ত চাপ কমবে**: বর্তমানে উত্তরাঞ্চলের রোগীদের রাজধানী বা বড় হাসপাতালগুলোর উপর নির্ভর করতে হয়। বগুড়ায় আধুনিক সুবিধা চালু হলে ঢাকা হাসপাতালগুলোর চাপ কমবে।

**🚦যোগাযোগ সুবিধা**: বগুড়ায় সড়ক, রেল ও আকাশপথে (বগুড়া বিমানবন্দর) উন্নত সংযোগ থাকায় দ্রুত অ্যাম্বুলেন্স ও রেফারেল সেবা দেওয়া সম্ভব।

**শিল্প ও অর্থনৈতিক কেন্দ্র**: বগুড়া শিল্প-কারখানা ও কৃষি অঞ্চল হওয়ায় শ্রমিক ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বেশি। একটি বিশেষায়িত হাসপাতাল এখানকার জনগণের জন্য অপরিহার্য।

**মেডিকেল শিক্ষার সম্প্রসারণ**: বগুড়ায় মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট থাকায় এই হাসপাতাল চিকিৎসা শিক্ষার্থীদের জন্য হ্যান্ডস-on ট্রেনিং সেন্টার হিসেবে কাজ করবে।

**💡 অতিরিক্ত সুবিধা:**
- সীমান্তবর্তী জেলাগুলোর জন্য আন্তর্জাতিক মানের সেবা

# # # **📢 আমাদের দাবি**
সরকারের প্রতি অনুরোধ, **এই হাসপাতালটি বগুড়ায় স্থাপন করে উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করুন**। এটি শুধু বগুড়াবাসীর নয়, সমগ্র উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ!

** #বগুড়ায়_১০০০_শয্যার_হাসপাতাল #উত্তরবঙ্গের_স্বাস্থ্য_অধিকার**
** #বগুড়ায়_হাসপাতাল_চাই
# #স্বাস্থ্য_মন্ত্রণালয়

🔄 শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ দিন!
📌 আপনার মতামত কমেন্টে জানান।

▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ 🅱🆁🅴🅰🅺🅸🅽🅶 🅽🅴🆆🆂█ ▇ ▆ ▅ ▄ ▂ ▁সেলস অফিসার পদের জন্য রিমার্ক এইচবি লিমিটেড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।জরুর...
14/08/2024

▁ ▂ ▄ ▅ ▆ ▇ █ 🅱🆁🅴🅰🅺🅸🅽🅶 🅽🅴🆆🆂█ ▇ ▆ ▅ ▄ ▂ ▁
সেলস অফিসার পদের জন্য রিমার্ক এইচবি লিমিটেড এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: সেলস অফিসার
কোম্পানির নাম: রিমার্ক এইচবি লিমিটেড
কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থান
যোগ্যতা:
- ন্যূনতম এইচএসসি পাস অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
- সেলস বা মার্কেটিংয়ে ১-২ বছর কাজ করার অভিজ্ঞতা।
- সেলস বেইজড মোবাইল সফটওয়্যার ব্যবহারে সাধারণ দক্ষতা।
- নিজ উদ্যোগী হয়ে কাজ করার মানসিকতা।
বেতন ও সুযোগ-সুবিধা:
- আকর্ষণীয় বেতন ১২,০০০/- থেকে ১৫,০০০/- (অভিজ্ঞতা মান বিবেচ্য)
- টিএ/ডিএ
- মোবাইল বিল
- বিক্রয়ের উপর কমিশন ভিত্তিক ইনসেনটিভ
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদেরকে নিন্মক্ত ইমেইল এ সিভি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন হলে সরাসরি প্রদত্ত মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: 31 আগষ্ট 2024
যোগাযোগ:
রিমার্ক এইচবি লিমিটেড
সেলস অপারেশন বিভাগ
ইমেইল: [email protected]
মোবাইল: 01713053409 (হোয়াটসঅ্যাপ)

10/03/2024

নিয়োগ বিজ্ঞপ্তি,,এটিএম অপারেটর বেতন ১১/১২ হাজার,
ওভার টাইম পাবে ৫০০০/মোবাইল বিল ৪০০ টাকা
এইচএসসি পাশ হলেই হবে।জবটা ঢাকাতে কেউ থাকলে আমার মেইল এ মেইল পাঠালেই হবে।

04/08/2023

অনেক সুন্দর একটা মুহূর্ত,,, 😇🥰

29/07/2023

আমাদের প্রাণের যমুনা সেতু ,,, উত্তরবঙ্গের প্রবেশমুখ ,,, 🥰

Address

Puran Bogra

Telephone

+17728254338

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Golam Nabi sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Golam Nabi sarker:

Share