Ruhul It solution

Ruhul It solution Hi I,m Ruhul amin. I,m Professional Digital merketer.I can provide right Solution for your Business
(1)

পকেট ভর্তি টাকা  থাকলে চরিত্র হীন মানুষ ও চরিত্র বান হয়ে যায়, আর টাকা  না থাকলে  মূল্যবান মানুষ ও মূল্য হীন হয়ে যায়। তাই...
02/06/2024

পকেট ভর্তি টাকা থাকলে চরিত্র হীন মানুষ ও চরিত্র বান হয়ে যায়, আর টাকা না থাকলে মূল্যবান মানুষ ও মূল্য হীন হয়ে যায়। তাই সময় কাজে লেগে পরুন যতখোন সফল না হতে পারেন চেষ্টা করে যান সফলতা একদিন না একদিন ধরা দিবে ইনশাআল্লাহ।
আপনি ক্যারিয়ার হিসেবে বেঁচে নিতে পারেন!
👉 Digital marketing
👉 Graphics design
👉 website design

ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধানের ধাপ:১. সমস্যা নির্ণয়:প্রথমে, আপনার মনিটাইজেশন অ্যাকাউন্টে কোন ধরণের সমস্যা হচ্ছে...
17/05/2024

ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু সমাধানের ধাপ:
১. সমস্যা নির্ণয়:
প্রথমে, আপনার মনিটাইজেশন অ্যাকাউন্টে কোন ধরণের সমস্যা হচ্ছে তা সঠিকভাবে বের করুন।
ফেসবুকের অ্যাকাউন্ট কোয়ালিটি টুলস ব্যবহার করে আপনি আপনার পেজের স্ট্যাটাস চেক করতে পারেন। এটি আপনাকে নির্দিষ্ট সমস্যা সম্পর্কে ধারণা দেবে।
মনিটাইজেশন রিস্ট্রিকশন নোটিফিকেশন রিভিউ করুন। এতে সমস্যার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকতে পারে।
ফেসবুক বিজ্ঞাপন নীতিমালা পুনরায় পড়ুন। নিশ্চিত করুন যে আপনার বিষয়বস্তু নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ।
২. সমাধান:
সমস্যা নির্ণয়ের পর, আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নীতি লঙ্ঘনের ক্ষেত্রে, আপনাকে আপনার বিষয়বস্তু নিয়ে আবেদন করতে হবে যাতে এটি নীতিমালার সাথে মানানসই হয়।
অন্যান্য সমস্যা সমাধানের জন্য, ফেসবুকের সাহায্য কেন্দ্র (https://www.facebook.com/help) অথবা ফেসবুক বিজ্ঞাপন সহায়তা (https://www.facebook.com/help/769828729705201) ব্যবহার করুন।
৩. আপিল:
আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট ভুলভাবে লক করা হয়েছে, তাহলে আপনি আপিল করতে পারেন।
কিছু টিপস:
ফেসবুকের নীতিগুলি মেনে চলুন: নীতি লঙ্ঘন এড়াতে নিয়মিত ফেসবুক বিজ্ঞাপন নীতি আপডেটগুলি পরীক্ষা করে দেখুন।
আপনার বিষয়বস্তুর মান উন্নত করুন: আকর্ষণীয় এবং মূল্যবান বিষয়বস্তু তৈরি করুন যা আপনার লক্ষ্য দর্শকদের কাছে প্রাসঙ্গিক।
ধৈর্য ধরুন: মনিটাইজেশন রিভিউ প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে।
মনে রাখবেন:
ফেসবুক যেকোনো সময় তার নীতি পরিবর্তন করতে পারে।
নীতি লঙ্ঘনের কারণে আপনার মনিটাইজেশন অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া যেতে পারে।
প্রয়োজনীয় কিছু লিঙ্ক:
ফেসবুক অ্যাকাউন্ট কোয়ালিটি টুলস: https://www.facebook.com/business/help/484519242313131
ফেসবুক বিজ্ঞাপন নীতিমালা: https://www.facebook.com/business/help/488043719226449
ফেসবুক হেল্প সেন্টার: https://www.facebook.com/help
ফেসবুক বিজ্ঞাপন সহায়তা: https://www.facebook.com/help/769828729705201

আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে:চাহিদা কমবে -1) ডেটা এন্ট্রি (Data Entry)2) প্রশাসনিক ও নির্বাহী কাজ (...
07/05/2024

আগামী পাঁচ বছরে যেসব দক্ষতার চাহিদা বাড়বে ও কমবে:
চাহিদা কমবে -
1) ডেটা এন্ট্রি (Data Entry)
2) প্রশাসনিক ও নির্বাহী কাজ (Administrative Jobs)
3) হিসাবরক্ষণ ও পে রোলের করণিক কাজ (Payroll)
4) নিরীক্ষা (Audit)
5) কারখানা শ্রমিকের কাজ (Factory Labor)
চাহিদা বাড়বে -
1) তথ্য বিশ্লেষণ (Data Analysis)
2) কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র শিক্ষণ (Artificial Intelligence & Machine Learning)
3) বিগ ডেটা স্পেশালিস্ট (Big Data Specialist)
4) ডিজিটাল মার্কেটিং ও কৌশল বিশেষজ্ঞ (Digital Marketing Specialist)
5) প্রক্রিয়া অটোমেশন (Process Automation/Excellence)
it

"ঈদ মোবারক" 🌙⭐ঈদ আপনার জন্য আনন্দ, শান্তি ও সমৃদ্ধ বয়ে আনুক। 🤲🤲এই খুশির দিনে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শু...
10/04/2024

"ঈদ মোবারক" 🌙⭐
ঈদ আপনার জন্য আনন্দ, শান্তি ও সমৃদ্ধ বয়ে আনুক। 🤲🤲
এই খুশির দিনে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা।






➡️সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মত কাউকে পাবেন না। কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে, সব ভাল...
26/03/2024

➡️সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মত কাউকে পাবেন না।

কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে,
সব ভালোবাসার রিপ্লাই দেয়ার সময়ও পাবেন না।
সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালোবাসতে হয়,
কষ্টের উপর কষ্ট রেখে, দাঁতে দাঁত চেপে জেদ করে শুধু লেগে থাকতে হবে টার্গেট পূরণের আশায়।

আজ যারা বলছে :
"তোমাকে দিয়ে আর কিছুই হবে না",
কাল আপনি সফল হলে পরশু আবার তারাই বলবে
"জানতাম তোমাকে দিয়েই হবে!


15/03/2024

আজ পবিত্র রমজানের প্রথম জুম্মা
সবাইকে জুম্মা মোবারক ❤️

আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা, সহানুভূতি এবং আল্লাহর রহমত ভরা রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক!
11/03/2024

আপনাকে এবং আপনার পরিবারকে ভালোবাসা, সহানুভূতি এবং আল্লাহর রহমত ভরা রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক!

ঘুমানোর আগে নিচের ৫ টি কাজ করুন:👇👇১.  রাতেই তালিকা করুন, আগামীকাল সারা দিনে কী করবেন। টুকে রাখুন। তাতে আপনার কাজের ‘প্রো...
07/03/2024

ঘুমানোর আগে নিচের ৫ টি কাজ করুন:👇👇

১. রাতেই তালিকা করুন, আগামীকাল সারা দিনে কী করবেন। টুকে রাখুন। তাতে আপনার কাজের ‘প্রোডাক্টিভিটি’ বাড়বে।

২. ঘুমানোর আগে চলে যাওয়া দিনের ছোট্ট একটা ‘পর্যালোচনা’ করার অভ্যাস করেন।

৩. ব্যস্ততম জীবনে দিনে আমাদের অনেকেরই বই পড়ার সময় হয় না। সে ক্ষেত্রে রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়ুন।

৪. প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন তিনটি পয়েন্ট লিখুন, যেগুলো নিয়ে আপনি কৃতজ্ঞ।

৫. রাতে ঘুমানোর আগে একটু ধ্যানও করতে পারেন। এতে আপনার শরীর, মন দুই–ই শিথিল হয়ে যায়।

ফ্রিল্যান্সার হিসাবে আত্মনির্ভরশীল হিসাবে প্রতিষ্ঠা করুন |বর্তমানে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত। যুবক-যুবতীরা বেকার...
06/03/2024

ফ্রিল্যান্সার হিসাবে আত্মনির্ভরশীল হিসাবে প্রতিষ্ঠা করুন |

বর্তমানে চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত। যুবক-যুবতীরা বেকারত্বের পরিবেশে বিচরণ করছে। সরকারি চাকরি তো দূরের কথা, বেসরকারি চাকরির খবর খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া গেলে সেখানে সীমাহীন অদম্য শ্রম মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করে।

তবে এ অবস্থায় তরুণ-তরুণীরা স্বাবলম্বী হয়ে স্বাধীনভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজ বেছে নিতে পারেন। ফ্রিল্যান্সিং এর প্রধান সুবিধা হল আপনাকে ডোমেইন করার বা আপনার মাথায় শাসন করার জন্য কোন বস থাকবে না। আপনি স্বাধীনভাবে যে কাজ করতে পারেন তা করতে পারেন।
ইন্টারনেট বেস –
গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ অর্ডার করবেন। ফ্রিল্যান্সাররা ইন্টারনেটের মাধ্যমে বাড়ি থেকে সেই কাজের জন্য অর্ডার নেবে এবং কাজ সম্পন্ন করবে। তার অর্থ ইন্টারনেট পরিষেবা প্রয়োজন। মোবাইল কাজ করবে। তবে ডেস্কটপ বা ল্যাপটপ থাকলে খুব ভালো হয়।

স্বাধীনতা-
স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং করা যায়। আপনি যে কাজটি ভাল বা যে কাজের প্রতি আপনার আবেগ রয়েছে তা করতে পারেন।

Lets growing
28/02/2024

Lets growing

My New Logo Design.✨🌸
27/02/2024

My New Logo Design.✨🌸

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে,যে বিষয় গুলো  মনে রাখতে হবেঃ✅ উচিৎ🤷‍♀️➡️অ্যাঙ্গেজ করুন! কনভার্সেশন, কানেকশন তৈরি করে➡...
19/02/2024

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে,যে বিষয় গুলো মনে রাখতে হবেঃ

✅ উচিৎ🤷‍♀️

➡️অ্যাঙ্গেজ করুন! কনভার্সেশন, কানেকশন তৈরি করে
➡️ব্র্যান্ডিং, লং টার্মের প্ল্যানিং; শর্ট টার্মের জন্য নয়
➡️কনসিসটেন্সি, ট্রাস্ট তৈরি করে
➡️ফিউচার অব কন্টেন্টঃ ভিডিও কন্টেন্ট ফরম্যাট
➡️কন্টেন্ট, প্রোডাক্ট, সার্ভিস, স্ট্র্যাটেজি; এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করুন
➡️অডিয়েন্সকে বুঝতে পারলে, পণ্য সেল হয়েই গেছে; ধরে নেয়া যায়

✅ অনুচিত💁‍♀️

➡️অডিয়েন্সকে সময় দেবেন না, অডিয়েন্স আপনাকে সময় দেবে না
➡️সেলস মেসেজ আর ভ্যালুকে; একসাথে গুলিয়ে ফেলা যাবে না
➡️ট্রেন্ড, ইম্পোর্টেন্ট নয়; নিশ/ইন্ডাস্ট্রি বেইজড ট্রেন্ড ইম্পোর্টেন্ট

সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে; সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে দক্ষ হতে হবে! আর সেজন্য, খেয়াল রাখতে হবে; কীভাবে শিখছেন আর কী কী শিখছেন!

#সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন নাকি শিখতে চাইছেন? 🫵

Address

Bogura
Puran Bogra
5800

Telephone

+8801983112320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul It solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share