24বিডি

24বিডি 24BD is a news sharing page, here the latest breaking news from all print and electronic media is shared. Stay with us. Thank you

01/01/2026

2026
ইংরেজী বর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ

01/01/2026

“খ্রিষ্টাব্দ 2026” নতুন বছরে ভ্রমন পিপাসু মানুষদের শুভেচ্ছা
“শুভ নবনর্ষ”

পৃথিবীর সৌন্দর্য উপভোগের সুযোগ আসুক সবার জীবনে ,
“বিশ্বের দর্শনীয় স্থান, “নতুন দেশ, নতুন সংস্কৃতি, পাহাড়, সমুদ্র, ঐতিহ্য আর নগর সৌন্দর্য উপভোগের এক নতুন যাত্রা বয়ে আনুক জীবনের সেরা উপহার হিসেবে।

28/12/2025

News

25/12/2025

বগুড়া-৭ আসনে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন

গাবতলী–শাজাহানপুর (বগুড়া-৭) সংসদীয় আসনে
🇧🇩 বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
মনোনয়নপত্র উত্তোলন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন সহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

#বেগম_খালেদা_জিয়া #বগুড়া৭ #গাবতলী_শাজাহানপুর

ভিন্ন ভিন্ন দেশে জন্ম হলেও হৃদয়ে বাংলাদেশ,বাংলাদেশ ফুটবল টিম বর্তমানে দেশের গর্বBogura - বগুড়া Bangladesh Football Feder...
20/11/2025

ভিন্ন ভিন্ন দেশে জন্ম হলেও হৃদয়ে বাংলাদেশ,
বাংলাদেশ ফুটবল টিম বর্তমানে দেশের গর্ব

Bogura - বগুড়া Bangladesh Football Federation foot24 FIFA World Cup FIFA Women's World Cup

নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর টেস্টের দ্বিতী...
20/11/2025

নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমে প্রথম ওভারে কোনো রান নেননি এই ব্যাটার। তবে দ্বিতীয় ওভারেই কাঙ্খিত সেই শতক তুলে নেন মুশফিক।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মূল আকর্ষণে ছিলেন এই ক্রিকেটার। শততম টেস্টে শতকের দ্বারপ্রান্তে থাকায় সবার নজরে ছিলেন তিনি। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেঞ্চুরি পূরণ করেন দিনের দ্বিতীয় ওভারে।

এর আগেও ১২টি সেঞ্চুরি করেছেন মুশফিক। সেসবের তিনটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে আজ করা ১৩তম সেঞ্চুরি নিশ্চিতভাবেই সবচেয়ে আলাদা। ১৯৫ বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম এই ব্যাটার।
টেস্টে ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক করলেন মুশফিক। এর আগে শততম টেস্টে শতক হাঁকানো শেষ ব্যাটসম্যান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই অজি তারকা।

অন্যদিকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ ক্রিকেটে তিনিই প্রথম এই মাইলফলকে। এশিয়ায় মুশফিক ছাড়াও আরও ২৫ জন গড়েছেন এই রেকর্ড।
এর আগে, গতকাল বাংলাদেশ প্রথম দিনের দিনের খেলা শেষ করেছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)।

তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। পরে নাজমুল হোসেন শান্ত নেমে ভালো করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন।
পরে লিটন দাস ক্রিজে নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দেন। তাদের দুজনের দারুণ জুটিতে প্রথম দিন শেষে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

Bogura - বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম প্রেমী Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell Dhunat Barta (ধুনট বার্তা) Agamir Bangladesh Bangladesh Cricket : The Tigers Cricket on Facebook ICC - International Cricket Council ICC Cricket World Cup BBC News

৬১ তম জন্মদিনে "তারেক রহমান"কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন      BNP Media Cell Bogur...
20/11/2025

৬১ তম জন্মদিনে "তারেক রহমান"কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে
শুভেচ্ছা ও অভিনন্দন

BNP Media Cell Bogura - বগুড়া Yunus Centre

19/11/2025

বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত Part 9

19/11/2025

বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত Part 6

19/11/2025

দেশ নেত্রী বেগম খালেদা জিয়া'র ধানের শীষ কে বিপুল পরিমাণ ভোট দিয়ে বিজয় নিশ্চিতের আহ্বান জানালেন: জননেতা এনামুল হক শাহীন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শাজাহানপুর–গাবতলী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কার পক্ষে প্রচারণা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চোপিনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিহিগ্রাম এ ডি ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা,শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি

জননেতা এনামুল হক শাহিন।

তাঁর বক্তব্যে তিনি বলেন, অতীতের সব রেকর্ড ভেঙ্গে বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ–সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, জেলা বিএনপির সদস্য ও সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ,আবু শাহিন সানি,কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক।

আরো উপস্থিত ছিলেন যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক রিপন,উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, স্বেচ্ছাসেবকদল সভাপতি আজাদুল রহমান আজাদ, উপজেলা তাঁতি সভাপতি লিটন আহমেদ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি কহিনুর আক্তার ,মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার সম্পদ, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর মির্জা এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল, মহিলাদলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

সভায় সভাপতিত্ব করেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর কাদের মন্টু এবং সঞ্চালনায় করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার।

আহ্বানের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম বুদ্ধি।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলের সাফল্য নিশ্চিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।

03/11/2025

বগুড়া সহ বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭ আসনে নিজেদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলোর কিছু শরিকদের ছাড়বে দলটি। এছাড়া কিছু আসনে প্রার্থী বাছাইয়ে জটিলতা থাকায় তা স্থগিত রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পরে আগামী ২০২৬ সালের ফেব্র্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা ইতিমধ্যে সারাদেশে সব ইউনিটে কাজ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা দিতে যাচ্ছি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের মধ্যে যেসব আসনে তাদের প্রার্থী দিতে চান সেখানে আমরা প্রার্থী দিইনি। তারা এসব আসনে প্রার্থী ঘোষণা করবেন।

বিএনপি মহাসচিব জানান, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

ঘোষিত তালিকা অনুযায়ী বগুড়া বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা
বগুড়া-৬ (সদর) : তারেক রহমান, বগুড়া-৭( গাবতলী ও শাজাহানপুর): বেগম খালেদা জিয়া,বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম , বগুড়া-২: স্থগিত (পরে ঘোষণা করা হবে), বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার , বগুড়া-৪: মোশাররফ হোসেন
বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ আসনে লড়বেন।

এছাড়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যেএবার তরুণ ও ছাত্রদলের সাবেক নেতাদের অনেককেই প্রার্থী করেছে বিএনপি। বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ধারণা করা হচ্ছে, জোটের প্রার্থীদের জন্য এসব আসন ছেড়ে দেওয়া হতে পারে। এর মধ্যে ঢাকার ৭, ৯, ১০ ও ১৩ আসনও রয়েছে।

দৈনিক বগুড়া বুলেটিন দৈনিক মানবাধিকার ক্রাইম বার্তা স্বদেশ বিডি.টিভি - Swadeshbd.tv রেজওয়ানুল হক শাহিন ঢাকা নিউজ সোনাতলা সংবাদ ARS Trading Corporation BD ডাক্তার তানিয়া সুলতানা

#রাজনীতিরখবর #বাংলাদেশ #বগুড়া #বিএনপি #জামায়াত #নির্বাচন

Address

Bangladesh � � �
Puran Bogra
1201

Alerts

Be the first to know and let us send you an email when 24বিডি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24বিডি:

Share