Bogura Post

Bogura Post Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bogura Post, News & Media Website, Puran Bogra.

10/05/2025

বগুড়ায় আওয়ামী লীগ নেতার ছেলে অতিরিক্ত পুলিশ সুপারের ইন্ধনে জমি দখল

12/01/2025

রক্তের প্রয়োজন। দয়া করে একটু চেষ্টা করুন।

💁রোগীর সমস্যা:- সিজারিয়ান অপারেশন।
🔴রক্তের গ্রুপ:- AB+
💉রক্তের পরিমাণ:- ২ ব্যাগ
📆রক্তদানের তারিখ:- আজ।
🏥রক্তদানের স্থান:- মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া।
যোগাযোগ : 01738-007786

খালেদ হাসান
07/01/2025

খালেদ হাসান

তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মিথ্যা মামলায় শিকার।

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার খালেদ হাসানের বিরুদ্ধে পুলিশের মিথ্যা ও ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সুষ্ঠ তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি✊✊

তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মিথ্যা মামলায় শিকার।কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈ...
07/01/2025

তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মিথ্যা মামলায় শিকার।

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার খালেদ হাসানের বিরুদ্ধে পুলিশের মিথ্যা ও ভিত্তিহীন মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সুষ্ঠ তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি✊✊

বগুড়ায় বিজয় দিবসে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের শ্রদ্ধা নিবেদন আজাদুর রহমান, বগুড়া।বগুড়ায় বিজয় দিবসে জাতীয...
16/12/2024

বগুড়ায় বিজয় দিবসে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের শ্রদ্ধা নিবেদন

আজাদুর রহমান, বগুড়া।

বগুড়ায় বিজয় দিবসে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দল (রেজি: নং ২১৪৫) এর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের এই দিনে সকাল ৮ টায় শহরের মুক্তির ফুলবাড়ী শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন সুলতান, লিটন শেখ বাঘা, জহুরুল ইসলাম, সভাপতি জিল্লুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পুটু, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, সড়ক সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক আফতাব হোসেন, রমজান আলী, সদস্য জাহিদুল ইসলাম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আনজু মোল্লা, সুমন, রিদয় হোসেন, সিদ্দিক হোসেন, মোফা প্রামানিক, রশিদুল ইসলাম প্রমুখ।

আজাদুর রহমান
জেলা প্রতিনিধি, বগুড়া।
দৈনিক আজকের প্রত্যাশা
01775330065

10/11/2024

আগামীকাল বগুড়ায় এ পজেটিভ রক্ত প্রয়োজন। পরিমাণ ১ব্যাগ। যোগাযোগ +880 1731-557228
+880 1303-294629

অনেককেই আমরা অনেক ভাবে সহযোগিতা করে থাকি এই গরীব অসহায় পরিবারের সন্তানকে বাঁচাতে আপনিও এগিয়ে আসুন। সহযোগিতা করতে নিচের দ...
11/09/2024

অনেককেই আমরা অনেক ভাবে সহযোগিতা করে থাকি এই গরীব অসহায় পরিবারের সন্তানকে বাঁচাতে আপনিও এগিয়ে আসুন। সহযোগিতা করতে নিচের দেয়া নগদ নাম্বারে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
নগদ-০১৭৫০-০৬৫৯২১

12/07/2024

বগুড়ার শেরপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মোঃ আব্দুল কাদের মজনু
স্টাফ রিপোর্টার

বগুড়ার শেরপুরে পারিবারিক কলোহের জের ধরে সুফিয়া বেগম (৩৫) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গড়েরবাড়ী গ্রামের লিটন মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম।

স্থানীয়রা জানান, লিটন পেশায় চাতাল শ্রমিক। পারিবারিক কলহ প্রায় লেগেই থাকত তাদের মধ্যে। গত বুধবার সকালে লিটন তার স্ত্রী সুফিয়া বেগমকে পারিবারিক কলহের জের ধরে মারধর করে চাতালে চলে যায়। পরে দুপুরে এসে আবারও স্ত্রী সুফিয়া বেগমকে মারধর করে স্বামী লিটন চাতালে চলে যায়। এতে সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা যায়।
ছেলে সুবর (১৪) জানান, বাবা মাকে মারধর করে চাতালে চলে যায়। এরপর মা প্রতিবেশীদের বাড়ী থেকে গ্যাসট্যাবলেট নিয়ে খায়। পরে অসুস্থ হলে আমরা হাসপাতালে নেই। হাসপাতালে নেওয়ার সময় মা বলছিল আমি গ্যাসট্যাবলেট খেয়েছি আমাকে আর বাঁচাতে পারবেনা।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌তে ...
12/07/2024

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার

বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌তে থাকা একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌নে‌র মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুই জন। বৃহস্প‌তিবার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টায় উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়নের ধড়‌মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়‌কে এ ঘটনা‌টি ঘ‌টে।

নিহতরা হ‌লেন, সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রা‌মের ও‌লিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছে‌লে সাইফুল ইসলাম (৪) ও সিএসজি ড্রাইভার ননাসিম হোসেন (৩০)। সে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে। আহতরা হ‌লেন, শেরপু‌রের গোলাম (৫০)ও কাওছার আলী।

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অ‌টোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন।

শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম ব‌লেন, দ‌ুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গে‌ছেন। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের পরিবারের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক রয়েছে।

শেরপুরে কিশোর তামিম কে ধর্ষনের পর হত্যা \ মুল আসামী আটকমোঃ আব্দুল কাদের মজনু স্টাফ রিপোর্টার বগুড়ার শেরপুরের দক্ষিন আমইন...
12/07/2024

শেরপুরে কিশোর তামিম কে ধর্ষনের পর হত্যা \ মুল আসামী আটক

মোঃ আব্দুল কাদের মজনু
স্টাফ রিপোর্টার

বগুড়ার শেরপুরের দক্ষিন আমইন এলাকায় স্কুল ছাত্র তামিম হত্যার ঘটনায় ডিবি ও থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জুলাই শুক্রবার ভোর রাতে হত্যার আসামী এমদাদুল হক (২২) কে আটক করেছে ।
জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিন আমইন গ্রামের মো. খাদেমুল ইসলামের ছেলে এমদাদুল হক একই গ্রামের জনৈক মান্নানের পুকুর গরুর খামার দেখাশোনা করে। গত ১০ জুলাই সকাল সাড়ে ৭ টার দিকে নিহত তামিম ওই পুকুরপাড় থেকে কিছু মাছের খাবার নেয়। বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে তাকে ধর্ষনের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় তাকে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। সেই ভয়ে তামিম তার অনৈতিক প্রস্তাবে রাজি হয়। পরে পাড়ের একটি ঘরে শিশুটিকে ধর্ষন করলে তার মলদ্বার ফেটে গিয়ে রক্ত বের হয়। তখন তামিম চিৎকার করলে ধর্ষক তার গলা চিপে ধরে। এতেও তামিম চিৎকার না থামালে গলায় রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। পরে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে ওই পুকুর থেকে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় শেরপুর থানায় হত্যা মামলা দায়ের হলে ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে দক্ষিন আমইন এলাকার ওই পুকুরপাড় থেকে এমদাদুল কে আটক করা হয়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, আটকৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হত্যার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বগুড়ার শেরপুরে ঘরের মেঝের গর্ত থেকে ১৯টি বিষধর বাচ্চা উদ্ধারমোঃ আব্দুল কাদের মজনু স্টাফ রিপোর্টার বাড়ীতে ইঁদুরের গর্ত ভে...
11/07/2024

বগুড়ার শেরপুরে ঘরের মেঝের গর্ত থেকে ১৯টি বিষধর বাচ্চা উদ্ধার

মোঃ আব্দুল কাদের মজনু
স্টাফ রিপোর্টার

বাড়ীতে ইঁদুরের গর্ত ভেবে তেমন গুরুত্ব ছিলনা। দীর্ঘ কয়েকমাস পর সেই পাকা মেঝে সংস্কার করার সিদ্ধান্ত নেয়। সবাই ভেবেছিলেন গর্তের ভেতরে হয়তো ইঁদুরের বসবাস করে। কিন্তু সংস্কারকাজ করতে গিয়ে গর্তটির ভেতর বেরিয়ে আসে ১৯টি বিষধর সাপের বাচ্চা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী। সাপ নিয়ে আতঙ্ক থেকে স্থায়ীভাবে মুক্তি চান স্থানীয়রা। গতকাল বুধবার বিকেলে বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার হরিজনপল্লিতে এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের সহযোগিতায় এগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হেলাল বাঁশফোর নামর এক ব্যক্তির ঘর থেকে সাপের বাচ্চাগুলো বের হতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় কয়েকজন সাপের বাচ্চাগুলো মেরে ফেলার চেষ্টা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুমন জিহাদীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সভাপতি সোহাগ রায়ের সঙ্গে যোগাযোগ করে সাপগুলো উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়।
সোহাগ রায় বলেন, উদ্ধার ১৯টি সাপের বাচ্চার সব কটিই খৈয়া গোখরা প্রজাতির। এগুলোর বয়স এক মাস বলে ধারণা করা হচ্ছে।
খৈয়া গোখরার প্রজননকাল এপ্রিল থেকে জুলাই মাস। এ সময় এই সাপ সাধারণত ইঁদুরের গর্তে অনধিক ৩০টি ডিম দিয়ে থাকে। এদের বিষ শক্তিশালী সিনাপটিক নিউরোটক্সিন ও কার্ডিওটক্সিন–সমৃদ্ধ। এই সাপের বাচ্চার জন্ম থেকেই কার্যকর বিষগ্রন্থি থাকে। তাঁদের দাবি, এলাকায় আরও অনেক বিষধর সাপ আছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
মহল্লাটির বাসিন্দা খোকন দাস বলেন, গতকাল রাতে এলাকাটিতে ছোট-বড় একাধিক সাপ ঘোরাফেরা করতে দেখা গেছে।
শেরপুরের পরিবেশ প্রতিরক্ষা সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, এই সাপের বাচ্চার জন্ম থেকেই কার্যকর বিষগ্রন্থি থাকে। দংশনের ১৫ থেকে ১২০ মিনিটের মধ্যে বিষক্রিয়ার লক্ষণ প্রকাশ পায়। দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হলে রোগী সুস্থ হয়ে যায়।

কাজিপুরে বন্যার পানিতে ভাসছে ২০ শিক্ষা প্রতিষ্ঠানআব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার)উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্...
06/07/2024

কাজিপুরে বন্যার পানিতে ভাসছে ২০ শিক্ষা প্রতিষ্ঠান

আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার)উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৮ মিটার। এ পয়েন্টে নদীর পানি গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১২ মিটার। এ পয়েন্টে নদীর পানি ১২ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত জুন মাসের প্রথম থেকে যমুনা নদীতে পানি বাড়তো এবং কমতো। কিন্তু গত ২৭ জুন থেকে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বেড়ে চলেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
কাজিপুরের খাসরাজবাড়ী, তেকানি, চরগিরিশ, নিশ্চিন্তপুর, মাইজবাড়ী সহ নানাস্থানে দেখা দিয়েছে ভাঙন। আর বন্যার পানি প্রবেশ করেছে প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও অনেক প্রতিষ্ঠানে পানি প্রবেশের আশঙ্কা করা হচ্ছে। এসব প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা না করলেও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছেনা। বীরশুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদ জানান, বন্যার পানি আমাদের স্কুলে প্রবেশ করেছে। তারা আসলেও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না।
কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানান, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে আরও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকবে। পাঠদানও বন্ধ করতে হবে। তবে শিক্ষকদের মৌখিক নির্দেশনা দেওয়া আছে ঝুঁকি নিয়ে ক্লাস করার দরকার নেই। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে এবং প্রাণিসম্পদ অফিস তিনটি মেডিকেল টিম গঠন করেছে। প্রস্তুত রাখা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র ও মুজিব কেল্লাগুলো।

Address

Puran Bogra
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share