27/12/2025
#শীতেরসকাল #গ্রামীণজীবন #কৃষকজীবন #সবজি #গ্রামেরদৃশ্য #শীত #কৃষিকর্ম #ফসল #প্রকৃতিসৌন্দর্য
শীতের সকাল। গ্রামের আকাশ ধূসর-নীল মিশ্রিত, সূর্যের প্রথম আলো যেন মাটিকে হালকা সোনালি ছোঁয়া দিচ্ছে। অল্প ধোঁয়ার সাথে হালকা কুয়াশা ভিজিয়ে তুলেছে সবুজ মাঠকে। কৃষক তার হাল ও চাষের যন্ত্র নিয়ে মাঠে প্রবেশ করছেন। গ্রামের বাচ্চারা খেলতে খেলতে কিছু ছোট পুটি মাছ ধরছে।
মাঠের কাজের মধ্যে লুকিয়ে আছে গ্রামের জীবনের এক নতুন সূচনা—পরিশ্রম, মমতা, ফসলের আনন্দ এবং প্রকৃতির সঙ্গে মানুষের আন্তরিক সংযোগ। শীতের ভোর, গ্রামের কৃষক এবং তার সবজি যেন এক অন্য রঙের গল্প বলছে।