আগে নামাজ

আগে নামাজ আগে নামাজ পরে কাজ, নামাজ নিয়ে কোন অজুহাত নয়!
(2)

মা,বাবা খুন আপন একমাত্র ছেলের হাতে😭🤲🤲🤲বিস্তারিত :::ময়মনসিংহের ত্রিশালে নিজের মাকে গ*লা টি*পে ও বাবাকে কুড়াল দিয়ে কু*পি*য়...
09/10/2025

মা,বাবা খুন আপন একমাত্র ছেলের হাতে😭🤲🤲🤲

বিস্তারিত :::ময়মনসিংহের ত্রিশালে নিজের মাকে গ*লা টি*পে ও বাবাকে কুড়াল দিয়ে কু*পি*য়ে হ*ত্যা করেছে তাদেরই একমাত্র সন্তান। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজুকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে শোয়ার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে ম*র*দে*হ উদ্ধার করে পুলিশ
এমন কাজ আর যেন কেউ না করে।আল্লাহ মাফ করে দাও😭😭🤲🤲🤲🤲

যে দিকে তাকায় শুধু  #মৃত্যু আর  #মৃত্যু ভালো লাগেনা😭😭🤲🤲🤲🤲🤲বিস্তারিত;:::ফরিদপুরে চায়ের দোকানে প্রকাশ‍্য দু-জন নেতাকে কুপি...
09/10/2025

যে দিকে তাকায় শুধু #মৃত্যু আর #মৃত্যু ভালো লাগেনা😭😭🤲🤲🤲🤲🤲

বিস্তারিত;:::ফরিদপুরে চায়ের দোকানে প্রকাশ‍্য দু-জন নেতাকে কুপিয়ে হত্যা করলো সন্ত্রাসীরা,, সারাদেশে চলছে হত্যা-গুম-খুন এর কোনো বিচার হচ্ছে না,, এসব হত্যাকাণ্ডের শেষ কোথায় জাতি জানতে চায়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ ৫৪ বছর পর্যন্ত একটা খুন ধর্ষণ এর বিচার এ দেশে সঠিক ভাবে হয় নাই। স্বাধীনতার পর ৫৪ বছর ধরে আইন,পুলিশ নেতাদের গোলামী ছারা কিছু করেনি। প্রশাসন কবে আইন এর কঠোর প্রয়োগ করবে কবে সঠিক বিচার পাবে দেশের মানুষ 🤲🤲🤲😭😭😭
#পোস্টটা ফেসবুক থেকে সংগৃহীত তাই শেয়ার করে সবার কাছে পৌঁছাতে সহযোগিতা করুন ফলো দিয়ে পাশে থাকুন💓
তাই আসুন সবাই হায়াত থাকতে আল্লাহর পথে ফিরে আসি নামাজ পড়ি দোয়া করি।।মৃত্যু কখন যে চলে আসবে তখন আর সময় থাকবেনা।। 😭🤲🤲

ওমানে সড়ক দু'র্ঘট'নায় নি'হত 😭সাহাব উদ্দিন এর এক মাত্র মেয়ে সন্তান আছিয়া বেগম।বয়স ৪ মাস নাতিন কে কোলে নিয়ে দাদা ছিদ্দিক অ...
08/10/2025

ওমানে সড়ক দু'র্ঘট'নায় নি'হত 😭সাহাব উদ্দিন এর এক মাত্র মেয়ে সন্তান আছিয়া বেগম।বয়স ৪ মাস নাতিন কে কোলে নিয়ে দাদা ছিদ্দিক অঝোরে কাঁদতেছে🤲
আল্লাহ নিহত সবার পরিবারের লোকদের তুমি সহায়ক হও।আমিন👇👇👇

পদুয়া শিকদার দীঘি মসজিদে বাথরুমে পাশে মৃ*ত অবস্থায় পড়ে আছে😭ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'😭পরিচয় পেতে সহায়তা করু...
08/10/2025

পদুয়া শিকদার দীঘি মসজিদে বাথরুমে পাশে মৃ*ত অবস্থায় পড়ে আছে😭
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'😭

পরিচয় পেতে সহায়তা করুন! 👇😭
বিস্তারিত : ঘটনাটি ২ দিন আগের একটা লোক মসজিদের পাশে পড়ে ছিলো মসজিদে মুসললিরা দেখতে পেয়ে কাছে গিয়ে দেখে মা,রা গেছে পরিচয় অজানা খুন নাকি নরমাল মৃত্যু নিশ্চিত করা যায়নি পুলিশ এসে লাশ টি নিয়ে গেছে।।কেউ চিনলে জানায়েন🤲
বিস্তারিত : আসছে................ 🤔

মহাস্থানগড়ে প্রেমিক-প্রেমিকা ভ্রমণে এসে কিশোর গ্যাংয়ের কবলে।এলাকায় আতঙ্ক, পুলিশের অভিযান চলছে😭বিস্তারিত :::শিবগঞ্জ, বগুড়...
06/10/2025

মহাস্থানগড়ে প্রেমিক-প্রেমিকা ভ্রমণে এসে কিশোর গ্যাংয়ের কবলে।এলাকায় আতঙ্ক, পুলিশের অভিযান চলছে😭
বিস্তারিত :::শিবগঞ্জ, বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পর্যটন এলাকাটি দিন দিন অসাধু কিশোর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ রবিবার বিকেলে এক প্রেমিক-প্রেমিকা ভ্রমণে এসে এই গ্যাংয়ের হাতে লাঞ্ছিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘর এলাকায় এক তরুণ-তরুণী ভ্রমণে আসেন। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লক্ষ্য করে অনুসরণ করতে থাকে। পরে মহাস্থান নামাপাড়া এলাকার কিশোর গ্যাং সদস্য জহির আহম্মেদ (২২), শাকিল আহমেদ (২৪), আশিক (২২) ও তাদের সহযোগীরা প্রেমিক-প্রেমিকাকে আটক করে প্রথমে জিম্মি করে ফেলে।

গ্যাং সদস্যরা তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়, এরপর প্রেমিককে বেদম মারধর করে প্রেমিকাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ভুক্তভোগী তরুণ পুলিশকে জানালে শিবগঞ্জ থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

রাত পর্যন্ত অপহৃত তরুণী নিখোঁজ রয়েছেন। পুলিশের একাধিক টিম সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার বা অপহৃত তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, মহাস্থান এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু বখাটে কিশোর পর্যটকদের হয়রানি, ছিনতাই এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এই গ্যাংয়ের বিরুদ্ধে পূর্বেও একাধিকবার অভিযোগ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “সন্ধ্যার পর মহাস্থান এলাকায় ভয় লাগে। অনেক সময় মেয়েরা বা পরিবার নিয়ে আসলে কিশোরদের একটি দল ঘুরঘুর করে। প্রশাসন নজরদারি না বাড়ালে এই জায়গাটা বিপজ্জনক হয়ে উঠবে।”

শিবগঞ্জ থানার একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, “অভিযুক্তদের পরিচয় নিশ্চিত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। অপহৃত তরুণীকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”🤲

সচেতন মহলের মতে, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় এখন গভীর সংকটের নাম। সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ই এই অপরাধের মূলে। প্রশাসনের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই বিপথগামী কিশোরদের সংশোধনের দায়িত্ব নিতে হবে। মহাস্থান গড় বাংলাদেশের ভেতর একটা বিশেষ ভ্রমণ কেন্দ্র উক্ত জায়গায় অতিরিক্ত পুলিশ ও পাহারাদার রাখা উচিৎ।

সতর্কবার্তা: তরুণ-তরুণীদের উদ্দেশে আহ্বান- অচেনা বা নির্জন স্থানে ভ্রমণে সতর্ক থাকুন। কিশোর গ্যাংয়ের মতো অপরাধচক্রে জড়িয়ে নিজের জীবন, পরিবার ও সমাজের সম্মান নষ্ট হতে পারে।

বিঃদ্রঃ ব্যবহৃত ছবিটি এ আই দিয়ে তৈরি প্রতিকী ছবি। আসুন সবাই সচেতন হই নিজের মেয়েকে চোখে চোখে রাখি খোজ খবর নেই।।।

চোখের পানি ধরে রাখতে পারবেন নাহ। আহ মা বাবার বুকের সন্তানটি চলে গেলো।😭বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের  পাচানি পাড়া গ্রা...
05/10/2025

চোখের পানি ধরে রাখতে পারবেন নাহ। আহ মা বাবার বুকের সন্তানটি চলে গেলো।😭
বাগাতিপাড়া থানার জামনগর ইউনিয়নের পাচানি পাড়া গ্রামের রাকিবের ৬ বছরের ছেলে বিছানাতে ঘুমন্ত অবস্থায় এই সাপের কামড়ে মারা যায়
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন😭

সবাই এই শিশুটির জন্য দোয়া করবেন।🤲
বাবা মা সচেতন থাকুন নিজের শিশুদের যত্ন নিন খোজ নিন চোখে চোখে রাখুন😭😭🤲🤲🤲🤲

05/10/2025

আজ মসজিদে এশার নামাজ শেষে দেখলাম একটা বিড়াল মসজিদের বারান্দায় বসে

রাসূলুল্লাহ ﷺ এর একজন প্রিয় সাহাবী ছিলেন আবু হুরাইরা (রাঃ) — যার অর্থ “বিড়ালের বাবা”।
তিনি নিজেই বলেছেন:

> “আমার কাছে একবার একটি ছোট বিড়ালছানা ছিল। আমি সেটিকে বুকে রাখতাম ও খাওয়াতাম। তাই নবী ﷺ আমাকে ‘আবু হুরাইরা’ (বিড়ালের জনক) বলে ডাকতেন।”(সহিহ বুখারি, হাদিস ৬২০৩)
২️⃣ বিড়াল অশুচি নয়

> একবার এক মহিলা রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলেন, “বিড়াল কি নাপাক?”
নবী ﷺ বললেন: “না, এটি নাপাক নয়। এটি তোমাদের গৃহস্থালীর আশেপাশে ঘুরে বেড়ানো প্রাণী।”
(সুনান আবু দাউদ, হাদিস ৭৫)
৩️⃣ মুরওয়াইয়া নামে বিড়ালের গল্প

একটি বিখ্যাত কাহিনী আছে — একদিন নবী ﷺ নামাজ পড়ার সময় তাঁর পোশাকের হাতায় একটি বিড়াল ঘুমিয়ে ছিল।
নামাজের সময় হলে তিনি বিড়ালটিকে না জাগিয়ে, হাতার অংশ কেটে নামাজে চলে যান।
👉 এটি দয়া ও মমতার এক চমৎকার উদাহরণ (যদিও এটি হাদিস নয়, বরং ঐতিহাসিক কাহিনী হিসেবে প্রচলিত)।

মুসলিম হয়ে থাকলে আপনার অন্তর কেপে উঠবে🤲❤️ আল্লাহ মাফ করে দাও❤️কোরআন অবমাননা কারীকে মুহুর্তের মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ...
05/10/2025

মুসলিম হয়ে থাকলে আপনার অন্তর কেপে উঠবে🤲❤️ আল্লাহ মাফ করে দাও❤️
কোরআন অবমাননা কারীকে মুহুর্তের মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। 🇧🇩
জামাই আদর হবে না-কি ফাঁসি হবে?😡
এদের মতন মুর্খ শয়তানদের জনসম্মুখে ফাসি দেওয়া উচিৎ আপনারা সবাই কমেন্টে জানায় দিন এই শয়তানকে কি শাস্তি দেওয়া উচিৎ। 🤲🤲🤲

ইট ঝুলিয়ে দিয়েছে পুরুষাঙ্গে 🤲রাষ্ট্র যখন ব্যর্থ তখন জনতা আইন হাতে তুলে নিয়েছে। বিস্তারিত :নওগাঁয় প্রবাসীর বউকে গণধর্ষনের...
05/10/2025

ইট ঝুলিয়ে দিয়েছে পুরুষাঙ্গে 🤲
রাষ্ট্র যখন ব্যর্থ তখন জনতা আইন হাতে তুলে নিয়েছে।

বিস্তারিত :নওগাঁয় প্রবাসীর বউকে গণধর্ষনের অভিযোগে জনগণ ধর্ষণকারীদের ধরে এনে পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে শাস্তি দেওয়ার পরে পুলিশে দেওয়া হয়।বাংলাদেশের আইন ব্যবস্থা এতোটায় করুন যে রাষ্ট্র ব্যর্থ। বাংলাদেশ স্বাধীন হইছে ৫৪ বছর, আজ পর্যন্ত পুলিশ আইন আদালত নেতাদের গোলামী ছারা কিছু করতে পারলোনা।একটা খুন ধর্ষণ এর বিচার হয়না। খুনী সন্ত্রাস ধর্ষক রা কিছুদিন পর খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায় যার মুল কারন আইনের অপব্যবহার।বাংলাদেশের আইন কবে কঠর হবে, কবে দেশের মানুষ সটিক বিচার পাবে, কবে দেশের মানুষ জুলুম থেকে রক্ষা পাবে।আসুন সবাই একত্রে দপশ ও দেশের মানুষদের রক্ষা করি সুন্দর স্বাধীন দপশটাকে ভালোবাসি।।❤️❤️❤️🤲🤲🤲🤲🤲

মা-/রা গেছে..মা ছাড়া কেউ নাই পাশে ❤️😭😭👇👇👇👇👇এই পৃথিবীর সৃষ্টির সময় ছেড়ে গেলেও  মা কখনো তার সন্তানকে ছেড়ে যেতে পারে না...
03/10/2025

মা-/রা গেছে..মা ছাড়া কেউ নাই পাশে ❤️😭😭
👇👇👇👇👇
এই পৃথিবীর সৃষ্টির সময় ছেড়ে গেলেও মা কখনো তার সন্তানকে ছেড়ে যেতে পারে না ভালো থাকুক সকল মা গুলো ভালো থাকুক সকল ঘাম ঝরানো বাবা গুলো ভালো থাকুক সকল মায়ার বন্ধনে আটকানো ভাই বোন গুলো ভালো থাকুক সকল ভাল মানুষ গুলো যারা মানুষের দুরদিনে পাশে ছিলে এবং পাশে থাকে সহযোগিতা করে কষ্টে ব্যতীত হয়ে সান্তনা দেয় ভালো পরামর্শ দেয় এবং অন্যায়ের প্রতিবাদ করে থাকে অন্যায়ের থেকে রক্ষা করে ভালো থাকুক সকল ভাল মানুষগুলো আমিন😌🤲🤲🤲😌😌😌😌😌😌

03/10/2025

যাদের ফলোয়ার 5K এর নিচে আসুন,১ ঘন্টায় 1K বাড়িয়ে নেই।

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when আগে নামাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আগে নামাজ:

Share