আগে নামাজ

আগে নামাজ আগে নামাজ পরে কাজ, নামাজ নিয়ে কোন অজুহাত নয়!
(2)

আমরা মানুষ কবে হব?নাম-লিমনসে পেশায় একজন ভ্যান চালকসে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশ...
13/08/2025

আমরা মানুষ কবে হব?
নাম-লিমন
সে পেশায় একজন ভ্যান চালক
সে জন্মগত ভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে সাহায্য সহযোগিতার আশা না করে নিজে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের মুখে খাবার তুলে দিতো।

কে জানতো যে তার ইনকামের একমাত্র মাধ্যম ভ্যান তার জীবন টাই কেড়ে নিবে!
কে বা কারা তাকে হত্যা করে রেখে ভ্যান নিয়ে চলে যায়।
অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নে গত রাতে তার লাশ পাওয়া যায়।

জাতি হিসেবে কতই না জঘন্য নির্লজ্জ মোরা।😭
c. #সম্মতি #ফেসবুক

আল্লাহ মাফ করো সবাই কে। ওমানফেরত প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবা...
06/08/2025

আল্লাহ মাফ করো সবাই কে। ওমানফেরত প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নি'য়'ন্ত্রণ হা'রি'য়ে খালে পড়ে সাতজন যাত্রী নি*হ*ত হয়েছেন।

বুধবার ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ দু*র্ঘ*টনা ঘ'টে। নি*হ*তরা হলেন ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)।

তাঁরা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা। দু*র্ঘ*ট*নার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক।

তিনি বলেন, দু*র্ঘ*ট*না*কবলিত মাইক্রোবাসটিতে এক প্রবাসীর পরিবারের সদস্যরা ছিলেন। ওমানফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ফেরার পথে মাইক্রোবাসটি নি'য়'ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

মোজাম্মেল হক আরও বলেন, মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন। এর মধ্যে দু'র্ঘ'ট'নার পর চালকসহ ৪ জন বের হয়ে যান। অন্য ৭ জনের মৃ*ত্যু হয়েছে। নি'হ'ত ব্যক্তিরা মাইক্রোবাসের পেছনের সিটগুলোতে ছিলেন।

মাইক্রোবাসের চালক ঘুমে থাকায় এ দু*র্ঘ*টনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। নি'হ'ত ব্যক্তিদের ম'র'দেহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দু'র্ঘ'ট'না'কবলিত মাইক্রোবাসটি উ'দ্ধা'র করা হয়েছে। হ'তা'হত ব্যক্তিদের পরিবারের অ'ভি'যো'গ পেলে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

03/08/2025

আমিতো সেই রবের ভিখারি!
যিনি নিজেই ওয়াদা করছেন শীঘ্রই তোমার রব তোমাকে এতো বেশি দিবেন যে, তুমি খুশি হবে যাবে।
আলহামদুলি্ল্লাহ❤️

03/08/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি

02/08/2025

শিক্ষার মুল উদ্দেশ্য শিক্ষা অর্জন বা অধিক অর্থ উপার্জন নয়।শিক্ষার মুল উদ্দেশ্য হলো মনুষ্যত্ব বোধ গড়া

আলহামদুলিল্লাহ
02/08/2025

আলহামদুলিল্লাহ

Address

Puran Bogra
Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when আগে নামাজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আগে নামাজ:

Share