22/07/2025
দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছে গেলে মানহীন বিমান দিয়ে ট্রেনিং করানো হয়। বাংলাদেশে এমন একটা সিষ্টেম চালু হয়ে গেছে যেখানে আমরা ঘুষ, দুর্নীতিকে আমাদের প্রাপ্য অধিকার মনে করি।
দুর্নীতি এখন অনেক ক্ষেত্রেই যেন একটি "প্রাতিষ্ঠানিক স্বীকৃতি" পেয়ে গেছে। ঘুষখোর আর দুর্নীতিবাজরা অনেক সময় বিচারহীনতার সুবিধা নিয়ে সাধারণের ওপর আধিপত্য বিস্তার করছে। এর ফলে সিস্টেম ধ্বংস হচ্ছে এবং সাধারণ জনগণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।
আজকের মাইলষ্টোন স্কুলে যে ঘটনা ঘটছে এর দ্বায়ভার কে নিবে?
এতোগুলো কচি কাচা মুখ চলে গেল না ফেরার দেশে।
এতোগুলো বাবা মা সন্তান হারা হলেন। কে দেবে তাদের শান্তনা?
আসুন আমরা যে যার জায়গা থেকে নিজের মানষিকতাকে পরিবর্তন করি। নিজে সচেতন হই।
দেশটাকে উন্নত দেশের তালিকায় যুক্ত করতে নিজের থেকে অবদান রাখতে চেষ্টা করি।