30/07/2025
আমরা প্রায়শই ভুলে যাই যে, আমাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ এক একটি মূল্যবান নেয়ামত। যে হাত দিয়ে আমরা অন্যায়ভাবে অন্যকে আঘাত করি, হয়তো সেই হাতটি না থাকার কারণে কেউ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে না।
যে পা দিয়ে আমরা কাউকে লাথি মারি, সেই পা না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারে না।
আমাদের চোখ, যা দিয়ে আমরা হরহামেশা হারাম জিনিস দেখি, সেই চোখই না থাকলে হয়তো কেউ তার প্রিয় মাকে একনজর দেখতে পারতো না।
আমাদের কান, যা দিয়ে সারাদিন হারাম গান শুনি, সেই কান না থাকার কারণে হয়তো আমাদের পরিচিত কেউ আমাদের কথা শুনতে পায় না।
আমরা যে মস্তিষ্ক ও বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানোর
বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করি, সেই ব্রেন-বুদ্ধির অভাবে কেউ হয়তো মানসিক হাসপাতালে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে। আমাদের মুখ, যা দিয়ে গীবত করি বা গালাগালি করি, সেই মুখটি না থাকলে হয়তো কেউ তার মা কে ডাকতে পারতো ना।
যে নাক দিয়ে আমরা হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদগ্রীব, সেই নাকটি না থাকলে হয়তো কেউ সন্তানের দেওয়া আতরের সুবাস অনুভব করতে পারতো না।
আর যে চেহারা বা শারীরিক কাঠামো নিয়ে আমরা অহংকার করি, তার চেয়েও সুন্দর চেহারা ও সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড়গোড়ের কংকাল হয়ে পড়ে আছে!
একবারও কি ভেবে দেখেছেন?
আপনি যে নেয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নেয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে। যিনি আপনাকে এই নেয়ামতগুলো দিয়েছেন, তিনি কি মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন না? অবশ্যই পারেন। সাধারণত তিনি তা করেন না, কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কখনো করবেন না। অতীতেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। শুধু সময়ের অপেক্ষা।
মনে রাখবেন, আপনাকে দেওয়া নেয়ামতগুলো স্থায়ী নয়। এগুলো শুধুই একটি পরীক্ষা। আপনার চোখের সামনেই দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে, কত ধনী মানুষ খালি হাতে হাসপাতালের বেডে ধুঁকতে ধুঁকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
সুতরাং সঠিক ব্যবহার করুন এগুলো।