ইসলামের দাওয়াত

ইসলামের দাওয়াত সন্তুষ্ট হোন আল্লাহ আপনাকে যা দিয়েছে তা নিয়ে

04/08/2025

সুযোগ থাকা সত্বেও যারা ব্যার্থ হয়েছে

03/08/2025

এই জায়গায় সর্বসুখ!
ভিডিও সংগৃহীত

31/07/2025

মানুষ মানুষকে চায় পায় না,
মানুষ চাইলেই আল্লাহ কে পায় চায় না

এই দুনিয়ার জেল আখিরাতের জেল থেকে হাজার গুন  ভালো। আল্লাহ তায়ালা যাকে ভালোবাসেন তাকে পরিক্ষা করেন।  ফারাবি ভাই তার উদাহরণ...
31/07/2025

এই দুনিয়ার জেল আখিরাতের জেল থেকে হাজার গুন ভালো। আল্লাহ তায়ালা যাকে ভালোবাসেন তাকে পরিক্ষা করেন। ফারাবি ভাই তার উদাহরণ।
জালিম দের কাছথেকে এখন মুক্ত

30/07/2025

আমরা প্রায়শই ভুলে যাই যে, আমাদের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ এক একটি মূল্যবান নেয়ামত। যে হাত দিয়ে আমরা অন্যায়ভাবে অন্যকে আঘাত করি, হয়তো সেই হাতটি না থাকার কারণে কেউ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারে না।

যে পা দিয়ে আমরা কাউকে লাথি মারি, সেই পা না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারে না।

আমাদের চোখ, যা দিয়ে আমরা হরহামেশা হারাম জিনিস দেখি, সেই চোখই না থাকলে হয়তো কেউ তার প্রিয় মাকে একনজর দেখতে পারতো না।

আমাদের কান, যা দিয়ে সারাদিন হারাম গান শুনি, সেই কান না থাকার কারণে হয়তো আমাদের পরিচিত কেউ আমাদের কথা শুনতে পায় না।

আমরা যে মস্তিষ্ক ও বুদ্ধি দিয়ে অন্যকে ঠকানোর

বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করি, সেই ব্রেন-বুদ্ধির অভাবে কেউ হয়তো মানসিক হাসপাতালে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে। আমাদের মুখ, যা দিয়ে গীবত করি বা গালাগালি করি, সেই মুখটি না থাকলে হয়তো কেউ তার মা কে ডাকতে পারতো ना।

যে নাক দিয়ে আমরা হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদগ্রীব, সেই নাকটি না থাকলে হয়তো কেউ সন্তানের দেওয়া আতরের সুবাস অনুভব করতে পারতো না।

আর যে চেহারা বা শারীরিক কাঠামো নিয়ে আমরা অহংকার করি, তার চেয়েও সুন্দর চেহারা ও সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড়গোড়ের কংকাল হয়ে পড়ে আছে!

একবারও কি ভেবে দেখেছেন?

আপনি যে নেয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নেয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে। যিনি আপনাকে এই নেয়ামতগুলো দিয়েছেন, তিনি কি মুহূর্তের মধ্যে তা কেড়ে নিতে পারেন না? অবশ্যই পারেন। সাধারণত তিনি তা করেন না, কিন্তু এর অর্থ এই নয় যে তিনি কখনো করবেন না। অতীতেও করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। শুধু সময়ের অপেক্ষা।

মনে রাখবেন, আপনাকে দেওয়া নেয়ামতগুলো স্থায়ী নয়। এগুলো শুধুই একটি পরীক্ষা। আপনার চোখের সামনেই দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে, কত ধনী মানুষ খালি হাতে হাসপাতালের বেডে ধুঁকতে ধুঁকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
সুতরাং সঠিক ব্যবহার করুন এগুলো।

কেবল দুআ ই ভাগ্য বদলে দেয়
29/07/2025

কেবল দুআ ই ভাগ্য বদলে দেয়

পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হইলো খেলাফত কায়েম হয়ে গেলো কিন্তু আল্লাহ সাথে  কোনো সম্পর্ক হলো না  লাভ কি হলো।  সকল স্বপ্...
29/07/2025

পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হইলো খেলাফত কায়েম হয়ে গেলো কিন্তু আল্লাহ সাথে কোনো সম্পর্ক হলো না লাভ কি হলো। সকল স্বপ্ন পুর্ন হয়ে গেল সব প্রিয় জিনিস পেয়ে গেলান আল্লাহ সাথে সম্পর্ক হইলো না লাভ কি? প্রতিদিন হাজার টা ফিলিস্তিন এ হামলা করার ভিডিও পোস্ট শেয়ার করলেন কিন্তু তাদের জন্য দোয়া করতে পারলেন না দোয়া কবুল হওয়ার জন্য সালাত আদায় করলেন না। লাভ কি হলো? আল্লাহ তায়ালা সবাই কে হক বোঝার তৌফিক দান করুন।
টেন্ডে গা না ভাসিয়ে গুরুতর সাথে আল্লাহ কে খুশি করার জন্য সকল কাজ করার তৌফিক দান করুন।
(কোনো মুসলিম যদি শরিয়া আইন না মানে বাস্তবায়ন না চার তবে সে মুসলিম না। )

26/07/2025

গুরুত্বপূর্ণ আলোচনা
ভিডিও সংগৃহীত

আপনি যখন দ্বীনের পথে হাঁটতে শুরু করবেন, তখন আপনার মনে অন্য রকম এক খুশির  বাতাস  প্রবাহিত হবে। সেই খুশি হারাম থেকে বেঁচে ...
26/07/2025

আপনি যখন দ্বীনের পথে হাঁটতে শুরু করবেন, তখন আপনার মনে অন্য রকম এক খুশির বাতাস প্রবাহিত হবে। সেই খুশি হারাম থেকে বেঁচে থাকতে পারার খুশি। সেই খুশি আল্লাহর আনুগত্য করতে পারার খুশি। সেই খুশি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে, তার শিক্ষাকে জীবনে বাস্তবায়িত করতে পারার খুশি। মোবাইল-কম্পিউটার থেকে আপনি যখন গান আর মুভির কোল্ডারটা এক ক্লিকে ডিলেট করে দেবেন, গান বাজনা শুনা বাদ দিয়ে কোরআন পরবেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আপনি যখন এতদিনের হারাম রিলেশানশিপকে এক মুহূর্তে ত্যাগ করে ফেলবেন, কেবল আল্লাহ তায়ালার আদেশ মানার জন্য। তখন আপনার মনে এক ভালোলাগা কাজ করবে, শান্তিতে ভোরে যাবে। সেই আনন্দ কেবল পবিত্রতার আনন্দ। সেই আনন্দ হারাম থেকে নিজেকে মুক্ত করার আনন্দ, সেই আনন্দ রবের কাছে আত্মাসমর্পনের আনন্দ। হারাম থেকে আল্লাহ আমাদের রক্ষা করে হালালে পূর্ণ করুক আমিন।

Address

Puran Bogra
Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের দাওয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলামের দাওয়াত:

Share

Category