MD ALAMiN - মো আল আমিন

MD ALAMiN - মো আল আমিন ❣️মানুষ মানুষের জন্যে,জয় হোক মানবতার❣️ amake jevabe dekhben ami temon e

কথা দিয়েছিলো আগামী ঈদ যেন নিজ ভূমিতে করতে পারে প্রিয় মেহমানরা। এত দ্রুত প্রত্যাবর্তন শুরু হবে ভাবতেই পারিনি।স্যালুট হে হ...
04/04/2025

কথা দিয়েছিলো আগামী ঈদ যেন নিজ ভূমিতে করতে পারে প্রিয় মেহমানরা। এত দ্রুত প্রত্যাবর্তন শুরু হবে ভাবতেই পারিনি।

স্যালুট হে হ্যামিলনের বাঁশিওয়ালা♥️

 #ইলন মাস্কের পরামর্শ।ধনী হতে চাইলে জীবনে ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ডের বিকল্প নেই। এর পাশপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হব...
02/04/2025

#ইলন মাস্কের পরামর্শ।
ধনী হতে চাইলে জীবনে ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ডের বিকল্প নেই। এর পাশপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন কী কী-

আয়ের একাধিক রাস্তা খুঁজুন

অর্থ উপার্জনের জন্য শুধু একটি নির্দিষ্ট কাজকে প্রাধান্য দেবেন না। ধরুন, চাকরির পাশাপাশি ছোটখাট ব্যবসা শুরু করুন। যা আপনাকে আরও উপার্জনে সহায়তা করবে।

উচ্চকাঙ্খী মানুষের সঙ্গে আড্ডা দিন

উচ্চাকাঙ্খী মানুষদের সঙ্গে মেলামেশা করুন। এতে নিজের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে। ফলে লক্ষ্য পূরে আরও এগিয়ে যেতে পারবেন।

বড় বিষয় নিয়ে চিন্তা করুন

ছোটখাট বিষয় নিয়ে চিন্তা না করে বরং সব সময় বড় বিষয় নিয়ে ভাবুন। আপনার স্বপ্নপূরণের ক্ষেত্রে কী কী করণীয় সে বিষয়ে চিন্তার পরিধি আরও বাড়ান।

বিনিয়োগ করুন

বিভিন্ন কাজে অর্থ বিনিয়োগ করার মাধ্যমেও আপনি ভবিষতে অর্থ সঞ্চয় করতে পারবেন। যা এক সময় আপনার ধনী হওয়া স্বপ্ন পূরণ করবে। যদিও বিনিয়োগে ঝুঁকি থাকে লস হওয়ার, তবে সাফল্য পেতে হলে তো ঝুঁকি একটু নিতেই হবে!

মিতব্যায়ী হন

অর্থ সঞ্চয়ের একমাত্র উপায় হলো মিলব্যায়ীতা। আপনি যতটা বুঝে শুনে কম খরচ করতে পারবেন, ততই অর্থ জমাতে পারবেন। তাই বাজেট করে চলুন। বিশ্বের যত ধনী ব্যক্তি আছেন, তারাও প্রয়োজন ছাড়া বেশি অর্থ ব্যায়ে বিশ্বাসী নন।

সকালে ঘুম থেকে উঠুন

ধনী হতে চাইলে জীবনধারাও সঠিক ও সুস্থ রাখতে হবে। এজন্য সকালে ঘুম থেকে উঠুন দ্রুত, এরপর করুন শরীরচর্চা।

মনে রাখবেন, সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে আপনি যেমন শরীরকে সুস্থ রাখতে পারবেন, ঠিক তেমনই মনকেও লক্ষ্য পূরণে কাজ করার জন্য উৎসাহী করতে পারবেন।

লক্ষ্য নির্দিষ্ট করুন

ধনী হওয়ার স্বপ্নপূরণের ক্ষেত্রে আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন। আর সেই লক্ষ্যেই এগিয়ে যান নিরলস পরিশ্রমের মাধ্যমে। আপনার লক্ষ্য যতটা বাস্তবাদী হবে, ততটাই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন।

ঋণ পরিশোধ করুন

ধনী ব্যক্তিরাও তাদের ঋণ পরিশোধের বিষয়ে খুব সতর্ক থাকেন। যত দ্রুত সম্ভব ঋণের বোঝা হালকা করুন। না হলে ভয়াবহ পরিণতি হতে পারে।

আরাম-আয়েশ ত্যাগ করুন

ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। ধনী ব্যক্তিরা সর্বদা কাজ নিয়ে ভাবেন, এজন্য তারা আরাম-আয়েশের জীবন পছন্দ করেন না।

সংগৃহীত

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না 🙂কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানব...
30/03/2025

রাজা না খেয়ে মরে গেলে ও কখনো ভিক্ষা করে না 😇
ঈগল পাখি কখনো মরা প্রাণী'র মাংস খায় না 🙂
কারন কি জানেন? এটা তাদের আত্মসন্মানবোধ বা ইগো অথবা বলা যায় 'স্ট্রং মেন্টালিটি ' 💓❤️
মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন।মেপে কথা বলুন ও চলুন। কেউ যদি বলে 'বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। 😇
যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন। বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া , দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না।🤔
একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘেনে ভাবটা চলে যাবে।😀
"তাকে ভালোবাসি কিন্ত একসাথে যাপন চাই না" কারো প্রতি এইরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই..."হলেই হলো" এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথাব্যথা আর হয় না। মনে হয়, যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না। 😇
অন্যের কাছে গুড ভাইভস্ বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইভস্ বজায় রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।😞
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়েনা। 😥
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজেটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনই তার স্ট্রাগেল বেশি।😇
"অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।" ছোটোবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবারে আয়ত্ব করে নিন। 🤔ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিঁতিয়ে যায়।🙂
নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত । এর মধ্যে ছিঁটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।
যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতো গুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।।🙂🥀
©

30/03/2025

দেখে তোমায় মন হয়ে যায় ব্যকুল,
তুমি আমার কাছে সেরা কাঠগোলাপ ফুল।

সময় তারিখ না জেনেও যে বিকাশে এরকম শুভেচ্ছা কার্ড ভুল করে পাঠাচ্ছেন,আমি কিন্তু কিছু মনে করিনি।মাঝে মাঝে এরকম ভুল করলে আমি...
24/03/2025

সময় তারিখ না জেনেও যে বিকাশে এরকম শুভেচ্ছা কার্ড ভুল করে পাঠাচ্ছেন,আমি কিন্তু কিছু মনে করিনি।
মাঝে মাঝে এরকম ভুল করলে আমি রাগ নয় বরং খুশিই হবো😄😄✌️

জীবনের প্রথম জামায় এর পাঞ্জাবি ধুইতে গিয়ে 40 টাহা পাইছি😁😁😁😁
23/03/2025

জীবনের প্রথম জামায় এর পাঞ্জাবি ধুইতে গিয়ে 40 টাহা পাইছি😁😁😁😁

30/07/2023

শেষে- পুনঃরায়, আর'ও ভালো শুরু হয়, -নিজের ভুল নিজেকেই শুধরাতে হয়! মানুষ মন ভাঙে, মগজ নয়!

23/06/2023

যেই মানুষ টাকে জ/ড়িয়ে ধ!রে কপালে চু//মু দিলে তার সব কষ্ট/মনখারাপ দুর হয়ে যাইতে !
আর এখন সে পাস দিয়ে হেটে যায় অচিন লোকের মতো😥

18/05/2023

প্রতিটা মানুষের ভালো থাকার জন্য প্রত্যেকের নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটা অত্যন্ত প্রয়োজন,
যেন কোন expectation আমরা কখনো না হারিয়ে ফেলি। একজন বিপদগ্রস্থ ব্যাক্তি ততক্ষণাৎ বুঝে, বিপদ তার একান্তই,,,
life এ বেশি আশা করা, বেশি চাওয়া, Then
কারো প্রতি বেশি priority এসব সবার জন্য প্রযোয্য নয়। এমন কি এগুলা পাওয়ার ও যোগ্যতা সবাই রাখে না, পৃথিবী জুড়ে শুধুই স্বার্থপর মানুষজন, যারা শুধুই সুখের আশা করে,,, দুঃখের ভাগ তারা কখনোই নিতে রাজি নয়,,,!!!🖤🖤🖤

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when MD ALAMiN - মো আল আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share