SR Agro Bangladesh

SR Agro Bangladesh কুল্লু নাফসি জাই্কাতুল মাউত্ ❤️
🕊️,🐇,🐣,🦢,🦉,🦜,🐈
(1)

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
21/07/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

আসসালামু আলাইকুম প্রিয় পাখি প্রেমিরা,পাখি পোষ মানানো সহজ কাজ নয়, তবে সঠিক নিয়ম জানলে কাজটা হয়ে যায় সহজ আর আনন্দদায়ক। ভাল...
19/07/2025

আসসালামু আলাইকুম প্রিয় পাখি প্রেমিরা,
পাখি পোষ মানানো সহজ কাজ নয়, তবে সঠিক নিয়ম জানলে কাজটা হয়ে যায় সহজ আর আনন্দদায়ক। ভালোবাসা, ধৈর্য আর নিয়ম মেনে চললেই আপনার পাখিটা হয়ে উঠবে এক বিশ্বস্ত সঙ্গী।

পাখি টেম করার সহজ পদ্ধতি:
১. ধৈর্য রাখুন:
পাখি পোষ মানাতে সময় দিতে হবে। ভয় দেখালে বা জোর করলে পাখি আরও দূরে সরে যাবে।

২. খাঁচার পাশে সময় কাটান:
প্রতিদিন নির্দিষ্ট সময় পাখির খাঁচার সামনে বসুন। নরম স্বরে কথা বলুন। এতে পাখি আপনার উপস্থিতি ও কণ্ঠস্বরের সাথে অভ্যস্ত হবে।

৩. খাবারের মাধ্যমে কাছে টানুন:
পাখির পছন্দের খাবার (যেমন ঃ সূর্যমুখীর বীজ, আপেল, গাজর) হাতের তালুতে দিয়ে সামনে ধরুন। প্রথমে না খেলেও চেষ্টা চালিয়ে যান। ধীরে ধীরে হাত থেকে খাওয়া শুরু করবে।

৪. আঙুলে উঠতে উৎসাহ দিন:
কিছুদিন পর খাবার দেওয়ার সময় আঙুল সামনে ধরুন। স্বাভাবিকভাবে উঠতে চাইলে ধৈর্য ধরে উৎসাহ দিন। কখনো জোর করবেন না।

৫. খাঁচার বাইরে ছাড়ার অভ্যাস করুন:
পাখি যখন আপনাকে বিশ্বাস করতে শুরু করবে, তখন ছোট রুমে দরজা-জানালা বন্ধ রেখে খাঁচা খুলে দিন। উড়ে বেড়ানোর সুযোগ দিন, এরপর খাবার দেখিয়ে হাতে ডাকুন।

৬. ভয় দেখাবেন না:
মারধর, জোর করে ধরা বা তাড়া করা যাবে না। এতে পাখি আপনাকে ভয় পাবে এবং দূরে সরে যাবে।

ভালোবাসা, ধৈর্য আর যত্নই পাখিকে আপনার আপন করে তুলবে।

আল্লাহ হাফেজ। 🕊️














Traditional persian male kittenAge : 3.5 months Food habit : boiled chicken, fish & vegetables Active & heathy ✔️Looking...
18/07/2025

Traditional persian male kitten
Age : 3.5 months
Food habit : boiled chicken, fish & vegetables
Active & heathy ✔️
Looking for new parents🤞

♦️গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরু হল ব্রাজিলের একটি Girolando জাতের গরু, যার নাম Marília FIV T...
15/07/2025

♦️গিনেস বিশ্ব রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গরু হল ব্রাজিলের একটি Girolando জাতের গরু, যার নাম Marília FIV Teatro de Naylo। ২০১৯ সালের ৩ আগস্ট São Paulo‑তে আয়োজিত Torneio Leiteiro খাবারে তিনবার দুধ দানে মোট ১২৭.৫৭ কেজি (যা প্রায় ১২৭.৬ লিটার) দুধ দিয়েছিল, যা গিনেস রেকর্ড অনুযায়ী ৩৯ বছরের পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছে।
পূর্ববর্তী রেকর্ড: কিউবান গরু ‘Ubre Blanca’, ১৯৮১ সালে এক দিনে ১১০.৯ কেজি দুধ দিয়ে রেকর্ড করেছিলেন।
মজার বিষয় হলো Girolando একটি বিজ্ঞানীদের দ্বারা তৈরী সংকর জাত বা ক্রসব্রিড জাত। ভারতীয় গীর গরু এবং ফ্রিজিয়ান গরুর প্রজননের মাধ্যমে এই জাতের উৎপত্তী ঘটে।

আলহামদুলিল্লাহ 💖বৃষ্টি হোক বা ঝড় আমাদের ডেলিভারি থেমে থাকবে না। দুই পেয়ার রানিং মাস্টার পেয়ার লুটিনো কোকাটেল চলে গেল বগু...
09/07/2025

আলহামদুলিল্লাহ 💖
বৃষ্টি হোক বা ঝড় আমাদের ডেলিভারি থেমে থাকবে না। দুই পেয়ার রানিং মাস্টার পেয়ার লুটিনো কোকাটেল চলে গেল বগুড়া টু নঁওগা। বিশ্বাস রেখে আগেই পেমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই ভাইকে।
শুভকামনা সাদিকুল ভাইয়ের জন্য।

Haha😂
30/06/2025

Haha😂

আলহামদুলিল্লাহ ❤️এক পেয়ার রানিং এলবিনো রেড আই মাস্টার পেয়ার কোকাটেল চলে গেল বগুড়া টু ঢাকা ✔️নতুন সৌখিন পাখি পালকদের আস্থ...
24/06/2025

আলহামদুলিল্লাহ ❤️
এক পেয়ার রানিং এলবিনো রেড আই মাস্টার পেয়ার কোকাটেল চলে গেল বগুড়া টু ঢাকা ✔️
নতুন সৌখিন পাখি পালকদের আস্থার নাম SR Agro Bangladesh 💯

বর্ষাকালে কোকাটেল পাখির স্বাস্থ্য পরিচর্যা: প্রয়োজনীয় নির্দেশনাবর্ষাকাল পোষা কোকাটেল পাখির জন্য একটি সংবেদনশীল সময়। বাতা...
20/06/2025

বর্ষাকালে কোকাটেল পাখির স্বাস্থ্য পরিচর্যা: প্রয়োজনীয় নির্দেশনা

বর্ষাকাল পোষা কোকাটেল পাখির জন্য একটি সংবেদনশীল সময়। বাতাসের আর্দ্রতা বৃদ্ধি, তাপমাত্রার তারতম্য এবং পরিবেশের পরিবর্তনের কারণে পাখির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই সময়টিতে পাখিকে সুস্থ রাখা সম্ভব।

১. আবহাওয়া ও তাপমাত্রা নিয়ন্ত্রণ

বর্ষাকালে তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে, ফলে কোকাটেল ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে।

ঘরের তাপমাত্রা যেন ২২–২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তা নিশ্চিত করা প্রয়োজন।

খাঁচা এমন স্থানে রাখতে হবে, যেখানে বৃষ্টির পানি বা ঠান্ডা বাতাস সরাসরি প্রবেশ করতে না পারে।

২. খাঁচা ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা

আর্দ্র আবহাওয়ায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ে, যা পাখির স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়।

খাঁচা, পার্চ ও খাবার-পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে।

স্যান্ড পেপার বা পাথরের পার্চ ব্যবহার করলে পাখির পা শুকনো ও স্বাস্থ্যকর থাকে।

৩. খাদ্য ও পুষ্টি সচেতনতা

পাখির রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সুষম ও টাটকা খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খাদ্য তালিকায় রাখা যেতে পারে ব্রকলি, গাজর, শসা, আপেল (খোসা ছাড়িয়ে), ও সঠিক অনুপাতে বীজ।

খাদ্য যেন ভিজে না যায় বা ফাঙ্গাসগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

প্রয়োজন অনুযায়ী ক্যালসিয়াম ও ভিটামিন সাপ্লিমেন্ট ব্যবহার করা যেতে পারে (ভেটেরিনারির পরামর্শ অনুযায়ী)।

৪. স্বাস্থ্য লক্ষণ পর্যবেক্ষণ

কোনো অস্বাভাবিক আচরণ পাখির অসুস্থতার ইঙ্গিত হতে পারে।

কম খাওয়া, কম শব্দ করা, পালক ফুলিয়ে রাখা, বা চোখ আধবোজা রাখা—এসব লক্ষণ হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

বর্ষাকালে ওজন হ্রাস, শ্বাসকষ্ট বা পাতলা মল দেখা গেলে তা অবহেলা করা উচিত নয়।

৫. মানসিক সুস্থতা রক্ষা

আলো ও শব্দের অভাব কোকাটেলের মাঝে বিষণ্ণতা সৃষ্টি করতে পারে।

পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে।

খেলনা, আয়না বা বিভিন্ন ধরণের স্টিমুলেশন সরবরাহ করলে পাখির মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে।

---

সঠিক পরিবেশ, পুষ্টি ও পর্যবেক্ষণ—এই তিনটি বিষয়ের প্রতি যত্নবান হলেই বর্ষাকালে কোকাটেল পাখিকে সুস্থ রাখা সম্ভব।

---

আলহামদুলিল্লাহ তিন পিস ১৮/২৪ খাঁচা..বগুড়া টু শারিয়াকান্দি,  ডেলিভারি ডান | ধন্যবাদ সিহাব ভাইকে বিশ্বাস রেখে আগেই টাকা পা...
19/06/2025

আলহামদুলিল্লাহ তিন পিস ১৮/২৪ খাঁচা..বগুড়া টু শারিয়াকান্দি, ডেলিভারি ডান |
ধন্যবাদ সিহাব ভাইকে বিশ্বাস রেখে আগেই টাকা পাঠানোর জন্য ❤️

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR Agro Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share