Reba's Creative Zone

Reba's Creative Zone আসসালামু আলাইকুম!

12/05/2025

প্রথম সালাম দেওয়া ব্যক্তিআল্লাহর অতি নিকটে!!●─(তিরমিজি ২৬৯৪)─●🌻সুবহানাল্লাহ🌻

10/05/2025

মাছের আইস (Fish Scales) বা মাছের চামড়া থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য ব্যবহার হলো:

১. প্রসাধনী ও সৌন্দর্য পণ্য:

পার্ল এসেন্স (Pearl Essence): মাছের আঁশ থেকে গুয়ানিন (Guanine) নিষ্কাশন করা হয়, যা লিপস্টিক, নেল পলিশ ও অন্যান্য প্রসাধনীতে চকচকে প্রভাব (Shimmer Effect) আনতে ব্যবহার করা হয়।

কোলাজেন (Collagen): মাছের চামড়া ও আঁশ থেকে কোলাজেন তৈরি হয়, যা ত্বক পরিচর্যা (Skin Care) ও অ্যান্টি-এজিং ক্রিমে ব্যবহৃত হয়।

২. ফার্মাসিউটিক্যাল ও চিকিৎসা:

জেলাটিন: মাছের চামড়া ও আঁশ থেকে তৈরি মেরিন জেলাটিন (Marine Gelatin) ক্যাপসুল ও ঔষধি পণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

বায়োমেডিকেল পণ্য: মাছের চামড়া থেকে তৈরি কোলাজেন পোড়া ও ক্ষত চিকিৎসার জন্য বিশেষ ব্যান্ডেজ তৈরি করতে ব্যবহৃত হয়।

৩. ফ্যাশন ও পোশাক শিল্প:

মাছের চামড়ার চামড়া (Fish Leather): এটি থেকে জুতা, ব্যাগ, ওয়ালেট ও অন্যান্য চামড়াজাত পণ্য তৈরি হয়।

৪. খাদ্য ও পানীয় শিল্প:

ফিশ প্রোটিন ও সাপ্লিমেন্ট: মাছের আঁশ ও চামড়া থেকে উচ্চমাত্রার প্রোটিন ও স্বাস্থ্যকর তেল নিষ্কাশন করে সাপ্লিমেন্ট বানানো হয়।

৫. শিল্প ও কৃষি:

জৈব সার (Organic Fertilizer): মাছের চামড়া ও আঁশ কৃষিকাজের জন্য জৈব সারে ব্যবহার করা হয়।

জৈব প্লাস্টিক (Bio-Plastics): পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরিতেও মাছের চামড়া ব্যবহৃত হয়।

03/05/2025

হযরত আইযূব (আঃ) এর কবর রয়েছে ওমানে।

12/02/2024
🙄🙄🙄
08/02/2024

🙄🙄🙄

🫣
06/02/2024

🫣

Address

Bogra
Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reba's Creative Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reba's Creative Zone:

Share