Dawah- দাওয়াহ্

Dawah- দাওয়াহ্ ,,,শখের ছবিওয়ালী,,,

اللَّهُمَّ صَلِّ وَسَلَّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍআল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ !
01/08/2025

اللَّهُمَّ صَلِّ وَسَلَّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ !

26/07/2025
বিমানের পাইলট যারা আছেন...নেক্সট টাইম যখন দেখবেন বিমানের কোনো বাটন কাজ করছে না, সোজা সচিবালয়ের দিকে ছেড়ে দিবেন! ✈️😐
25/07/2025

বিমানের পাইলট যারা আছেন...
নেক্সট টাইম যখন দেখবেন বিমানের কোনো বাটন কাজ করছে না, সোজা সচিবালয়ের দিকে ছেড়ে দিবেন! ✈️😐

এজন্যই হয়তো বলা হয় বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান।
22/07/2025

এজন্যই হয়তো বলা হয় বাবা-মায়ের পরেই শিক্ষকের স্থান।

17/07/2025

দুরুদ পাঠের দিন 🌸
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ

একজন স্বামী সাধারণত স্ত্রীর কাছ থেকে শুধু খাবার, কাপড়, বা দাম্পত্য সম্পর্ক নয় — বরং অনেক মানসিক ও আত্মিক চাওয়া-পাওয়া রাখ...
17/07/2025

একজন স্বামী সাধারণত স্ত্রীর কাছ থেকে শুধু খাবার, কাপড়, বা দাম্পত্য সম্পর্ক নয় — বরং অনেক মানসিক ও আত্মিক চাওয়া-পাওয়া রাখে। নিচে সহজ ভাষায় বলছি, একজন স্বামী স্ত্রীর কাছে কী কী আশা করে:,,,,,,,,,,,,,,,,,

---

🕊️ ১. শান্তি ও সম্মান

স্বামী চায় সে যখন বাড়ি ফিরে, স্ত্রীর কাছ থেকে শান্তি পাবে। তাকে কেউ ছোট করবে না, বরং তার সম্মান রক্ষা করবে, সামনে ও পেছনে।

🧡 "আমার স্ত্রী আমাকে বোঝে ও সম্মান করে" — এটা প্রতিটি পুরুষের গর্ব।

---

💬 ২. শ্রদ্ধাশীল কথা ও ব্যবহার

অনেক স্বামী কিছু না বললেও, ভদ্র ও সুন্দরভাবে কথা বললে তারা ভেতর থেকে খুব প্রশান্তি পায়।

নরম কণ্ঠ, ‘ধন্যবাদ’, ‘তুমি কত কষ্ট করো’ — এসব ছোট কথা বড় প্রভাব ফেলে।

---

🤝 ৩. সহযোগিতা ও বোঝাপড়া

জীবনের টানাপোড়েনে স্ত্রী যদি পাশে থাকে, তার কথা বুঝতে চেষ্টা করে, তখন স্বামী ভরসা পায়। সে ভাবে, “এই মানুষটা আমার জন্য আল্লাহর নেয়ামত।”

---

🌸 ৪. ভালোবাসা ও মায়া

কথায়, আচরণে, খেয়াল রাখায় — স্বামী চায় তার স্ত্রী যেন তাকে ভালোবাসে, আগলে রাখে। ছোট্ট “তোমাকে ভালোবাসি” বা এক কাপ চা সামনে আনা — এসবেই সে ভালোবাসা পায়।

---

📖 ৫. আদর্শ মুসলিম স্ত্রী হওয়া (ইসলাম অনুযায়ী)

নামাজে ডাকা

পর্দা রক্ষা

স্বামীর হালাল উপার্জনে খুশি থাকা
এসব দেখে স্বামীর মন প্রশান্ত হয় — সে ভাবে, আমার স্ত্রী দুনিয়া-আখিরাত দুইটাই বুঝে।

---

🔐 ৬. বিশ্বাসযোগ্যতা ও গোপন রক্ষা

স্বামী চায় তার ব্যক্তিগত কথা, দুর্বলতা, সমস্যা যেন স্ত্রী অন্য কাউকে না বলে। সে বিশ্বাস করতে চায়, “আমার স্ত্রী আমার নিরাপদ জায়গা।”

---

🙏 সংক্ষেপে:

> একজন স্বামী স্ত্রীর কাছে ভালোবাসা, সম্মান, শান্তি, শ্রদ্ধা ও বোঝাপড়া চায়।

এই বৃষ্টি বলয়ই শেষ নয় সামনে আরো শক্তিশালী বৃষ্টি বলয় আছে।তাই খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা এই বৃষ্টি বলয়...
16/07/2025

এই বৃষ্টি বলয়ই শেষ নয় সামনে আরো শক্তিশালী বৃষ্টি বলয় আছে।

তাই খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা এই বৃষ্টি বলয় শেষ হলে যতদিন রোদ পাবেন ততদিনে সকল গুরুত্বপূর্ণ কাজ গুলো শেষ করার পাশাপাশি সামনে ভারী বৃষ্টি হলে যাতে ক্ষতি না হয় সেজন্য প্রয়োজন ব্যবস্থা এবং প্রস্তুতি গ্রহণ করে রাখতে পারেন। মোটামুটি কিছুদিন সুযোগ পাবেন আশা করা যাচ্ছে।

যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। (সূরা আশ-শুর...
14/07/2025

যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। (সূরা আশ-শুরা: ৪২)

এক ব্যক্তি একজন ইমামের উপর হামলা চালিয়েছে, অভিযোগ—তিনি নাকি রাসূলুল্লাহ ﷺ-কে নিয়ে কটূক্তি করেছেন। অথচ ইমাম সাহেব যা বলেছ...
14/07/2025

এক ব্যক্তি একজন ইমামের উপর হামলা চালিয়েছে, অভিযোগ—তিনি নাকি রাসূলুল্লাহ ﷺ-কে নিয়ে কটূক্তি করেছেন। অথচ ইমাম সাহেব যা বলেছিলেন তা মূলত আকীদাগত একটি বক্তব্য: মিলাদ নববী বিদআত, এবং দোআ-কবর-তাওয়াসসুল ইত্যাদি বিষয়ে—নবীজিকে নয়, বরং সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে। তিনি নবী ﷺ-কে ‘আল্লাহর বার্তাবাহক বা পিওন’ বলেছিলেন, যা হয়তো শব্দ নির্বাচনে অধিক যত্নবান হওয়া উচিত ছিলো, কিন্তু এর মাঝে কোনো হেয়তাও ছিলো না।

এই কথাগুলোর জন্য তাঁকে “নবী (সা.)-এর শানে কটূক্তি”র অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে! ভাবতে কষ্ট হয়—এটাই কি আমাদের সমাজ? যেখানে যুক্তি ও দলিলের চেয়ে আবেগ ও অন্ধ আনুগত্যের আধিপত্য! যেখানে সহীহ জ্ঞানের চেয়ে লোকজ সংস্কারকে দ্বীন মনে করা হয়!

অথচ এ হামলাকারী ব্যক্তি নিজেকে তথাকথিত "সুন্নি" বলে দাবি করে। যখন সত্যিকারের শাতিমরা—যেমন থাবা বাবা, রাখাল রাহা কিংবা গালিবরা—নবীজির নামে কটুক্তি করে, তখন এই শ্রেণির লোকদের আর দেখা মেলে না। তারা তখন নিরবে মুখে কুলুপ এঁটে থাকে। কিন্তু যখন কেউ আহলে হাদীস বা সালাফি মতবাদের আকীদা তুলে ধরে—তাদের ‘তলোয়ার’ তখনই কেবল গর্জে ওঠে। তাদের দ্বীনদারির দাবি তখন খণ্ডিত হয় দ্বিমতের মুখে।

এদের দাড়ি-টুপি দেখে মানুষ ভাবে তারা দ্বীনদার। কিন্তু দাড়ি রাখলেই কেউ দ্বীনদার হয়ে যায় না, টুপি পরলেই কেউ দ্বীন বোঝে—এমন ভাবা চরম ভুল। প্রকৃত দ্বীনদার হতে হলে প্রয়োজন সহীহ জ্ঞান, দলিলভিত্তিক আকীদা এবং আবেগ নয়—হিকমাহ ও মর্মবোধের উপর ভিত্তি করা চিন্তা। দ্বীন মানে কেবল ভালোবাসা নয়, সঠিক পথে ভালোবাসার প্রকাশ।

যারা রাসূল ﷺ-এর শানে শান-শওকত দেখিয়ে নিজের বানানো শরীয়ত কায়েম করতে চায়, অথচ যখন প্রকৃত কটুক্তি হয় তখন চুপ থাকে—তাদের মুখোশ খুলে ফেলা সময়ের দাবি। এরা উম্মতের জন্য রহমত নয়, বরং এক মারাত্মক ফিতনা।

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah- দাওয়াহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share