
05/04/2025
মির্জা সাহেব,
আমাদের ভবিষ্যৎ নেতাও ( স্যার তারেক রহমান) এখন বাহিরেই আছেন। তিনিও বাহির থেকেই আপনাদের দিক নির্দেশনা দিচ্ছেন।
আপনার বয়স হয়ছে, তাই বয়সের ভারে এমন কোন কিছু বলেন না যেটা নিজেদের বিপদ ডেকে আনে।
আপনাকে শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, গত ১৭ বছরে আপনাদের ব্যর্থতা ও অপারগতার কথা মনে রাখতে হবে। আপনারা ম্যাডাম জিয়ার জন্য কিছুই করতে পারেন নি। এর জন্য নিজেরা প্রকাশ্যে সবার কাছে ক্ষমা প্রার্থনা করুন যারা উচ্চ পর্যায়ে নেতারা আছেন বা ছিলেন। খুব আরামেই ছিলেন, যখানেই ছিলেন। ম্যাডাম জিয়াকে এই দেশের মানুষ মুক্ত করছে। তাদের মতামতের উপর শ্রদ্ধা রাখুন। আর ক্ষমতার মালিক আল্লাহ্।। কখন কি বলছেন বা বললেন তা আপনার দলের স্যার তারেক রহমানের সঙ্গে কথা না বলে বলার চেষ্টা বদ্ধ করুন। শুধু আপনাকে বলছি না, আপনাদের মতো সবাইকে বলছি। তারেক স্যারকে দেশে আসার রাস্তা বন্ধ করবেন না অনুগ্রহ করে।
কিন্ত আপনারা কিছু সিনিয়র নেতাদের কথা ও ভাবভুসা দেখে মনে হচ্ছে আপনারা ত্যাগী ম্যাডাম জিয়া ও তারেক স্যারকে হেও প্রতিপন্য করার ও উনাদেরকে দেশে আসার পথ বন্ধ করতে কাজ করছেন।
এই দেশে এক মাত্র ভবিষ্যৎ কর্ণধার স্যার তারেক রহমান। এটা এই দেশের সবাই মানে ও জানে আমার মতো সাধারণ মানুষ।
তাই আপনারা ইউনুস স্যারকে দেশের সংস্কারে সাহায্য করুন। আপনারা যত বেশি সাহায্য করবেন সংস্কার কাজ ততো তাড়াতাড়ি হবে। সব সংস্কার হবে তারপরেই নির্বাচন হবে। এতে যদি ইউনুস স্যারকে দশ বছর থাকতে হয় থাকবেন। সব কিছুর সংস্কার ছাড়া আমি ব্যক্তিগত ভাবে নির্বাচনের পক্ষে না।
দেশকে ঠিক করতে সাহায্য করুন মির্জা সাহেব। আমি ও জনগণ আপনাদেকেই সাপোর্ট দিবে।
আর নয় চাদাবাজী, আর নয় ঘুষ খাওয়া। এটাই আমাদের চাওয়া।
Tarique Rahman
‘বাংলাদেশকে ধ্বংস করতে একটা গ্রুপ লেগে আছে: মির্জা আব্বাস | News | Ekattor TV ...