Ali azam

Ali azam I want to do everything for my family.

10/07/2025

সহকর্মীসহ আমি

10/07/2025

Bonding -Magic Touch sent you a Snap on Snapchat!

09/07/2025

মায়াবী রাজকন্যা::প্রেমে পড়লে মানুষ অনেক সময় নিজের স্বাভাবিক আচরণ বদলে ফেলে!
যে মানুষ একসময় খুব আত্মসম্মান নিয়ে চলত, সে-ই প্রেমে পড়ে হয়ে পড়ে কিছুটা "বেহায়া"। এই বেহায়াপনা কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি তার ভালোবাসার গভীরতার প্রকাশ। ভালোবাসার মানুষটি অবহেলা করলেও, কষ্ট দিলেও — সে মানুষটিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে না।
কারণ, প্রেমে পড়লে মানুষ একরকম আশার জালে আটকে যায়। সেই জাল খুব নরম, কিন্তু খুব শক্তিশালী। তার মধ্যে একটা বিশ্বাস কাজ করে — "সব ঠিক হয়ে যাবে। আজ যদি খারাপও হয়, কাল হয়তো সে আগের মতো ফিরে আসবে।" এই আশা তাকে আটকে রাখে। তাই শত অবহেলা, অপমান, কিংবা তুচ্ছতাকে মেনে নিয়ে সে সম্পর্কটা টিকিয়ে রাখতে চায়।
মানুষটা যদি তীব্র ঘৃণাও দেখায়, তবুও প্রেমিক মানুষটি ভাবতে থাকে — “সে রাগ করেছে, কিন্তু ভালোবাসা এখনো আছে।” সে নিজেকেই দোষ দিতে থাকে — “আমি হয়তো বুঝতে পারিনি ওকে, আমি হয়তো সময় দিতে পারিনি।” নিজের ভুল ধরে, নিজেকেই সংশোধন করতে চায়, কিন্তু সম্পর্ককে ভাঙতে চায় না।
এভাবেই ধীরে ধীরে একটা মানুষ নিজের আত্মসম্মানকে একটু একটু করে গলিয়ে ফেলে ভালোবাসার কড়াইয়ে। তবুও সে ভালোবাসে — নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। তার চোখে সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে আপন, তাই তাকে হারানোর ভয় তাকে দূরে সরে যেতে দেয় না। সে টিকে থাকে শুধু একটা ভরসায় — “ও একদিন বুঝবে, সব আবার আগের মতো হবে।”
কিন্তু বাস্তবতা হলো, এই ধরণের প্রেম একপাক্ষিক হয়ে উঠলে মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে বাইরে স্বাভাবিক দেখালেও, তার ভিতরে এক একটা অংশ ধ্বংস হয়ে যায়। তবুও সে চলে যেতে পারে না, কারণ হৃদয়ের টানটা যুক্তির চেয়ে বেশি শক্তিশালী।
এই হলো প্রেমের বাস্তব রূপ — যেখানে ভালোবাসা মানেই সবসময় সুখ নয়, বরং অনেক সময় একা সহ্য করা, অপেক্ষা করা, আর হার না মানার লড়াই করে❤️❤️

09/07/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে তারা অত্যন্ত চতুর, ঠান্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন, আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে,যেন আপনি ভাববেন একজন মানুষ এতো ভালো কীভাবে হতে পারে? তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে, পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন।
কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন,তখনই তাদের আসল রুপ আপনার সামনে উন্মোচিত হবে।
ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যা-ই করুক আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন, আরও অনেক বল রয়েছে তাদের জন্য। একটা সময় তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চুড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে।
তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহুর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়, অন্ধবিশ্বাস বা,অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

09/07/2025

হাজারো মানুষের ভিড়ে থেকেও যখন একা লাগে, তখনই বুঝি— একাকিত্ব কাকে বলে।

05/07/2025

সময় পেলে নিজেকে নিজেই ভালোবাসতে শিখো, ঘৃণা তো সবাই করে!

05/07/2025

“সফল মানুষ সবসময় ভাবেন—‘আমি কীভাবে অন্যকে সাহায্য করতে পারি?’ আর ব্যর্থ মানুষ সবসময় নিজের লাভটাই আগে দেখে—‘আমি এতে কী পাবো?’” — Brian Tracy

05/07/2025

আজ সব কিছু করেও শেষমেশ বুঝলাম, আমি ব্যর্থ। এই নষ্ট সমাজে নিজের চোখে নিজের হার দেখা সবচেয়ে কষ্টের।

05/07/2025

“ঝুঁকি নিলে তুমি কিছু না কিছু শিখবেই, কখনো তুমি সফল হবে, কখনো ব্যর্থ। কিন্তু দুই অভিজ্ঞতাই জীবনে সমানভাবে দরকারি।” — Ellen DeGeneres

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Ali azam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share