18/07/2025
মানুষের ব্যাপারে আমার কনফিডেন্স মোটামুটি শুন্যের কোঠায়। এখন আর কাউকেই বলি না, অমুকের সাথে সম্পর্কটা থেকে যাবে। বা তমুক ছেড়ে যাবে না। "মানুষ চিনতে আমি কাঁচা", এই ব্যাপারটা আমি এক্সেপ্ট করে নিয়েছি। এখন যদি সকালে কেউ কাঁধে হাত রেখে, সন্ধ্যা নামতেই বুকে ছুরি বসায়, তাতেও আমি খুব বেশি অবাক হবো না। দিনে দিনে বুঝেছি, মানুষ এমনই...🤍