
07/07/2025
গাবতলীতে এক রাতে ৩টি বৈদ্যুতিক ট্রাসফরমার চুরি
(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে এক রাতে ৩টি বৈদ্যুতিক ট্রাসফরমার চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
জানা গেছে, উপজেলাধীন সুখানপুকুর ইউনিয়নের ডিহিডঙর গ্রামের পাথারে গত ৬ই জুলাই দিবাগত রাতে সেচ মেশিনের ৩টি বৈদ্যুতিক ট্রাসফরমার চুরি হয়েছে। ডিহি ডঙর গ্রামের মৃত আশরাফুল হক, মোঃ শরিফুল ইসলাম ও চামুর পাড়ার মোঃ মোজাহার প্রামানিক নামের তিন সেচ মেশিন মালিকের
অনুমানিক ৩লক্ষ টাকার ১৫কেবির ট্রাসফরমার চুরি হয়েছে। ট্রাসফরমারের মালিকরা সকালে দেখতে পান ট্রাসফরমারের ভিতর থেকে চোর সকল মালামাল চুরি হয়ে গেছে। শুধু ফাকা বোতলটি পড়ে আছে। এঘটনায় পরিবারগুলো হতাশায় ভুগছেন। ভুক্তভোগীরা কোন উপায় না পেয়ে ৭ই জুলাই সোমবার গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য এরআগে নেপালতলী ইউনিয়নের বুরুজ গ্রামে ট্রাসফরমার চুরির ঘটনায় কয়েকজন চোর কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।