Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া

Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া Channel Mainly Personal Channel For Latest Video & News Update Channel So Support By BOGUR NEWS MEDIA

শাজাহানপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভে-আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবেআগামী জাতীয় সংসদ নির্বাচনে ল...
26/09/2025

শাজাহানপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভে-আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন ও জুলাই সনদে আইনগত ভিত্তি দিতে হবে। আওয়ামী দোসর ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে। যদি ভোটাধিকার হরণ হয়, তবে জনগণ গ্রাম-গঞ্জে প্রতিরোধ গড়ে তুলবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে
এবং উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাঝিরা ইউপি সাবেক চেয়ারম্যান আমীর আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক,উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম,বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ আব্দুল মোমিন, ওলামা বিভাগের সভাপতি প্রভাষক কাওসার আলী, উপজেলা অফিস সেক্রেটারি অধ্যাপক গাজীউর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান সহ আরও অনেকে।

বগুড়ায় জামায়াতের ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিতজুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ ন...
26/09/2025

বগুড়ায় জামায়াতের ৫ দফা দাবীতে
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রটারী অধ্যাপক রফিকুল আলম, শিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি এ্যাড. আলাউদ্দিন সোহেল, শহর জামায়াতের সহকারী সেক্রটারী মোঃ আল- আমিন, শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাওঃ আব্দুল হামিদ বেগ, শহর শিবির সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, শহর জামায়াতের আইন সম্পাদক আইন সম্পাদক এ্যাড. শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা মাওঃ আব্দুস সালাম যুক্তিবাদী, মাওলানা হেদাইতুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী শফিক, এনামুল হক রানা, আল জাবের হক্কানী প্রমূখ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্যই জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানাচ্ছে। আমরা মনেকরি যারা বিরোধীতা করছেন তারাও একদিন পি আর পদ্ধতির সুফল বুঝতে সক্ষম হবেন এবং এই দাবী মেনে নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান...
25/09/2025

বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার জেলার সদর, ধুনট, শাজাহানপুর ও কাহালু উপজেলায় আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ প্রতিবন্ধী, ক্যান্সার ও কিউনী রোগে আক্রান্ত ৬জনের চিকিৎসার খোঁজখবর নেন ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন শেষে অর্থিক সহায়তা প্রদান করেন। বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতির বাহিরে তিনি অসহায় মানুষের পাশে রয়েছেন সবসময়।আমরা বিএনপি পরিবার নামে সংগঠন গড়ে সারাদেশেই দরিদ্র অসহায়, অসুস্থ মানুষের কল্যানে উদ্যোগ নিয়েছেন। জনাব তারেক রহমানের নির্দেশনায় সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের পরামর্শে আজ জেলার বিভিন্ন উপজেলায় সহায়তা দেয়া হয়েছে। এ কার্যক্রম অব্যহত থাকবে। তিনি জিয়া পরিবারের কল্যান কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন। এসময় বিএনপি ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, বিএনপি নেতা আনোয়ার হোসেন জুয়েল, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, এড. কামাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফ...
25/09/2025

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবে সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, বগুড়া প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া, আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুল সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আহমেদ, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মোস্তফা মোঘল, আব্দুস সালাম, আল মুমিন, রাজিকুল ইসলাম রাফু, মির্জা আহসান হাবিব দুলাল, সানাউল হক শুভ, আবু মুসা, আব্দুল মজিদ, মিনাজুল ইসলাম সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে পেস ইমাম মাওলানা বেলায়েত হোসেন।

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে গোকুল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ ...
25/09/2025

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্টের
ফাইনালে গোকুল ইউনিয়ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫” এর ফাইনালে উন্নীত হয়েছে গোকুল ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে ১৬নং ওয়ার্ড কে ৪-০ গোলে বিশাল ব্যবধানে হারায় গোকুল ইউনিয়ন। বিজয়ী দলের আতিক ২টি, মিষ্টার ও বাবু মিয়া একটি করে গোল করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আসম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনসহ নেতৃবৃন্দ মাঠে বসে বিপুল সংখ্যক দর্শকের সাথে উত্তেজনাপূর্ন সেমিফাইনাল খেলা উপভোগ করেন। আগামী ২৯ সেপ্টেম্বর আলতাফুন্নেছা খেলার মাঠে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখী হবে ১২নং ওয়ার্ড বনাম ২০নং ওয়ার্ড।

25/09/2025

আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া থেকে সরাসরি.....আজকের খেলা ১৬নং ওয়ার্ড বনাম গোকুল ইউনিয়ন

তারেক রহমানের নির্দেশে বগুড়ায়অসহায়দের পাশে যুবদলবিকেল থেকে গভীর রাত অবধি তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদলের নেতৃব...
25/09/2025

তারেক রহমানের নির্দেশে বগুড়ায়
অসহায়দের পাশে যুবদল

বিকেল থেকে গভীর রাত অবধি তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ আদমদিঘী, দুপচাঁচিয়া ও শান্তাহার এলাকার পাঁচজন অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুনছুর রহমান (তালোড়া পৌরসভা) কিডনি ও পিত্তথলির সমস্যায় ভুগছেন। রওশন আরা (দুপচাঁচিয়া) শহীদ রামীমের মা তারেক রহমানের উপহার পেয়ে আবেগে কেঁদে ফেলেন। আব্দুল আজিজ মাস্টার (কোমারপুর, আদমদিঘী) বয়স ও অসুস্থতার ভারে ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করেন। তোতা মন্ডল (রামপুরা, আদমদিঘী): এতটাই অসুস্থ যে অন্যের কাঁধে ভর করে দাঁড়াতে হয়। রাকিবুল হাসান চঞ্চল (শান্তাহার): বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে মেরুদন্ড ভেঙে গেছে, চলাফেরা তো দূরের কথা, কথাও বলতে পারছেন না।তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত সহায়তা পেয়ে এসব অসহায় মানুষদের চোখে ছিল কৃতজ্ঞতা ও আশার আলো। চিকিৎসার খরচে নিঃস্ব হয়ে যাওয়া রাকিবুল হাসান চঞ্চল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন, যেন বাঁচার শেষ আশাটুকু ফিরে পেয়েছেন। জেলা যুবদলের নেতারা জানান, তারেক রহমানের নির্দেশে ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

25/09/2025

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ জোহর সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সেন্ট্রাল মসজিদে আজ বৃহস্পত...
25/09/2025

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে সেন্ট্রাল মসজিদে আজ বৃহস্পতিবার বাদ জোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

24/09/2025

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫ এর বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়।

বগুড়ায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষনের উদ্বোধনষ্টাফ রিপোর্টার: তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ...
24/09/2025

বগুড়ায় সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষনের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার: তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বগুড়া জেলা সুইমিংপুলে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং মাসব্যাপী সাতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা সুইমিংপুলে ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মাসব্যাপী সাতার প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাঁতার হলো একটি জীবন রক্ষাকারী টেকনিক। কিশোর বয়স থেকেই সাঁতার শিখতে হবে। তিনি আরও বলেন, প্রত্যেক পিতামাতাকে সন্তানের ভবিষ্যত চিন্তা করে তাদের সাঁতার শেখাতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মো: তোসাদ্দেক হোসেন ,জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, বাংলাদেশ সুইমিং ফেডারেশন এর সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মমিনুর রশীদ শাইন ও খালেদ মামুদ রুবেল। সাঁতার প্রশিক্ষক মো. রানা, তিব্বত,শাহিল,রুহুল প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন

উল্লেখ যে, ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহন করেন সাঁতার প্রতিযোগিতার ১৬টি ইভেন্টে বিভিন্ন ক্লাবের মোট ১৩০জন বালক অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে তিনজন করে মোট ৪৮ জন বিজয়ীকে পুরস্কৃত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

24/09/2025

Live... Cricket March || লাইভ ক্রিকেট ম্যাচ

Address

Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া:

Share