Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া

Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া Channel Mainly Personal Channel For Latest Video & News Update Channel So Support By BOGUR NEWS MEDIA

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না ---মাওলানা রফিকুল ইসলাম খানবাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী...
27/11/2025

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না
---মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। স্বাধীনতার পর দেশ তিনটি দল শাসন করেছে—একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেকটি দল নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, আর তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতি-দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে একটি দলের নিজেদের মধ্যে সংঘর্ষে দুইশত লোক নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয় তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন—কোনো দলের নয় উল্লেখ করে তিনি বলেন, এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবে—সুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে কাজ করতে পারবে।”

তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করবো এবং চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তুলবো।”

উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এরুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আবিদুর রহমান সোহেলজামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দূর্নীতিক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ উপহা...
26/11/2025

এরুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় আবিদুর রহমান সোহেল

জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস দূর্নীতি
ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ উপহার দিবে
জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন পক্ষে আপনারা রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া কোনদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবেনা। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন শাসন দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। আজ বুধবার বিকেলে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ীতে ইউনিয়ন জামায়াত আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকে গণ সংযোগ ও পথ সভায় একথা বলেন। ইউনিয়ন আমীর মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী দুলালের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন শহর দাওয়াহ ও শিক্ষা সম্পাদক ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস আলী, আহসান হাবিব সাকিল, বাদল, রায়হান আলী, ফরহাদ হোসেন, মাহফুজার রহমান, কনকসহ প্রমুখ।

বগুড়ায় ৮ দলের লিয়াজো কমিটি বৈঠকেরাজশাহীতে মহাসমাবেশ সফলের আহ্বানআসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তব...
26/11/2025

বগুড়ায় ৮ দলের লিয়াজো কমিটি বৈঠকে
রাজশাহীতে মহাসমাবেশ সফলের আহ্বান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত সহ ৮ দল। আগামী ৩০ নভেম্বর রবিবার বেলা ২ ঘটিকায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে উক্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে মঙ্গলবার রাতে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও বগুড়া শহর আমীর আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেক্রেটারী আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ৮ দলের সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আ ন ম মামুনুর রশিদ, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আহসানুল হক, নির্বাহী সভাপতি মুফতি মামুন রহমানী, খেলাফত মজলিশের সভাপতি মাওলানা এহসানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইশা আন্দোলনের সহ সভাপতি ইসাহাক আলী, খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাওলানা আল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি শামীম আকতার পাইলট, বাঙলাদেশ ডেভলপমেন্ট পার্টি বগুড়া জেলা সভাপতি এ্যাডভোকেট শাফিকুর রহমান শাফি, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা নিজাম উদ্দিন, রফিকুল আলম, মাওলানা আব্দুল মতিন, হাফেজ শফিকুল ইষরাম,মাওলানা তৌহিদুল ইসলাম, মাওলানা আব্দুল বাছেত, মাওলানা আব্দুল হাকিম সরকার, শাহজাহান আলী তালুকদান, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, আজগর আলী, আব্দুল হালিম বেগ প্রমুখ।
এদিকে সভা শেষে ৮ দলের এক যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবীতে ৮ দল যুগপৎ কর্মসূচী পালন করে আসছে। যৌথসভায় নেতৃবৃন্দ বলেন- জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ৮ দল। ইতোমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে করার দাবি ছিল আমাদের। কিন্তু সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি। ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে।

বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজ রোবাকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমানবগুড়ায় যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবাকে আর্থিক ...
26/11/2025

বগুড়ায় কিডনি রোগী শাহনেওয়াজ রোবাকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

বগুড়ায় যুবদলের সাবেক নেতা শাহনেওয়াজ আলম রোবাকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শাজাহানপুর উপজেলার নয়মাইল হাট এলাকায় রোবার বাসভবনে তার হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। দলের একজন দুঃস্থ কর্মীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই সহায়তা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে বিএনপির মিডিয়া সেল রাজশাহী-রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ সাবেক যুবদল নেতা রোবার হাতে অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। শাহনেওয়াজ আলম রোবা ১৯৯৬ থেকে ২০১১ সাল পর্যন্ত শেরপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং একই সাথে জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালেসিস করতে হয়। যুবদলের একনিষ্ঠ এই নেতার অসুসস্থতার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে আর্থিকভাবে সহযোগীতার নির্দেশ দেন। রাজশাহী-রংপুর মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বলেন, শাহনেওয়াজ আলম রোবা যুবদলের পরীক্ষিত নেতা। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তার অসুস্থতার কথা শুনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। একই সঙ্গে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সেটি তার হাতে তুলে দিই। এ ছাড়া তার যে কোনো ধরণের সহযোগীতায় আমরা পাশে থাকবো। শাহনেওয়াজ আলম রোবা জানান, তার রাজনীতির জীবনে কখনও কোনো সহায়তা পাননি। আজ প্রথম স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা পেয়ে আবেগ আপ্লুত। এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান অটল, আড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসীন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব, জেলা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, দপ্তর সম্পাদক রিয়াজ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তোরাব ও তাজুল, শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিব হোসাইন উপস্থিত ছিলেন।

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণবিএনপির ভারপ্রাপ্ত চেয়...
25/11/2025

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুল ইসলামের দোয়া ও খাবার বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ভিপি সাইফুল ইসলামের দোয়া মাহফিল খাবার বিতরণ করা হয়েছে। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের আয়োজনে দোয়া মাহফিল, রিক্সাচালক ও ফুটপাতের দোকানদারের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে তারেক রহমানের দীর্ঘআয়ু ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করা হয়ে।

এ সময় ভিপি সাইফুল ইসলাম বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে সারাটি জীবন কাজ করেছেন। তিনি আজ গুরুতর অসুস্থ্য। আপনারা দোয়া করুন তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবার দেশের জন্য কাজ করতে পারেন। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম বগুড়া ইউনিটের সাধারন সম্পাদক আব্দুল মতিন মন্ডল, বিএনপি নেতা আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, আখতারুজ্জামান, সজিব, আবু জাফর জেমস, আব্দুল আওয়াল, কনক, মতিন কাজি, জাহাঙ্গীর আলম, রাঙ্গা, সোহেল রানা সুমন,তৌহিদুল ইসলাম, আব্দুল জলিল, মুন্না, সোয়েব মাহমুদ অভি, সৈয়দ নাহিদ, আরিফিন, শাকিল প্রমুখ।

24/11/2025

কবি সম্মেলন উপলক্ষে সাংবাদিক সম্মেলন...

তারেক রহমানকে নির্বাচিত করতে ডোর টু ডোর ভোট চেয়ে গণসংযোগ করছি-ভিপি সাইফুলবগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা...
24/11/2025

তারেক রহমানকে নির্বাচিত করতে ডোর টু ডোর ভোট চেয়ে গণসংযোগ করছি-ভিপি সাইফুল

বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ২৪ নভেম্বর সোমবার বিকালে বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের বৌ-বাজার, কৈপাড়া ও নাইটপাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন, সদর আসনে তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ভাবে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে গণসংযোগ করছি। তারেক রহমানকে নির্বাচিত করতে আমরা ডোর টু ডোর ভোট ভোট চাইতে মাঠে কাজ করছে। গণসংযোগে সাধারণ মানুষেরাও আমাদের সাথে প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছেন। তারেক রহমান নির্বাচিত অসহায় প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম খরচে পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কনতে পারবেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস, সাবেক প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তাম আলী, আব্দুল খালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক বেলাল হোসেন নাননু, আব্দুল গফুর দারা, মাহবুব হাসান লেমন, আতিকুজ্জামান সজীব, খায়রুজ্জামান জিয়া, হাসানুজ্জামান পলাশ, জাহাঙ্গীর আলম, আবু জাফর জেমস্, খান জাহাঙ্গীর, রবিউল ইসলাম আওয়াল, সুলতান আহমেদ, সোহেল রানা সুমন, সহিদুল, রাঙ্গা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ ও আরিফিন খালিদ।

উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন-ভিপি সাইফুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা...
23/11/2025

উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন-ভিপি সাইফুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদর আসেন ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর রবিবার বিকালে বগুড়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের বিসিক, ফুলবাড়ি ও মধ্য ফুলবাড়ী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন, বগুড়ায় যেসকল উন্নয়ন দৃশ্যমান দেখতে পাচ্ছেন এগুলো কাজ তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন। বগুড়া সদরের মানুষ তারেক রহমানকে ভোট দিতে অধির আগ্রাহে আছেন। উন্নত রাষ্ট্র গঠনে বিএনপি ৩১দফা বাস্তবায়ন করবে। ৩১ দফায় সাধারণ মানুষ, চাকুরীজীবী, শ্রমিকসহ সকলের কথা আছে এটি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এখন একটি দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে চায় ভোট নেওয়ার জন্য। আপনারা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, সুলতান আহমেদ, সোহেল রানা সুমন, সহিদুল, রাঙ্গা, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, মোঃ আশরাফুল ইসলাম, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ ও আরিফিন খালিদ।

22/11/2025

আজকের খেলা শুরু গাজীপুর কুটির শিল্প মেলা ২৩ নভেম্বর ২৫ | Live Gazipur Melar 23/11/2025

বগুড়ার উন্নয়ন শুধু তারেক রহমানের হাত ধরেই হয়েছে-ভিপি সাইফুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা...
22/11/2025

বগুড়ার উন্নয়ন শুধু তারেক রহমানের হাত ধরেই হয়েছে-ভিপি সাইফুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদর আসেন ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২২ নভেম্বর শনিবার বিকালে বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের লতিফপুর, কলোনী, চকফরিদ, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসনে তাকে প্রার্থী হিসাবে পেয়েছি। সকলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। বগুড়াবাসির নিজেদের উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয়ী করুন। আমরা দীর্ঘ ১৭বছর উন্নয় বঞ্চিত ছিলাম। বগুড়ার উন্নয়ন শুধু তারেক রহমানের হাত ধরেই হয়েছে। তাই তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এসময় উপস্তিত ছিলেন বগুড়া জেলা বিএনপি জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সাবেক কাউন্সিলর জহরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মাহমুদ শরীফ মিঠু, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, আতাউর রহমান শামীম, আবু জাফর জেমস্, সুলতান আহমেদ, সোহেল রানা সুমন, সাইমুম ইসলাম, সেলিম রানা, বেলার মন্ডল, মতিন কাজি, সহিদুল, রাঙ্গা, আতিক হক মল্লিক, শিমুল ইসলাম জকি, মুন্না, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ নাহিদ ও আরিফিন খালিদ।

Address

Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bogura News Media / বগুড়া নিউজ মিডিয়া:

Share