
26/09/2025
শাজাহানপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভে-আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন ও জুলাই সনদে আইনগত ভিত্তি দিতে হবে। আওয়ামী দোসর ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে। যদি ভোটাধিকার হরণ হয়, তবে জনগণ গ্রাম-গঞ্জে প্রতিরোধ গড়ে তুলবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে
এবং উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাঝিরা ইউপি সাবেক চেয়ারম্যান আমীর আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক,উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম,বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ আব্দুল মোমিন, ওলামা বিভাগের সভাপতি প্রভাষক কাওসার আলী, উপজেলা অফিস সেক্রেটারি অধ্যাপক গাজীউর রহমান, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান সহ আরও অনেকে।