নতুন দিগন্ত নিউজ

নতুন দিগন্ত নিউজ বিনোদনের জন্য আমরা

আমাদের জাকের আলী ❤️রাদারফোর্ডের যে নাম সে তুলনায় আমাদের জকের আলী অনেক এগিয়ে। পরিসংখ্যান তাই বলছে 🫵🫂
31/07/2025

আমাদের জাকের আলী ❤️
রাদারফোর্ডের যে নাম সে তুলনায় আমাদের জকের আলী অনেক এগিয়ে। পরিসংখ্যান তাই বলছে 🫵🫂

31/07/2025

মুহূর্তের মধ্যে শখের বাইকটি কিভাবে নিয়ে গেল দেখুন.. 😢😢😢

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির আরও...বিস্তারিত কমে...
31/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির আরও...

বিস্তারিত কমেন্টে

"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের ব...
31/07/2025

"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।
জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।

30/07/2025

টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধানে ফায়ার সার্ভিস.. 😔😔

বারবার শুধু বাচ্চাটির চোখদুটোর দিকে তাকাচ্ছি আর পাশের ছেলেটার পৈশাচিক আনন্দ দেখছি।একজোড়া জুতা চু'রি করার অপরাধে বাচ্চাটি...
30/07/2025

বারবার শুধু বাচ্চাটির চোখদুটোর দিকে তাকাচ্ছি আর পাশের ছেলেটার পৈশাচিক আনন্দ দেখছি।

একজোড়া জুতা চু'রি করার অপরাধে বাচ্চাটির গলায় জু'তার মালা পড়িয়ে ঘুরিয়েছে বাজারের লোকজন!

কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এই বাচ্চাটি কেন এই কাজে নিজেকে জড়ালো?

এখনকার বেশিরভাগ অভাবগ্রস্ত পরিবার, সমাজ ব্যবস্থা আর নির্দিষ্ট কিছু মানুষের স্বার্থ উদ্ধারের জন্য তারা এই বাচ্চা শিশুদের দিয়ে এই অপকর্মগুলো চালিয়ে থাকে।

তারা ছোটো থেকেই এইগুলো তাদের শিক্ষা দিয়ে থাকে। মনে রাখবেন, একটা শিশু কিন্তু জন্মের পর থেকে চো'র হয়ে জন্মায় না, তাদের কে এইভাবে বানানো হয়।

ঘটনাটি ঘটেছে পাংশা বাজার, পাংশা, রাজবাড়ী।

আপনি যে জীবন নিয়ে অভিযোগ করছেন, সেটা অন্য কারো কাছে কেবল স্বপ্ন...🥺
29/07/2025

আপনি যে জীবন নিয়ে অভিযোগ করছেন, সেটা অন্য কারো কাছে কেবল স্বপ্ন...🥺

ওরা হয়তো জানতো আজকেই তাদের শেষ স্কুল। আল্লাহ তুমি সহায় হও।
21/07/2025

ওরা হয়তো জানতো আজকেই তাদের শেষ স্কুল।
আল্লাহ তুমি সহায় হও।

উত্তরা মাইল স্টোন কলেজের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে কষ্ট হচ্ছে,🥲আল্লাহ ওদের কে ধৈর্য্য ধরার তাওফিক দিন আমিন,🤲🤲
21/07/2025

উত্তরা মাইল স্টোন কলেজের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে কষ্ট হচ্ছে,🥲
আল্লাহ ওদের কে ধৈর্য্য ধরার তাওফিক দিন আমিন,🤲🤲

18/07/2025

ফ্রী ডাটা পেতে ডায়াল করুনঃ

🟦গ্রামীণফোন - *১২১*১৮০৭ #
🟥রবি - *৪*১৮০৭ #
🟧বাংলালিংক - *১২১*১৮০৭ #
🟩টেলিটক - *১১১*১৮০৭ #

Address

Puran Bogra
5840

Website

Alerts

Be the first to know and let us send you an email when নতুন দিগন্ত নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share