
21/07/2025
আমি কথায় কথায় দেশ ছাড়া বা দেশকে কিছু নিয়ে দোষারোপ করার পক্ষপাতিত্য করি না। তবে আজকের এই ঘটনাটির দায় কার? এতো এতো ছোট বাচ্চা তাদের এই অবস্থা গুলো চোখে দেখে সহ্য করার মতো না। পাইলট তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। তার পরেও পরিনতি এমন। মহান আল্লাহ তায়ালা মানুষ গুলোর হেফাজত করুন। মা-বাবা সকলে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।