Jannat's Life

Jannat's Life Hi it's me jannat. Your girl from BOGURA ❤️

আমি কথায় কথায় দেশ ছাড়া বা দেশকে কিছু নিয়ে দোষারোপ করার পক্ষপাতিত্য করি না।  তবে আজকের এই ঘটনাটির দায় কার? এতো এতো ছোট বা...
21/07/2025

আমি কথায় কথায় দেশ ছাড়া বা দেশকে কিছু নিয়ে দোষারোপ করার পক্ষপাতিত্য করি না। তবে আজকের এই ঘটনাটির দায় কার? এতো এতো ছোট বাচ্চা তাদের এই অবস্থা গুলো চোখে দেখে সহ্য করার মতো না। পাইলট তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। তার পরেও পরিনতি এমন। মহান আল্লাহ তায়ালা মানুষ গুলোর হেফাজত করুন। মা-বাবা সকলে ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

I just can't process, worst news feed ever
21/07/2025

I just can't process, worst news feed ever

আমার অবসর সময়ের সবচেয়ে পছন্দের কাজ আম্মুর সাথে ঘ্যানঘ্যান করা কিছু না কিছু নিয়ে🙂তোমরা অবসরে কি করো?
18/07/2025

আমার অবসর সময়ের সবচেয়ে পছন্দের কাজ আম্মুর সাথে ঘ্যানঘ্যান করা কিছু না কিছু নিয়ে🙂

তোমরা অবসরে কি করো?

Nilanjana 💙❄️🌊🌀
16/07/2025

Nilanjana 💙❄️🌊🌀

Fishworld🐚🐙🐠🐟🐬
14/07/2025

Fishworld🐚🐙🐠🐟🐬

13/07/2025
আমার পরিবারে সবচেয়ে ছোট আমিই ছিলাম। কিছু বছর আগেও সবার কাছে বাচ্চা মেয়ে। তবে পাশে যেই পরি দুটাকে দেখা যাচ্ছে এরা আসার পর...
11/07/2025

আমার পরিবারে সবচেয়ে ছোট আমিই ছিলাম। কিছু বছর আগেও সবার কাছে বাচ্চা মেয়ে। তবে পাশে যেই পরি দুটাকে দেখা যাচ্ছে এরা আসার পর থেকেই এখন নিজেকে বড় বড় মনে হয়।
সময় আসলেই পানির মতো চলে যায়। আগে যখন পরিবারের অন্য বড়রা আমাকে বলতো সেই দিনই তো ছোট দেখলাম তোমাকে। এত বড় হয়ে গেছো!!!! এখন এই অনুভূতিটা আমি এই বাচ্চাগুলো কে দেখে বুঝি, মনে হয় সেইদিন না হইল এরা? কাঁথার ভিতর মুরায়ে বাড়ি আনা হয়ছিল। কখন এরা এতো কথা বলা শিখে গেলো। চোখের পলকেই সবাই বড় হয়তে থাকে।

প্রথম ছবিটা ২০২০ সালের, তখন মেকআপ সবে মাত্র শিখছি।  ভাবতাম মুখে যাতো বেশি মেকআপ করবো ততবেশি ভালো দেখাবে। ছবিটা দেখে হাসি...
09/07/2025

প্রথম ছবিটা ২০২০ সালের, তখন মেকআপ সবে মাত্র শিখছি। ভাবতাম মুখে যাতো বেশি মেকআপ করবো ততবেশি ভালো দেখাবে। ছবিটা দেখে হাসি পেয়েছে ঠিকি তবে তখন এভাবে মেকআপ করতাম বলেই হয়তো আজ এইভাবে সাজতে পারি। সময়ের সাথে শিখে উঠেছি
আরো অনেক শেখার বাকি এখনো।
তখন মেকআপ করার ২০মিনিট পরই মুখ কালো হয়ে যেতো। মেকআপ বসতো না। মুখে কেমন মেকআপ মানাবে বুঝতাম না। তবে চেষ্টা চালিয়ে গেছি। 🫶

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Jannat's Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category