Simple life vibes

Simple life vibes Life is really simple, but we insist on making it complicated.

15/09/2025

*ইমাম মাহদী আসার পূর্বে প্রায় ৭০টি আলামতের*
* হাদীসে বর্ণনা আছে।* *তার মধ্যে প্রায়*
*৬৫টি পূর্ণ হয়ে গেছে।* *এর কয়েকটি তুলে*
*ধরলাম*
-
১.মানুষের ধন-সম্পদ বৃদ্ধি হবে (বুখারী)
২.মানুষ চুলে কলপ ব্যবহার করবে (আবু দাউদ)
৩.ঘন ঘন ভূমিকম্প হবে (বুখারী)
৪.(বিনা বিচারে) হত্যাকান্ড বেড়ে যাবে (বুখারী
ও মুসলীম)
৫.ঘন ঘন বাজার বসবে ও মহিলারা সর্বপ্রথম
সেখানে ঢুকবে (বুখারী,মুসলীম ও মিশকাত)
৬.(পুরুষের তুলনায়) মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে
(বুখারী ও মুসলীম)
-
এছাড়াও আরো রয়েছে,
-ঘন ঘন বজ্রপাত হবে। বিভিন্ন এলাকার মানুষের
যখন পরস্পরের সাথে দেখা হবে, তারা বলবে
গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা
গেছে,
-সুদের ছড়াছড়ি হবে,
-জ্বীনা-ব্যভিচার (প্রেম -ভালবাসা,অবৈধ
সম্পর্ক,পরকীয়া) বেড়ে যাবে,
-সময়ের দ্রুত চলে যাবে (বরকত কমে যাবে),
-গান-বাজনা ব্যাপক বৃদ্ধি পাবে ও তাকে হালাল মনে
করা হবে,
-মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নাম দিয়ে বিক্রি
করা হবে,
-আকাশ থেকে (স্যাটালাইটের মাধ্যমে) ফেতনা
বর্ষিত হবে,
-মুসলীম উম্মাহর একদল মূর্তিপূজা করবে (বুঝে
নেন!),
-দাসী তার প্রভুকে জন্ম দেবে (মেয়ে তার
মায়ের সাথে দাসীর মত ব্যবহার করবে),
-নায়ক-নায়িকা -গায়ক,গায়িকা (Singers),ন*র্তকী(Dancers)দের ক্বদর বেড়ে যাবে,
-মুসলীমরা সব জায়গায় নির্যাতিত হবে
-ফুরাত নদী শুকিয়ে যাবে (বর্তমানে শতকরা ৯৪
ভাগ শুকিয়ে গেছে!খবর রাখেন?)আর তা
থেকে স্বর্নের পাহাড় উঠে আসবে।শতকরা ৯৯
ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে
,
-সৌদি নেতৃত্বে তিনটি ফাটল হবে (বর্তমান বাদশাহর
তিনজন ছেলে)

বাকি ৫ টির মধ্যে ৪ আলামত,,, যা পূরণ হলে
কেয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে,,
সেগুলো...
১.আলেমদের থেকে ইলম উঠিয়ে নেবে,
২.ক্বারিদের থেকে তেলাওয়াত উঠিয়ে
নেবে,
৩.কোরআনের লেখা মুছে যাবে মানে একদম
সাদা হয়ে যাবে,
৪.পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে।
আগে মনে হতো কেয়ামত আসতে এখনো
সময় আছে।। কিন্তু এখন মনে হয় কেয়ামত
এতো কাছে যে হয়তো আমিও কেয়ামত
দেখতে পারবো,,,,
অথচ প্রতিদিন মৃ*ত্যু আমাকে ৭ বার স্মরণ করছে
আল্লাহ আমাদের সকল মুসলিমদের ইমান ধরে রাখার
তৌফিক দান করুন,,
হে আল্লাহ আমরা সকলেই আপনার কাছে গুনাহগার।।
আপনার দেয়া এতো সুন্দর পৃথিবীটা কে আমরা
শয়তানের ধোকায় এসে নষ্ট করে দিচ্ছি।।
আমাদের কে ক্ষমা করুন ।
আমিন।

04/08/2025

সকাল-সন্ধ্যার আমল:

(১) আ’উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মা-তি, মিং-শাররি মা-খলাক্ব।

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
সকাল-সন্ধ্যায় তিনবার পড়া। বিষ, যাদু এবং অন্যান্য ক্ষতি থেকে বাঁচতে। (জামে তিরমিযী, ৩৫৫৯)।

(২) বিসমিল্লা-হিল্লাযী লা-ইয়াদ্বুররু মা‘আসমিহী, শাইউং ফিলআরদ্বী ওয়ালা- ফিসসামা-ই, ওয়াহুওয়াস সামি’উল ‘আলীম।

بِسْمِ اللهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ العَلِيمُ
সকাল-সন্ধ্যায় তিনবার পড়া। সব ধরনের ক্ষতি এবং বিপদ-আপদ থেকে নিরাপদ থাকতে..। (জামে তিরমিযী, ৩৩৩৫)।

(৩) সূরা তাওবাহ ১২৯ নম্বর আয়াতের অংশ

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
যে ব্যক্তি সন্ধ্যায় সাতবার এটি পাঠ করবে, আল্লাহ তায়ালা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। (সুনানে আবি দাউদ)।

(৪) সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস: প্রতিদিন সকাল-সন্ধ্যায় তিনবার করে পড়া। সব ধরনের অনিষ্ট থেকে হেফাজতের জন্য এটা রাসূল (সা.) এর শিখানো আমল। (সুনানে আবি দাউদ)।

(৫) লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হামদ, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর

لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ ، وَلَهُ الْحَمْدُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
প্রতিদিন সকালে ১০০বার পড়া। এর অনেক বেশি ফজিলত, এবং জিন-শয়তানের ক্ষতি থেকে বাঁচতে এটা পরিক্ষিত আমল। (বুখারি, মুসলিম হাদিস নম্বর ৪৮৫৭) একশতবার না পারলে, অন্তত ফজর ও আসরের পর ১০বার করে পড়া। (আবু দাউদ, মুসনাদে আহমাদ)।

> অন্যান্য সময়ের আমল:

(১) সম্ভব হলে মদিনার আজওয়া খেজুরের ব্যবস্থা করা, না হয় যেকোনো আজওয়া খেজুরেও হবে। রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাতটি আজওয়া খেজুর সকাল বেলায় আহার করবে সেদিন তাকে কোনো বিষ ও যাদু ক্ষতি করতে পারবে না। (বুখারি)।

(২) ঘুমের আগের আমল-

(ক) ওজু করে ঘুমানো, তাহলে ফেরেশতারা হিফাজতের জন্য দোয়া করতে থাকে। ডান কাত হয়ে ঘুমানো। এমনিতেও সর্বদা ওজু অবস্থায় থাকা সুন্নত। (মু’জামুল আওসাত; সনদ হাসান-জায়্যিদ)।

(খ) শোয়ার পূর্বে কোনো কাপড় বা ঝাড়ু দিয়ে বিছানা ঝেড়ে নেয়া। (মুসলিম)।

(গ) আয়াতুল কুরসি পড়া। (বুখারি) সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া। (বুখারি)।

(ঘ) সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের তালুতে ফু দেয়া, এরপর পুরো শরীরে হাত বুলিয়ে নেয়া। (বুখারি)

সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পরিক্ষা ২০২৫।
23/07/2025

সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পরিক্ষা ২০২৫।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।
21/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত।

19/07/2025

04 Digit padlock unlock system;

আজ অনুষ্ঠিত  #বাংলাদেশ_পর্যটন_কর্পোরেশন এর নিয়োগ পরীক্ষার নির্ভুল প্রশ্নোত্তর -তারিখ: ১৯ জুলাই, ২০২৫
19/07/2025

আজ অনুষ্ঠিত #বাংলাদেশ_পর্যটন_কর্পোরেশন এর নিয়োগ পরীক্ষার নির্ভুল প্রশ্নোত্তর -

তারিখ: ১৯ জুলাই, ২০২৫

19/07/2025

সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

– রেদোয়ান মাসুদ

19/07/2025

#নিজের আত্মবিশ্বাসের যত্ন নিন।

আপনার সাথে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনা আপনার আত্মবিশ্বাস বাড়াতে বা কমিয়ে দিতে পারে।

যদি এমন ছোট ছোট ঘটনা গুলো আপনাকে বরাবরই কোনঠাসা করতে থাকে তা আপনার জন্য দীর্ঘ সময় পরে ক্ষতির কারণ হতে পারে।

আবার যদি এমন অনেক ছোট ছোট ঘটনা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে তাহলে তা একটা সময় দীর্ঘ মেয়াদি ভালো কিছু বড়য়ে আনতে পারে।

নিজের গুরুত্ব বুঝুন!!!

প্রতিদিন শেষে নিজের সাথে ঘটা প্রতিটি ঘটনার মূল্যায়ন করুন।

যদি সব ঠিক থাকে তো ওকে!!
আর যদি কোথাও নিজের বিপক্ষে হয়, তাহলে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরিক্ষা ২০২৫ সম্পর্কিত।
17/07/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরিক্ষা ২০২৫ সম্পর্কিত।


Address

Laldighi, Badargonj, Rangpur
Puran Bogra
5430

Telephone

+8801749692259

Website

Alerts

Be the first to know and let us send you an email when Simple life vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simple life vibes:

Share