ব্যাংক বার্তা

ব্যাংক বার্তা ব্যাংক, অর্থনীতি ও চাকরির খবরের আপডেট জানতে ব্যাংক বার্তা'য় চোখ রাখুন।

প্রতিষ্ঠানের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিপদের নামঃ মেসেঞ্জার কাম গার্ডপরীক্ষার তারিখঃ ১৭ অক্টোবর ২০২৫পরীক্ষার সময়ঃ...
17/10/2025

প্রতিষ্ঠানের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পদের নামঃ মেসেঞ্জার কাম গার্ড
পরীক্ষার তারিখঃ ১৭ অক্টোবর ২০২৫
পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
পূর্ণমানঃ ৭৫

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

১. রবীন্দ্রনাথ কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
ক. রক্ত কবরী খ. গীতাঞ্জলী গ. সোনার তরী ঘ. চোখের বালি
উত্তরঃ খ. গীতাঞ্জলী

২. বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কোনটি?
ক. জিগীষা খ. বক্তব্য গ. বিবক্ষা ঘ. কোনটি নয়
উত্তরঃ গ. বিবক্ষা

৩. ইসলামী ব্যাংকের কোন প্রধান নির্বাহী বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ছিলেন?
ক. মোহাম্মদ আবদুল মান্নান খ. এম. ফরিদ উদ্দিন আহমদ গ. এল.আর, সরকার ঘ. আব্দুর রকিব
উত্তরঃ গ. এল.আর, সরকার [পুর্ণনাম গ. এল.আর, সরকার =লুৎফর রহমান সরকার, তিনি ৬ষ্ঠ গভর্ণর ছিলেন]

৪. সার্কের রূপকার কে ছিলেন?
ক. হুসাইন মুহম্মদ এরশাদ খ. প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ. নেওরাজ শরীফ ঘ. জিগমে সিংগে ওয়াংচুক
উত্তরঃ খ. প্রেসিডেন্ট জিয়াউর রহমান

৫. ইসলামী রেনেসাঁর কবি কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. কায়কোবাদ গ. আল মাহমুদ ঘ. ফররুখ আহমাদ
উত্তরঃ ঘ. ফররুখ আহমাদ

৬. জাপানের রাজধানীর নাম-
ক. বেইজিং খ. টোকিও গ. কাবুল ঘ. ইসলামাবাদ
উত্তরঃ খ. টোকিও

৭. বিষাদ সিন্ধুর লেখক-
ক. আল মাহমুদ খ. মীর মোশাররফ হোসেন গ. কায়কোবাদ ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ খ. মীর মোশাররফ হোসেন

৮. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?
ক. ঝালকাঠি খ. ভোলা গ. পটুয়াখালী ঘ. বরগুণা
উত্তরঃ গ. পটুয়াখালী

৯. ৫ টি ফলাফলের গড় ৪৬ এবং প্রথম ৪ টি ফলাফলের গড় ৪৫ হলে পঞ্চম সংখ্যা কত?
ক. ৩০ খ. ৪৫ গ. ৫০ ঘ. ৫৫
উত্তরঃ গ. ৫০

১০. ১ লিটার সমান কত সি.সি?
ক. ১০০০ খ. ১০০ গ. ১০০০৭ ঘ. ১০
উত্তরঃ ক. ১০০০

১১. টাকায় ৩ টি করে কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
ক. ৫০% খ. ৪০% গ. ৩০% ঘ. ২০%
উত্তরঃ ক. ৫০%

১২. নিচের কোনটি মৌলিক সংখ্যা?
ক. ৯১ খ. ৬০ গ. ৪৭ ঘ. ৮৭
উত্তরঃ গ. ৪৭

১৩. ১১০ জন ছাত্রের মধ্যে ১১ জন ফেল করলে পাশের হার কত?
ক. ৮০% খ. ৭৫% গ. ৯৫% ঘ. ৯০%
উত্তরঃ ঘ. ৯০%

১৪. Always speak the truth-এটি কোন ধরণের Sentence?
ক. Assertive খ. Interrogative গ. Imperative ঘ. Optative
উত্তরঃ গ. Imperative

১৫. শূণ্যস্থান পূরণ করুন-I could not attend the school —of illness.
ক. On the occasion খ. on the verge গ. on the eve ঘ. on account
উত্তরঃ ঘ. on account

১৬. সে অংকে কাঁচা-ব্যাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
ক. He is weak in math. খ. He is bad in math. গ. He is backward. ঘ. He is raw.
উত্তরঃ ক. He is weak in math.

১৭. The patient died —-dengue.
ক. from খ. of গ. By ঘ. with
উত্তরঃ খ. of

১৮. ফিফা বিশ্বকাপ ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
ক. যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা খ. যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা গ. যুক্তরাষ্ট্র ও মেক্সিকো ঘ. যুক্তরাষ্ট্র ও কানাডা
উত্তরঃ ক. যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা

১৯. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৮৮৭ সালে খ. ১৯০২ সালে গ. ১৯২১ সালে ঘ. ১৯০৫ সালে
উত্তরঃ গ. ১৯২১ সালে

২০. কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
ক. সুলতানী আমলে খ. মুঘল আমলে গ. পাল আমলে ঘ. মৌর্য আমলে
উত্তরঃ ক. সুলতানী আমলে

২১. বর্ডার গার্ড বাংলাদেশ-এর পূর্ব নাম-
ক. বাংলাদেশ রাইফেলস খ. বর্ডার রাইফেলস পার্ড গ. বর্ডার অপারেশনস ঘ. বি.ডি রাইফেলস
উত্তরঃ ক. বাংলাদেশ রাইফেলস

২২. দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. বগুড়া খ. সিলেট গ. লালমনিরহাট ঘ. নীলফামারী
উত্তরঃ গ. লালমনিরহাট

২৩. বাংলাদেশে মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন-
ক. ১১ জন খ. ৭ জন গ. ৯ জন ঘ. ৫ জন
উত্তরঃ খ. ৭ জন

২৪. শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ. খুলনা বিশ্ববিদ্যালয় ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ঘ. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২৫. আগষ্ট মাসের কত তারিখ ৩৬ শে জুলাই?
ক. ৪ আগস্ট খ. ৫ আগস্ট গ. ৬ আগস্ট ঘ. ৭ আগস্ট
উত্তরঃ খ. ৫ আগস্ট

২৬. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার নাম কি?
ক. ডঃ সালেহউদ্দিন আহমেদ খ. আহসান এইচ মনসুর গ. আ.ফ.ম কামাল ঘ. ফজলে কবির

উত্তরঃ ক. ডঃ সালেহউদ্দিন আহমেদ

২৭. IDB এর পূর্ণরূপ কি?
ক. Islamic Development Bank খ. Internal Development Bank T. Int. Development Bank ঘ. Islamic Domestic Bank
উত্তরঃ ক. Islamic Development Bank

২৮. বিদ্রোহী কবি কে?
ক. কাজী নজরুল ইসলাম খ. জাকির আবু জাফর
গ. ফররুখ আহমাদ ঘ. আল মাহমুদ
উত্তরঃ ক. কাজী নজরুল ইসলাম

২৯. ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যানের নাম কি?
ক. শাহ আব্দুল হান্নান খ. আব্দুর রাজ্জাক লস্কর
গ. এ.এন.এম.এ জাহের ঘ. নাজির আহমেদ
উত্তরঃ খ. আব্দুর রাজ্জাক লস্কর

৩০. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
ক. ভিটামিন এ খ. ভিটামিন বি গ. ভিটামিন সি ঘ. ভিটামিন ডি
উত্তরঃ ক. ভিটামিন এ

৩১. মানুষের শরীরে অস্থি কয়টি?
ক. ২০৬ টি খ. ১০৬ টি গ. ৩০৬ টি ঘ. ৩৫০ টি
উত্তরঃ ক. ২০৬ টি

৩২. এ বছর ফিলিস্তিনি বংশোদ্ভূক্ত ওমর ইয়াগি কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. পদার্থ খ. শান্তি গ. রসায়ন ঘ. সাহিত্য
উত্তরঃ গ. রসায়ন

৩৩. খোদা কোন ভাষার শব্দ?
ক. আরবী খ. উর্দু গ. ফারসী ঘ. হিন্দি
উত্তরঃ গ. ফারসী

৩৪. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্ণরের নাম কি?
ক. আহসান এইচ মনসুর খ. সালেহ উদ্দিন আহমেদ
ঘ. এল আর সরকার ঘ. এম. ফরাসউদ্দিন
উত্তরঃ ক. আহসান এইচ মনসুর

৩৫. ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?
ক. মজনু শাহ খ. মীর নেসার আলী তিতুমীর
গ. এ.কে. ফজলুল হক ঘ. হাজী শরীয়তুল্লাহ
উত্তরঃ ঘ. হাজী শরীয়তুল্লাহ

৩৬. জাতীয় ফলের নাম কি?
ক. আম খ. কাঁঠাল গ. লিচু ঘ. আনারস
উত্তরঃ খ. কাঁঠাল

৩৭. কোন বানানটি শুদ্ধ?
ক. সমিচিন খ. সমীচীন গ. সমিচীন ঘ. সমীচিন
উত্তরঃ খ. সমীচীন

৩৮. Gen Z এর জন্ম সময়কাল-
ক. ১৯৮১-১৯৯৫ খ. ১৯৮৩-১৯৯৬ গ. ১৯০০-২০০০ ঘ. ১৯৯৭-২০১২
উত্তরঃ ঘ. ১৯৯৭-২০১২

৩৯. জাতিসংঘের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
ক. যুক্তরাজ্য খ. সুইজারল্যান্ড গ. যুক্তরাষ্ট্র ঘ. জার্মানী
উত্তরঃ গ. যুক্তরাষ্ট্র

৪০. চাকসু ভিপির নাম কি?
ক. সাদিক কায়েম খ. মোঃ ইব্রাহীম হোসেন (রনি)
গ. এস. এম ফরহাদ ঘ. কেফায়াত উল্লাহ
উত্তরঃ খ. মোঃ ইব্রাহীম হোসেন (রনি)

ইসলাম ও নৈতিক শিক্ষা অংশের সমাধানঃ

৪১. নৈতিক শিক্ষার অভাব হলে-
ক. সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় খ. অপরাধ বৃদ্ধি পায় গ. শিক্ষা হারিয়ে যায় ঘ. মানুষ সচেতন হয়
উত্তরঃ খ. অপরাধ বৃদ্ধি পায়

৪২. নৈতিক ব্যক্তি কেমন হয়-
ক. শুধু নিজের স্বার্থ দেখে খ. নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন গ. মিথ্যা বলে ঘ. সমাজ বিরোধী কাজ করে
উত্তরঃ খ. নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন

৪৩. পর্দা করা-
ক. নারীর জন্য ফরয খ. পুরুষের জন্য ওয়াজিব গ. নারী-পুরুষের জন্য ফরজ ঘ. নারী-পুরুষের জন্য ওয়াজিব
উত্তরঃ গ. নারী-পুরুষের জন্য ফরজ

৪৪. যাকাত বণ্টনের খাত কয়টি?
ক. ৮ টি খ. ৭টি গ. ৬ টি ঘ. ৫ টি
উত্তরঃ ক. ৮ টি

৪৫. হাদীস শাস্ত্রের প্রধান ৬ টি বিশুদ্ধ সংকলনকে কি বলে?
ক. হাদীসে কুদসী খ. মুত্তাফিকুন আলাইহি গ. সিহাহ সিত্তাহ ঘ. মসনাদে আহমদ
উত্তরঃ গ. সিহাহ সিত্তাহ

৪৬. আল কুরআনে সিজদাহ্-এর আয়াত সংখ্যা-
ক. ১৪ টি খ. ১৫ টি গ. ১৯ টি ঘ. ২০ টি
উত্তরঃ ক. ১৪ টি

৪৭. মুনাফিকের আলামত কতটি?
ক. ৭ টি খ. ৬ টি গ. ৫ টি ঘ. ৩ টি
উত্তরঃ ঘ. ৩ টি

৪৮. দ্বীন অর্থ কি?
ক. ধর্ম খ. জীবন বিধান গ. দরিদ্র ঘ. দিবস
উত্তরঃ খ. জীবন বিধান

৪৯. ইসলাম ধর্মের প্রবর্তক-
ক. হযরত মোহাম্মদ (সঃ) খ. হযরত ইব্রাহীম (আঃ)
গ. হযরত আদম (আঃ) ঘ. হযরত নূহ (আঃ)
উত্তরঃ ক. হযরত মোহাম্মদ (সঃ)

৫০. জামায়াতের সাথে নামাজ পড়া-
ক. ফরজ খ. ওয়াজিব গ. নফল ঘ. সুন্নত
উত্তরঃ খ. ওয়াজিব

৫১. শিরক কি?
ক. আল্লাহর ক্ষমতায় অংশীদার করা খ.আল্লাহকে বিশ্বাস না করা গ. ইসলাম না মানা ঘ. নবুয়তকে অস্বীকার করা
উত্তরঃ ক. আল্লাহর ক্ষমতায় অংশীদার করা

৫২. ইসলামের রুকন কয়টি?
ক. ৭ টি খ. ৬ টি গ. ৫টি ঘ. ৪ টি
উত্তরঃ গ. ৫টি

৫৩. ইসলাম শব্দের অর্থ কি?
ক. ধর্ম খ. ইবাদত গ. আত্মসমর্পণ ঘ. আনুগত্য
উত্তরঃ গ. আত্মসমর্পণ

৫৪. কসরের নামাজ কখন পড়তে হয়-
ক. অসুস্থ হলে খ. যুদ্ধের সময় গ. সফরের সময় ঘ. চন্দ্র গ্রহণের সময়
উত্তরঃ গ. সফরের সময়

৫৫. হাদীসের মূল অংশকে কি বলে?
ক. সনদ খ. মতন গ. আছার ঘ. রেওয়ায়াত
উত্তরঃ খ. মতন

৫৬. সর্বোচ্চ সংখ্যক হাদীস বর্ণনাকারী সাহাবীর নাম কি?
ক. আবু হুরাইরা (রাঃ) খ. আবদুল্লাহ ইবনে আব্বাস (সাঃ) গ. আয়েশা সিদ্দীকা (রাঃ) ঘ. আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)
উত্তরঃ ক. আবু হুরাইরা (রাঃ)

৫৭. তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো-এটি কোন সুরায় বলা হয়েছে?
ক. সুরা আলে ইমরান খ. সুরা আত তওবা গ. সুরা আন নিসা ঘ. সুরা আল বাকারা
উত্তরঃ ক. সুরা আলে ইমরান

৫৮. হিজরী সন চালু হয়-
ক. ৬২১ খ্রিষ্টাব্দে খ. ৬২২ খ্রিষ্টাব্দে গ. ৬৩৮ খ্রিষ্টাব্দে ঘ. ৬৪০ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ. ৬২২ খ্রিষ্টাব্দে

৫৯. ওহুদের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন?
ক. ৬৫ খ. ৭০ গ. ৭৫ ঘ. ৭১
উত্তরঃ খ. ৭০

৬০. পূর্ণ কোরআন নাযিল হতে সময় লেগেছে?
ক. ২৩ বছর খ. ২১ বছর গ. ১৭ বছর ঘ. ১৩ বছর
উত্তরঃ ক. ২৩ বছর

৬১. সাইফুল্লাহ কাকে বলা হয়?
ক. হযরত আলী (রাঃ) খ. হযরত উমর (রাঃ)
গ. খালিদ বিন ওয়ালিদ (রাঃ) ঘ. হযরত আব্বাস (রাঃ)
উত্তরঃ গ. খালিদ বিন ওয়ালিদ (রাঃ)

৬২. কাজের ফলাফল কিসের উপর নির্ভরশীল?
ক. ঈমান খ. নিয়ত গ. সাওয়াব ঘ. যোগ্যতা
উত্তরঃ খ. নিয়ত

৬৩. মৃত্যুর পর কিয়ামতের পূর্ববর্তী জগৎ হল-
ক. হাশর খ. মীযান গ. পুলসিরাত ঘ.বারযাখ
উত্তরঃ ঘ.বারযাখ [কবরের জগৎ]

৬৪. কারো অনুপস্থিতিতে তার দোষ নিয়ে আলোচনা করা-
ক. নিন্দা খ. পরনিন্দা গ. গীবত ঘ. বুহতান
উত্তরঃ গ. গীবত

৬৫. এক মুমিন অপর মুমিনের ——স্বরূপ.
ক. পোশাক খ. আয়না গ. অভিভাবক ঘ. শিক্ষক
উত্তরঃ খ. আয়না

৬৬. যাবুর কিতাব নাযিল হয় কোন রাসুলের উপর?
ক. হযরত মুসা (আঃ) খ. হযরত মুহম্মদ (সাঃ) গ. হযরত দাউদ (আঃ) ঘ. হযরত ঈসা (আঃ)
উত্তরঃ গ. হযরত দাউদ (আঃ

৬৭. নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনে রয়েছে উত্তম আদর্শ-কোন সুরায় বলা হয়েছে?
ক. আল বাকারা খ. হিজর গ. আলে ইমরান ঘ. আল আহযাব
উত্তরঃ ঘ. আল আহযাব

৬৮. তাফসীর ফি যিলালিল কুরআনের লেখক কে?
ক. মুফতী মুহাম্মদ শফী (দাঃ) খ. মাওঃ তকী উসমানী গ. ইবনে কাসীর (রঃ) ঘ. সাইয়্যিদ কুতুব
উত্তরঃ ঘ. সাইয়্যিদ কুতুব

৬৯. তাওবার অর্থ-
ক. মাফ চাওয়া খ. অনুতপ্ত হয়ে আল্লাহ দিকে ফিরে আসা গ. চোখের পানি ফেলা ঘ. প্রতিজ্ঞা করা
উত্তরঃ খ. অনুতপ্ত হয়ে আল্লাহ দিকে ফিরে আসা

৭০. রাসুল সাঃ এর দুধ মার নাম-
ক. বিবি হালিমা খ. আমিনা গ. জোহরা ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক. বিবি হালিমা

৭১. আল-কোরআনের সূরা সংখ্যা-ক
ক. ১১৪ টি খ. ১১৯ টি গ. ১২১ টি ঘ. ১১৩ টি
উত্তরঃ ক. ১১৪ টি

৭২. হজ্বের সময় আরাফাতে অবস্থান-
ক. ফরয খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. নফল
উত্তরঃ ক. ফরয

৭৩. কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়?
ক. সুরা ইখলাস খ. সুরা কাউসার গ. সুরা নসর ঘ. সূরা ফাতিহা
উত্তরঃ ঘ. সূরা ফাতিহা

৭৪. আল্লাহর পরিচয় দেয়া হয়েছে কোন সূরায়?
ক. সূরা ফাতিহা খ. সুরা আলাক গ. সূরা ইখলাস ঘ. সূরা নাবা
উত্তরঃ গ. সূরা ইখলাস

৭৫. রোজা ফরজ হয় কোন মাসে?
ক. শাবান খ. রজব গ. মহররম ঘ. রমজান
উত্তরঃ ঘ. রমজান।

#ব্যাংকবার্তা

আসসালামু আলাইকুম সবাইকে জুম্মার দিনের শুভেচ্ছা   #শুভসকাল      #ব্যাংকবার্তা
17/10/2025

আসসালামু আলাইকুম
সবাইকে জুম্মার দিনের শুভেচ্ছা

#শুভসকাল #ব্যাংকবার্তা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে খেলাপি ঋণ আদায়ে শীর্ষে অগ্রণীবিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇  #রাষ্ট্রায়ত্তব্যাংক  #খেলাপিঋণ...
16/10/2025

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে খেলাপি ঋণ আদায়ে শীর্ষে অগ্রণী

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇

#রাষ্ট্রায়ত্তব্যাংক #খেলাপিঋণ #অগ্রণীব্যাংক #ব্যাংকবার্তা

রুবেল আজিজ সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান     #ব্যাংকবার্তা    #রুবেলআজিজ  #সিটিব্যাংক  #ভাইসচেয়ারম্যান
16/10/2025

রুবেল আজিজ সিটি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

#ব্যাংকবার্তা #রুবেলআজিজ #সিটিব্যাংক #ভাইসচেয়ারম্যান

এক হচ্ছে ৫ ব্যাংক: আমানত ফেরতে লাগবে ৬ মাস থেকে ৫ বছরবিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇   #ব্যাংকএকীভূতকরণ  #বাংলাদেশব্যাংক...
16/10/2025

এক হচ্ছে ৫ ব্যাংক: আমানত ফেরতে লাগবে ৬ মাস থেকে ৫ বছর

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇

#ব্যাংকএকীভূতকরণ #বাংলাদেশব্যাংক

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্ক বার্তা    #বাংলাদেশব্যাংক    #ব্যাংকবার্তা  #জালনোট
16/10/2025

জাল নোটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্ক বার্তা

#বাংলাদেশব্যাংক #ব্যাংকবার্তা #জালনোট

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল প্রসঙ্গেবিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇   #ইসলামীব্যাংক           #ব্যাংকবার্তা
16/10/2025

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল প্রসঙ্গে

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇

#ইসলামীব্যাংক #ব্যাংকবার্তা

হাসিনার নির্দেশে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগবিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇         #ব্যাংকবার্তা    #ইসলামীব্যাংক
16/10/2025

হাসিনার নির্দেশে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇

#ব্যাংকবার্তা #ইসলামীব্যাংক

আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা 🌞   #শুভসকাল      #ব্যাংকবার্তা
16/10/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল বন্ধুরা 🌞

#শুভসকাল #ব্যাংকবার্তা

আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংক ট্র্যাকে ফিরেছে! ইসলামী ব্যাংকের সাফল্যের পথযাত্রায় সবচেয়ে গতিশীল সময়ে মালিকানা বেদখল হ...
15/10/2025

আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংক ট্র্যাকে ফিরেছে!

ইসলামী ব্যাংকের সাফল্যের পথযাত্রায় সবচেয়ে গতিশীল সময়ে মালিকানা বেদখল হয়েছে। ১৯৮৩ সালের প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের জন্য পাহাড় সময় চ্যালেঞ্জের মোকাবেলা করে ২০০০ সাল পর্যন্ত প্রথম ১৭টি বছর ঠেকে শিখতে শিখতে পার করতে হয়।

২০০০ সাল পর্যন্ত ব্যাংকের আমানত পৌঁছায় ৩ হাজার দুইশত কোটি টাকায়। অর্থনৈতিক বোদ্ধা এবং বিজ্ঞজনেরা বলতেন এটি ইসলামী ব্যাংকের জন্য যথেষ্ট। ভবিষ্যতে আর খুব বেশি আশা নেই।

অথচ বোদ্ধাদের সকল হিসেব-নিকেশ পাল্টে দিয়ে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সেই আমানতের অংক পৌঁছায় প্রায় সত্তর হাজার কোটি টাকায়। সেই হিসাবে প্রথম ১৭ বছরের চেয়ে পরবর্তী ষোলো বছরের ব্যাংকের গ্রোথ ছিল ২৩ গুনের বেশি।

২০১৭ সালে ব্যাংকের মালিকানা বেহাত না হলে সেই ধারাবাহিকতায় পরবর্তী আট বছরে নিদেনপক্ষে দশ গুন অগ্রগতি ধরে সেই আমানত ৬ লক্ষ কোটির বেশি থাকার কথা ছিল।

বিগত ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির আমানত হয়েছে ২০১৬ সালের দ্বিগুণ। এটাকে নিয়েই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বিদ্রোহী গ্রুপ দাবি করছে যে তাদের আমলে ব্যাংকের এই অগ্রগতি হয়েছে।

ইসলামী ব্যাংকের সেই সোনালী যুগে ব্যাংকের মালিক পক্ষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এক টাকাও অনিয়মের কোন ঘটনা ঘটেনি। অনিয়মের ঘটনা নেই লোক নিয়োগের ক্ষেত্রেও।

স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত ছিলো সকল নিয়োগ প্রক্রিয়ায়। উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার লিখিত ও মৌখিক ধাপ মোকাবেলা করে চাকুরীতে ঢুকতে হয়েছে।

ফলে প্রতিষ্ঠানের প্রতি কর্মকর্তা কর্মচারীদের ডেডিকেশন ছিল সর্বোচ্চ লেভেলের। কৃতজ্ঞতাবোধ এবং আনুগত্যের মাত্রা ছিলো প্রশ্নাতীত। যারা সামর্থের সবটুকু দিয়ে ব্যাংকের জন্য কাজ করেছেন।

বর্তমানের সংকটময় পরিস্থিতি তারাই সামলাচ্ছেন। একটি প্রতিষ্ঠানের একযোগ এক চতুর্থাংশ কর্মীর অনুপস্থিতির ধাক্কা সামলিয়ে এর কার্যক্রম স্বাভাবিক রাখা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে সম্ভবত এটি প্রথম ঘটনা।

আট বছরের মালিকানা বেদখলের নেতিবাচক আবহের মাঝে দ্বিগুণ আমানতের পেছনে ব্যাংকের পূর্বের গতির স্বাভাবিক প্রভাব এবং পুরাতন চেহারাগুলোরই ভূমিকাই ছিলো প্রধান।

গ্রাহক সেবা, আমানতের পেছনে দৌড়ানোর কোনো প্রয়োজনই হাইব্রিড ব্যাংকাররা অনুত অনুভব করতেন না । তারা জানতেন যে সকল পরিস্থিতিতে তাদের চাকুরী ও প্রমোশন গ্যারান্টেড। চাকরি যাদের ঝুঁকিতে সেইসব পুরাতনরা দৌড়াবে এবং সেবা দেবে সেটাই মনে করতো তারা ।

২০২২ সালে ভয়ঙ্কর নভেম্বরের পরের ভয়ংকর পরিস্থিতিতে কি ভূমিকা ছিল তাদের? নাকি ভূমিকা রাখার সুযোগ ছিলো? গ্রাহকরা তো লুটেরার পাশাপাশি ক্ষ্যাপা ছিল লুটেরা কর্তৃক নিয়োগকৃত লোকদের প্রতিও।

তারপরও পুরাতন মুখগুলোর দিকে তাকিয়ে মানুষগুলো আস্থা রেখেছে ইসলামী ব্যাংকের উপর। আমাদের বাধ্যগত মিথ্যের সাত পাঁচগুলোও তারা মেনে নিয়েছেন। তখন ব্যাংক বাঁচাতে সেসব মিথ্যে ও চালাকির আশ্রয় নিয়েছি সেসব স্মরণ হলে এখন লজ্জা পাই। আল্লাহ যদি ক্ষমা করেন।

কারণ সবকিছুর পরও তারা চাইতেন টিকে থাকুক তাদের ভালোবাসার ব্যাংক। টাকা হারানোর ভয়ের মাঝেও নতুন করে টাকা জমা রাখতেন অনেক সচেতন গ্রাহক।

সবচেয়ে বড় কথা ভয়ংকর নভেম্বরের পরেও টাকা তো লুট হয়েছে। আগে পরে মিলিয়ে লুটের পরিমাণ এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকা।

লুটের বিরুদ্ধে কিংবা লুটেরার বিরুদ্ধে তাদের কোনো কথা নেই। অথচ সেই লুটতরাজ ব্যাংকটিকে বন্ধের হুমকির মধ্যে ফেলে দিয়েছে। মানুষগুলো কি ফুটফুটে সুন্দর! তাই না?

যারা পরীক্ষা না দিয়ে চাকরিতে ঢুকে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পরীক্ষা না দিয়ে চাকরিতে থাকাটাকে অধিকার মনে করেন তারা ভুলের মধ্যে আছেন। চাকুরী বিধির একটি বড় বিষয় হলো কর্তৃপক্ষের প্রতি অনুগত থাকা। আপনারা সেখানে করতে চরম ব্যর্থ হয়েছেন।

তারা বলছেন বর্তমান কর্তৃপক্ষ অবৈধ! তাই তারা এই কর্তৃপক্ষের নির্দেশ মেনে পরীক্ষা দিতে বাধ্য নয়। ২৪ এর বিপ্লব পরবর্তী ব্যাংকের কর্তৃপক্ষ যদি অবৈধ হয় তাহলে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ। তারা কি সেটাই মনে করেন?

নিজেদের ভুলের কারণে যারা নিজেদের ক্যারিয়ারকে ঝুঁকির মধ্য ফেলেছেন ক্যারিয়ার গঠনে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরাই করেছি। সকল নতুন আনকোড়াদের কাজ শেখানো থেকে শুরু করে কাজের কাজের পরিবেশ সবই দিয়েছি আমরা।

নিজেদের কর্ম যোগ্যতার যতটুকু দাবি তার কৃতিত্ব আমাদের। তাদের ব্যর্থতা তারা আঞ্চলিকতার বৃত্ত ভেঙ্গে নিজেদের উন্মুক্ত করতে পারেনি। তারা বাংলাদেশের হতে পারেননি।

দুর্ভাগ্যবশত মানসিক সংকীর্ণতা ও আত্মবিশ্বাসের অভাব যাদের বেশি তারাই নেতৃত্বে। পরীক্ষা না দিয়ে ইসলামী ব্যাংকটাকে ঠেকিয়ে দেওয়ার যে চ্যালেঞ্জের পথে সবাইকে নিয়ে গেছে সেটি তাদের জন্য বুমেরাং হয়েছে।

সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামী ব্যাংক থেকে ফিরেছে। চলতি বছর শেষে আশা করা যায় আমানতের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা ছাড়াবে।

আর আগামী তিন বছরে সেটি ৫ লক্ষ কোটিতে পৌছালেও অবাক হওয়ার কিছু থাকবে না, ইনশাআল্লাহ।

লেখক: Musleh Uddin, Banker.

#ব্যাংকবার্তা #ইসলামীবার্তা #ইসলামীব্যাংক

ইসলামী ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর,...
15/10/2025

ইসলামী ব্যাংকে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর, ২০২৫।

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇

#ব্যাংকবার্তা

ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ুন!বিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇
15/10/2025

ব্র্যাক ব্যাংকে ক্যারিয়ার গড়ুন!

বিস্তারিত জানতে কমেন্টে দেখুন 👇

Address

Kazi Khanar Mor, Rahman Nagar, Bogura
Puran Bogra
5800

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাংক বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যাংক বার্তা:

Share