27/07/2025
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপি নেতা আলহাজ্ব ফজলে রাব্বি তোহা।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য ফজলে রাব্বি তোহা। রবিবার বেলা ১১টায় নন্দ্রীগ্রাম উপজেলার কুন্দারহাট, শিমুলবাজার, কড়িহাট, পন্ডিতপুকুর ও বিজরুল এলাকায় লিফলেট ও গণসংযোগ করেন। লিফলেট ও জনসংযোগের সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য শ্লোগান দেয়। ফজলে রাব্বি তোহা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নন্দীগ্রাম-কাহালু বগুড়া ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। গণসংযোগকালে পথসভায় ফজলে রাব্বি তোহা বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীললীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুট-পাট, সন্ত্রাস, দূর্নীতিসহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছেন। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত। আমরা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো ৩১দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ফজলে রাব্বি তোহা অরাও বলেন, দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। এই আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পাবেন নেতাকর্মিরা তার পক্ষেই কাজ করবে। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে নন্দ্রীগ্রাম-কাহালু উপজেলার উন্নয়নে নজির সৃষ্টি করতে চায়। তোহা শেখ হাসিনা পতনের আন্দোলনে ২২টি মামলার আসামী হয়ে ৫বার কারাবরণ করতে হয়েছে। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি আহসান বিপ্লব রহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাবত আলী ও আব্দুল হাকিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মমিন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুঞ্জুুরুল ইসলাম গোলাম, বুড়ইল ইউপি সদস্য জিয়াউর রহমান মিন্টু, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাকিম, বেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য পারভেজ মোশারফ।