14/07/2025
প্রেমে পড়েছিলাম একজনের একবার !
শুধু যে প্রেমে পড়েছি তা বললে ভুল হবে ভালবাসছিলাম খুব তারে! সে আমাকে এমন স্পেশাল ফিল করাইছে মনে হয়েছে তাকে ছাড়া চলবে না। হারাই যাওয়ার কথা বললে ছেড়ে যাওয়ার কথা বললে বলছিল তুমি ছেড়ে গেলে আমার কষ্ট হবে তুমি ছাড়া আমার চলবে না।
তারপর একদিন সে নিজেই ছেড়ে গেল আমার আকুতি মিনতি কোন কিছুই তাকে আর আটকাইতে পারল না, সে চলে গেল ফিরেও দেখল না।
অবশেষে সব হারিয়ে গেল অথচ সবকিছুই থেকে যাওয়ার কথা ছিল।
নিয়মের ঘরে অনিয়ম এসে মিথ্যা প্রতিশ্রুতির আড়ালে রেখে গেল সব। কিছু বর্ষা নিংড়ানো স্মৃতি যত্নের কিছু কথোপকথন অগোছালো কিছু শব্দ দিয়ে বাক্য গড়া ও প্রকাশিত উপন্যাস আর অবহেলা পূর্ণ এই আমি!
তারপর আমার আর ভালো দিন আসলো না। মনে হল পৃথিবীটা হঠাৎ থেমে গেছে আর সবকিছু কেমন যেন বন্ধ হয়ে গেছে সব সুখ শান্তি হাসি দূরে কোথাও হারিয়ে গেছে।
জীবনের পথে হঠাৎ ভীষণ একাকীত্ব আর কষ্টের আধার নেমে এলো, যেখানে শুধুই একটানা হতাশা বিষন্নতা আমাকে ঘিরে আছে ।
সেই পুরনো সুখ আর হাসির দিনগুলো এখন কেবল স্মৃতি আর আমি সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই কিন্তু সময় আর ফিরে আসলো না।
হঠাৎ একা হয়ে যাওয়াতে চারপাশ এত সংকীর্ণ হয়ে আসলো নিজেরে মেনে নিতে কষ্ট হতো খুব মাঝেমধ্যেও মনে হতো আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি আমি বোধহয় বেশিদিন আর বাঁচবো না মরে যেতেও ইচ্ছে হতো মানসিক প্রমাণ নিয়ে আমি দিনের পর দিন তার চলে যাবার কারণ খুঁজেছি কি দোষ আমার কি করিনি আমি কি ছিল না আমার মাবুদ সে তো ভিন্ন মানুষ না আমি কি তাকে ভালোবাসি নাই ইত্যাদি ইত্যাদি।
তারপরে একদিন নিজে নিজেই বুঝলাম আসলে ভালোবাসায় সবকিছু না ভালোবাসার আগে বেশি গুরুত্বপূর্ণ যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে কিনা। যাকে চাই সে আমাকে চায় কিনা মন থেকে নাকি কোন জিনিস চাইলে সেই জিনিস পাইয়ে দিতে পুরো দুনিয়ার সাহায্য করে সে তো আমাকে চাই নাই সে তো আর আমাকে ভালোবাসে নাই।
হঠাৎ হঠাৎ কোন ঝিরিঝিরি বৃষ্টির সন্ধ্যায় অথবা জোসনার গলা রাত্রিতে চোখে ঝাপসা হয়ে আসে সেই মুহূর্তে ইচ্ছে করে আরো একবার তার সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করি কেন ভালোবাসলেন না আমায় কেন থেকে গেলেন না কি অপরাধ ছিল আমার আমি কি সত্যিই ভালোবাসার মত মানুষ ছিলাম না।
তবুও পরিশেষে বলি ভালো থাকুক পৃথিবীর সকল বিশ্বাস ভাঙ্গা মানুষ গুলো।
হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে বেঁচে থাকুক ঠকে যাওয়া মানুষগুলো আমৃত্যু কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকুক সমাজ পরিবার সবার চাওয়াই থাকুক স্বার্থপরতা। জয় হোক উদার মনস্ক সেই সব মানুষের যারা একটি পবিত্র সম্পর্কের বিপরীতে দাঁড় করায় অপবিত্র সম্পর্ক।