বগুড়া ব্যানার

বগুড়া ব্যানার বগুড়ার সবকিছুকে ধারণ করে এগিয়ে যেতে চাই অনেক দূর অবধি। চিনবো বগুড়া, চেনাবো বগুড়া! জানবো বগুড়া, জানাবো বগুড়া! ইনশাআল্লাহ্।

যানজট নিরসনের উদ্দেশ্যে বগুড়া শহর থেকে রেল স্টেশন সরিয়ে শহরের বাইরে দিয়ে না নেওয়া এবং শহরের ওপর দিয়ে মেট্রোরেল সদৃশ ওভার...
29/09/2025

যানজট নিরসনের উদ্দেশ্যে বগুড়া শহর থেকে রেল স্টেশন সরিয়ে শহরের বাইরে দিয়ে না নেওয়া এবং শহরের ওপর দিয়ে মেট্রোরেল সদৃশ ওভার পাস নির্মান করে রেল লাইন আধুনিকায়নের দাবীতে বগুড়া শহরের সাতমাথায় সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) মানববন্ধন করেন 'আমরা বগুড়া পরিবার' এর সদস্যরা।

বক্তব্যে বলা হয়, শহরের বাইরে দিয়ে রেল লাইন ও স্টেশন সরিয়ে নিলে বগুড়া শহরের বাসিন্দারা ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়বে। এছাড়া এ প্রকল্পে জমি অধিগ্রহন হলে অনেক ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে এবং রেল বাইপাস করা হলে রেলের বিদ্যমান জমি ভূমিদস্যুদের দখলে চলে যাবে।

বক্তব্যে আরও বলা হয়, রাণীরহাট থেকে কৈয়রচড় হয়ে সাবগ্রাম পর্যন্ত যদি ওভারপাস করা হয়, তাহলে নীচ দিয়ে ৬-৭ কিলোমিটার নতুন রাস্তা পাওয়া যাবে। তাছাড়া এই প্রকল্পের খরচও তুলনামূলক কম হবে।

আমরা বগুড়া পরিবারে সদস্যরা দাবী করেন, দাবীকৃত প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া শহরের যানজট নিয়ে
যে চিন্তা করা হচ্ছে, তা থেকে রেহাই পাওয়া যাবে এবং শহরের ঐতিহ্যবাহী রেল স্টেশনটি রক্ষা করা যাবে। ওভার পাস নির্মিত হলে তা দৃষ্টিনন্দন হবে বলেও তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইন প্রকল্পের সঙ্গে নতুন করে বগুড়া শহরের বাইরে দিয়ে রাণীরহাট বা আড়িয়া বাজার থেকে পূর্বদিক দিয়ে গাবতলী পর্যন্ত বাইপাস রেললাইন স্থাপন করে বগুড়া শহরকে যানজটমুক্ত করার একটি পরিকল্পনার কথা অনেকেই ভাবছেন বলে 'আমরা বগুড়া পরিবার' রেলওয়ের নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন বলে তারা দাবী করেন। তারই প্রেক্ষিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

28/09/2025

LT Furniture ও হাতিম ফার্নিচার বগুড়া পরিবারে সম্মানিত নতুন সদস্য!

28/09/2025

তাই বলে ১৫ বছর! বগুড়া শহরে এ কোন ধামাকা!

আজ (২৭ সেপ্টেম্বর) বগুড়ায় কাঁচা মরিচের কেজি ২০০ থেকে ২৪০ টাকা।
27/09/2025

আজ (২৭ সেপ্টেম্বর) বগুড়ায় কাঁচা মরিচের কেজি ২০০ থেকে ২৪০ টাকা।

26/09/2025

যমুনার চরে কট খেল সাকসেস আইটি প্রো বিডির সিইও!

25/09/2025

সাহসী ক্রিকেট নয়, দায়িত্বশীল ক্রিকেট প্রয়োজন।

25/09/2025

চরাঞ্চলে গাছ লাগানোর পরামর্শ, আপনাদের মতামত কি?

23/09/2025

আর কত ছোটলোকি করবেন? পরিচ্ছন্নতার শপথ নিন। বিবেক জাগান, মানুষ হন।

23/09/2025

আপনি ঠিক যেমনটা চান! 😊 শতভাগ মেহগুনি কাঠ, শতভাগ আস্থা!

23/09/2025

বগুড়ার ধারাবর্ষা চর অন্যতম সেরা পর্যটন স্পট গিয়েছিলাম। অনুভূতি ভাগাভাগি।

22/09/2025

ধারাবর্ষা চর মুগ্ধ করছে সবাইকে

সিরাজগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভ
22/09/2025

সিরাজগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভ

Address

Puran Bogra

Telephone

+8801813400801

Website

Alerts

Be the first to know and let us send you an email when বগুড়া ব্যানার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বগুড়া ব্যানার:

Share

Category