Foodbank Bogra is food review community of the restaurant. we looks for quality food in Bogura.
25/07/2025
বগুড়ার প্রবেশদ্বার বনানী মোড়ে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার দই সাদৃশ্য একটি ম্যুরাল স্থাপনের ক্ষেত্রে বগুড়া মহানগর এবং তুরাগের সাথে ফুডব্যাংক বগুড়া একাত্মতা জানাচ্ছে।
একই সাথে জানাচ্ছি যে বগুড়া মহানগরের এই দূরদর্শী চিন্তা যদি বাস্তবায়িত হয় তবে ভবিষ্যতে পূর্ণাঙ্গ বগুড়া সিটি কর্পোরেশন গঠনে কর্তৃপক্ষের বিভিন্ন কাজে চিন্তাশীল প্রভাব বিস্তারের সুদূর সু্যোগ পাবে বলে আশা রাখি এবং বিশ্বাস করি বগুড়া শহরে অসংখ্য মেধাবী মানুষ আছেন যাদের একান্ত সহযোগীতায় আমরা একসময় বগুড়া সিটি কর্পোরেশনে কে এ ক্যাটাগরিতে উন্নীত করতে পারবো।
The Good Cafe তে
এবার সুপার কম্বো মিলবে মাত্র ১৯৯/- টাকায় 😍😍
পার কম্বোতে যা যা পাচ্ছেন:
*বার্গার
*মিটবক্স
*চিকেন উইংস
*পটেটো ওয়েজেস
*মেয়োনিজ
*সস
অফার সময়সীমা: ২০ জুলাই পর্যন্ত ✨
ঠিকানা:
Good Food cafe & restaurant
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ রোড,
সুবীল ব্রিজের পশ্চিম পাশে, বগুড়া।
মোবাইল: 01728247645
Home Delivery Available 🌿
16/07/2025
চিকেন রেশমি কাবাব – ১৯০/=
জিভে জল রেষ্টুরেন্ট
✅ মনে করুন –তাজা চিকেন, ক্রিমি ম্যারিনেশন, মশলার রাজত্বে --সামনে ধোঁয়া ওঠা রেশমি কাবাব... আর মাখন-মাখা টেক্সচার, মুখে দিলেই গলে যাচ্ছে...
আর আপনার মন বলছে –
"ভাই, এই জিনিস আমি এতদিন কেন মিস করছিলাম?"
📍জ্বলেশ্বরীতলা কালি মন্দিরের পেছনে, বগুড়া।
10/07/2025
🎓 SSC 2025? You Deserve a Treat! 🎉
Get 10% OFF on all items at De Restro 🍕🍔
🗓 June 10–16 ONLY
Grab your friends & celebrate with flavor! 🔥
📍Uposhohor, Bogura
10/07/2025
আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। অনেকেই উত্তীর্ণ হয়েছো, অনেকে আবার কাঙ্খিত রেজাল্ট পাওনি, অনেকেই আবার ব্যার্থ হয়েছো। মনে রাখবা এই পৃথিবীটা আমাদের সবার। আজ তুমি সফল হয়েছো মানে তোমার যাত্রা শুরু হলো- আবার তুমি সফল হওনি বলেই যে তোমার যাত্রা থেমে গেলো না কিন্তু নয়। সবাইকেই যার যার অবস্থান থেকে রেস করে বেঁচে থাকতে হয়।
তোমরা ভাবতেও পারবেনা জীবনটা কত আনন্দময় হতে পারে, শুধুমাত্র সঠিক সময়েই এই আনন্দ খুঁজে পাবে তুমি। তার জন্য চাই কঠোর পরিশ্রম। তুমি যা কর্ম করবে তার ফলই তুমি পাবে। তাই নিজের সাথে আত্মীয়তা বাড়াও, নিজেই নিজেকে প্রশ্ন করো তুমি কি করেছো? আর কি পেলে? আর কি পাওয়া উচিত? কি করা উচিত!
সৃষ্টিকর্তা আমাদের সকলের মঙ্গল করুক।
09/07/2025
গরুর রেজালার সাথে কাচ্চির কম্বিনেশনটা জোশ👌
❗টেস্ট নিতে চলে আসুন যখন তখন-কাচ্চি ডাইন বগুড়া ❗
ঠিকানা:ইয়াকুবিয়া মোড়,জ্বলেশ্বরীতলা, বগুড়া।
02/07/2025
Offer‼️Offer‼️Offer‼️
বন্ধুদের নিয়ে আড্ডা জমাতে চলে আসুন KhaSab রেস্টুরেন্টে এ। ❤️
ব্যাচেলর হন অথবা কাপল এই কম্বোর ফাঁদে একবার পড়লে বারবার আসতে হবে।
সাবধানে এটা আসক্তি সৃষ্টিকারী 😁
#ডাইন_ইন
#টেকওয়ে
➡️ নিজস্ব হোম ডেলিভারি নিতে সরাসরি কল করুন
🔸01910030154 (whatsApp)
🔹01881430033
🚴 লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জ প্রযোজ্য।
👉বিঃদ্রঃ পার্টি বুকিং ও পার্সেল অর্ডার নেওয়া হয়।
🏠 Branch Locations :
জলেশ্বরীতলা, রায় বাহাদুর সড়ক, ( কালী মন্দিরের দক্ষিণ পাশ্বে, সাত রং আর্ট স্কুলের দ্বিতীয় তলায়) বগুড়া।
Be the first to know and let us send you an email when Foodbank Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
ডিসেম্বর মাসব্যাপি ফুড রিভিউ এবং শ্রেষ্ট ফুড ছবির কনটেস্ট
নতুন বছর ২০২০ উপলক্ষ্য ফুডব্যাংক বগুড়া গ্রুপে ডিসেম্বর মাসব্যাপি চলবে ফুড রিভিউ এবং শ্রেষ্ট ফুড ছবির কনটেস্ট। উক্ত কনটেস্টে ফুডব্যাংকের সকল সন্মানিত মেম্বারগণ অংশ গ্রহণ করতে পারবে। শুধুমাত্র প্রতিটা রিভিউ এবং ছবি কনটেস্টের নিয়ম অনুযায়ী যারা পোস্ট করবে তারাই কনটেস্টে অংশগ্রহণকারী হিসেবে বিবেচিত হবেন।
কনটেস্টের নিয়ম-
*শ্রেষ্ঠ রিভিউ
১। আমাদের গ্রুপের সকল রুলস মেনে পোস্ট করতে হবে।
২। পোস্টটিতে তুলনামূলক আকর্ষণীয় খাবারের রিভিউ থাকতে হবে।
৩। রিভিউয়ের ভাষায় নির্ভুল বানান, সুন্দর ও সাবলীল হতে হবে।
৪। ভিন্ন ধর্মী আইটেমের রিভিউ গ্রহণযোগ্যতা বেশি পাবে।
৫। পোস্টে অধিক লাইক কমেন্টে শ্রেষ্ঠতা বিচারে ভূমিকা রাখবে।
৬। অবশ্যই ছবির ক্যাপশনের হ্যাশট্যাগে #newyear2020foodreview #eatwritewin থাকতে হবে ।
* শ্রেষ্ঠ ছবি
নতুন বছর ২০২০ উপলক্ষ্য ফুডব্যাংক বগুড়া গ্রুপে ডিসেম্বর মাসব্যাপি চলবে খাবারের শ্রেষ্ট ছবির সন্ধান। শ্রেষ্ট ছবি কনটেস্টের নিয়ম-
১। ছবিটি অবশ্যই রিভিউ আকারে গ্রুপের সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
২। উক্ত ছবির ক্যাপশনে অবশ্যই রেষ্টুরেন্টের নাম, মেন্যু বা ডিশ-প্লেটার এর নাম উল্লেখ থাকতে হবে।
৩। ছবিটি কোয়ালিটি সম্পূর্ণ এবং ক্লিয়ার থাকতে হবে।
৪। বিশেষ ক্ষেত্রে উক্ত ছবির খাবারের আইটেমের বিবরণ দিতে হবে।
৫। পোস্টে অধিক লাইক কমেন্টে শ্রেষ্ঠতা বিচারে ভূমিকা রাখবে।
৬। অবশ্যই ছবির ক্যাপশনের হ্যাশট্যাগে #newyear2020photoreview #eatsnapwin থাকতে হবে ।
শ্রেষ্ট রিভিউদাতা এবং শ্রেষ্ট ছবিদাতা কে ফুডব্যাংক বগুড়ার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট/ভাউচার প্রদান করা হবে।
* বিজয়ী ঘোষণা
১। শ্রেষ্ট ফুড রিভিউয়ার সিলেক্ট হবেন একজন যারা বগুড়ার দুইটি রেস্টুরেন্টে নিদ্রিষ্ট এমাউন্টের ফুড মেন্যু একদম ১০০% ডিসকাউন্টে পাবেন।
২। শ্রেষ্ট ছবিদাতা হবেন একজন যিনি কিনা একটি রেষ্টুরেন্টে নিদ্রিষ্ট ফুড মেন্যু ৫০% ডিসকাউন্টে পাবেন।
বিঃদ্রঃ আমাদের কনটেস্ট টি চলবে ১লা ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর রাত ১০ টা পর্যন্ত, এই সময়ের পরে কেউ পোস্ট দিলেও তাকে কনটেস্টে কাউন্ট করা হবেনা। আমরা বিজয়ীদের নাম ৩১ ডিসেম্বর রাতেই গ্রুপ এবং পেজে পাবলিশ করবো। কনটেস্ট চলাকালীন সকল পোস্টের যেকোন সমস্যা;পার্সোনাল অ্যাটার্ক;স্ল্যাং কিংবা যেকোন ধরণের হট্টগোলের জন্য সরাসরি ADMIN, MODARATIOR দের মেনশন করুন।