
10/02/2025
মাথাপিছু আয় কমে ২,৭৩৮ ডলার, কমেছে প্রবৃদ্ধির হার
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে ২,৭৩৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২,৭৮৪ ডলার, অর্থাৎ চূড়ান্ত হিসাবে তা ৪৬ ডলার কমেছে।
সোমবার প্রকাশিত বিবিএসের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হারও কমেছে। সাময়িক হিসাবের তুলনায় প্রবৃদ্ধি হার ১.৬০ শতাংশীয় পয়েন্ট কমেছে।
মাথাপিছু আয় কোনো ব্যক্তির সরাসরি আয় নয়, বরং এটি দেশের মোট জাতীয় আয়কে জনসংখ্যার ভিত্তিতে ভাগ করে নির্ধারণ করা হয়। এই আয় হিসাব করতে অভ্যন্তরীণ উৎপাদন ও প্রবাসী আয়ও অন্তর্ভুক্ত করা হয়।
ধারাবাহিকভাবে কমছে মাথাপিছু আয়
বিবিএসের তথ্য অনুযায়ী, গত তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ক্রমাগত হ্রাস পাচ্ছে। ২০২১-২২ অর্থবছরে এটি ছিল সর্বোচ্চ ২,৭৯৩ ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে কমে ২,৭৪৯ ডলারে নেমে আসে। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে ২,৭৩৮ ডলারে দাঁড়িয়েছে।
মূলত ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু আয় হ্রাস পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মার্কিন ডলারের গড় বিনিময় হার ছিল ১১১.০৬ টাকা, যা আগের দুই বছরের তুলনায় বেশি।
টাকার হিসাবে আয় বেড়েছে
যদিও ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে, তবে দেশীয় মুদ্রায় এটি বেড়েছে। বর্তমানে মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় বেশি। ২০২২-২৩ অর্থবছরে এই আয় ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।