MH DEEN

MH DEEN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MH DEEN, Digital creator, Puran Bogra.

29/10/2024

সীসা ঢালা প্রাচীরের মত ঐক্য, গোটা জাতিকে
করবে শক্ত।

27/10/2024

হে বিশ্ব বাসি চেয়ে দেখুন , কতটা বিনয় এবং ভীতির সাথে ইকামাতে দ্বীনের নেতৃত্বের গুরু দায়িত্ব কাঁধে নিচ্ছেন । অন্য কোন নেতাদের মত নেই কোন গর্ব অহংকার , নেই কোন আনন্দ উল্লাস, উচ্ছ্বাস ।
আল্লাহ রব্বুল আলামীন আপনাদেরকে ইকামতে দ্বীনের যোগ্য নেতা হিসেবে কবুল করুক, আমিন ।।

আমীরে জামায়াত কে উত্তর জনপদের প্রাণকেন্দ্র বগুড়াবাসির পক্ষ থেকে ভালবাসা❤️❤️❤️
26/10/2024

আমীরে জামায়াত কে উত্তর জনপদের প্রাণকেন্দ্র বগুড়াবাসির পক্ষ থেকে ভালবাসা❤️❤️❤️

 #আলহামদুলিল্লাহবাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলার  সুধী সমাবেশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহতারাম আমীরে জা...
20/10/2024

#আলহামদুলিল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলার সুধী সমাবেশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুহতারাম আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান।
সকলের উপস্থিতি কামনা করছি,ইনশাআল্লাহ ❤️।
#বাংলাদেশজামাতইসলাম

23/08/2024

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
(সূরা ত্বীন, ৯৫/০৮)

13/08/2024

নিশ্চই তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন।

[সূরা আল বুরুজ: ১২]

09/08/2024

প্রত্যেক মসজিদে
আল্লামা সাঈ'দীর নাম
ধরে ধরে দোয়া করছে খতিব সাহেবরা।
আলহামদুলিল্লাহ

04/08/2024

কঠিন পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ মাজলুমকে জালিমের উপর বিজয় দান করেন।

মাজলুম কোনো জাতি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে না গিয়ে কখনো জালিমের উপর প্রতিষ্ঠা লাভ করে না।

বনী ইসরাঈলের সদ্যজাত শিশু ও মুমিনদেরকে হত্যা করা হয়েছিলো।
এমনকি মুসা আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশাতেই তাদেরকে হত্যা ও শূলবিদ্ধ করা হয়েছিলো।

এই সবকিছুর পরেই তারা ফিরআউনের উপর বিজয় লাভ করে।

~শায়খ আব্দুল আযীয আল তারিফী ফাক্কাল্লাহু আসরহ

রিমেম্বারিং আওয়ার হিরোজ 🇧🇩❤️😭কোন ভাষা দিয়ে তোমার জন্য লেখা শুরু করবো তা আমি হারিয়ে ফেলেছি,সব কিছুই ত কম হবে................
31/07/2024

রিমেম্বারিং আওয়ার হিরোজ 🇧🇩❤️😭

কোন ভাষা দিয়ে তোমার জন্য লেখা শুরু করবো তা আমি হারিয়ে ফেলেছি,সব কিছুই ত কম হবে...............❤️আহ মুগ্ধ তোমায় কোন দিন দেখি নি
তোমার শহীদ হওয়ার পর থেকে যতই তোমার ব্যাপারে শুনছি ততই মুগ্ধ হচ্ছি।
আসলে মুগ্ধ ভুল দেশে জন্মগ্রহণ হইছে তোমার যেখানে মেধাবীদের কোন মূল্য নেই। কিন্তু আন্তর্জাতিক অংগনে তোমার মেধার কদর ছিলো অনেক বেশি যা আমরা দেখতে পাই তোমার শহীদ হওয়ার পর আন্তর্জাতিক মার্কেটপ্লেস ফাইভার এর সিইও তোমার জন্য শ্রদ্ধা ও সম্মান জানিয়েছে।
তুমি ই বাংলাদেশ মুগ্ধ,তুমি ই আমাদের হিরো।
তুমি ১৮ তারিখ দুপুর বেলা রুম অগাচালো রেখেই তাড়াতাড়ি করে তোমার আই ডি কার্ড গলায় ঝুলে দিয়ে >(হয়তো ভেবেছিলে আইডি কার্ড টা দেই অন্তত পুলিশ আমাকে গুলি করবে না তারা যেন বুঝতে পারে আমি ছাত্র)

বন্ধুর দেশ বলে কথা।বাংলাদেশ কে একটা অংগরাজ্য বানিয়ে নেও ভারত মশাই।
25/06/2024

বন্ধুর দেশ বলে কথা।
বাংলাদেশ কে একটা অংগরাজ্য বানিয়ে নেও ভারত মশাই।

06/06/2024

আগামীকাল শুক্রবার সন্ধ্যার আগেই নখ, চুল-পশম কেটে ফেলুন। অন্যথায় কুরবানীর পর কাটতে হবে।

Address

Puran Bogra
5881

Telephone

+8801724805089

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH DEEN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MH DEEN:

Share